ফার্মেসি ব্যবসায় কেরিয়ার গড়ুন!! কি কি কাগজ ও সার্টিফিকেট এবং মূলধন কত লাগবে।

 

ফার্মেসি ব্যবসায় কেরিয়ার গড়ুন!!


any help24



আমাদের দেশে পড়াশোনা শেষ করে বেকার জীবন অতিবাহিত করছেন অনেকে। কিন্তু আপনারা চাইলে সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্ট করেই একটি সম্মানের ও লাভজনক ফার্মেসি ব্যবসা গড়ে তুলতে পারেন ।

বর্তমানে আমাদের বাংলাদেশের যে কয়েকটি লাভজনক ব্যবসার আইডিয়া রয়েছে তার মধ্যে আমি মনে করি অন্যতম একটি ব্যবসা হচ্ছে ফার্মেসি ব্যবসা ।

যেহেতু বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং যেখানে মানুষ রয়েছে আর সে কারণেই pharmacy ব্যবসা আজীবন থাকবে ।

মূলত মানুষ নিয়মিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে থাকে । এবং অসুস্থ হলেই ওষুধ সেবনের প্রয়োজন হয়

আর এই ঔষধ ক্রয় করার জন্য মানুষকে বিভিন্ন pharmacy business প্রতিষ্ঠানের নিকট দ্বারস্থ হতেই হয় । তাই আপনি যদি একজন শিক্ষিত বেকার যুবক হয়ে না থেকে একটি ফার্মেসি কোর্স গ্রহণ করে নিজেকে এই সেক্টরে একজন দক্ষ ও সাবর্লীল ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলতে পারেন আপনার কেরিয়ার।


ফার্মেসি ব্যবসা কি ? what is pharmacy business ?


ফার্মেসি ব্যবসা বলতে এমন ধরনের ব্যবসা কে বুঝায় যেখানে একজন ফার্মাসিস্ট ডাক্তাররে প্রেসক্রিপশন দেখার মাধ্যমে ওষুধ রোগীদের কাছে বিক্রি করে থাকেন ।

এছাড়াও একজন ফার্মাসিস্ট গণ প্রাথমিক বিভিন্ন ধরনের সাধারণ রোগের ওষুধ নিজে বিক্রি ও চিকিৎসা করে থাকেন । সাধারণত ফার্মেসির ডাক্তাররা বিভিন্ন ধরনের প্রফেশনাল ডাক্তারদের প্রেসক্রিপশন অনুসারে ওষুধ রোগীদের দিয়ে থাকে ।

ফার্মেসি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের পাইকারি ওষুধ কোম্পানি থেকে ওষুধগুলো ক্রয় করে থাকে । এবং পরবর্তীতে তা খুচরা ভোক্তাদের বা রোগীদের নিকট অধিক দামে বিক্রি করে লাভবান হয়ে থাকে ।



কিভাবে শুরু করবেনঃ


pharmacy ব্যবসা কিভাবে শুরু করবেন ?

আপনি যদি একজন ফার্মাসিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে চান এবং একটি লাভজনক ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রশিক্ষন প্রয়োজন



ফার্মেসি ব্যবসা কিভাবে শুরু করবো ? How to start a pharmacy business?.


আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে ফার্মেসি ব্যবসা গড়ে তুলতে পারেন । একটি pharmacy ব্যবসা গড়ে তুলতে হলে আপনাকে ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মেডিকেল সার্টিফিকেট, একটি ফার্মের জন্য দোকান, এবং সর্বোপরি মোটামুটি মানের মূলধন বিনিয়োগ করতে হবে ।


ফার্মেসি ব্যবসা করতে কি দরকার ?What is needed to do pharmacy business?


এই ব্যবসায় করতে যা প্রয়োজন ইতিমধ্যে আপনি উপরের অংশে জানতে পেরেছেন । এরপরও আপনাদের সুবিধার্থে একটি pharmacy ব্যবসা গড়ে তুলতে হলে আপনাকে ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মেডিকেল সার্টিফিকেট, একটি ফার্মের জন্য দোকান, এবং সর্বোপরি মোটামুটি মানের মূলধন বিনিয়োগ করতে হবে ।

pharmacy ব্যবসা শুরু করতে যেমন : মেডিকেল লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স ইত্যাদি প্রয়োজন হয় তার পাশাপাশি আপনার অবশ্যই ফার্মেসি সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে ।

যার ফলে আপনাকে অবশ্যই একজন ফার্মাসিস্ট ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে । অন্যথায় আপনি এই ধরনের লাইসেন্স ও সার্টিফিকেটগুলো পাবেন না ।


কি কি ডকুমেন্টস এবং লাইসেন্স এর প্রয়োজনঃ


ফার্মেসি ব্যবসা শুরু করতে আপনার অবশ্যই একটি মেডিকেল ট্রেডের একটি সার্টিফিকেট দরকার হবে ।
pharmacy ব্যবসার নামে একটি ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে হবে।এছাড়াও pharmacy business শুরু করতে অবশ্যই একটি ড্রাগ লাইসেন্স থাকতে হবে । এবং জায়গা নির্বাচনের সময় অবশ্যই এমন একটি স্থানে আপনাকে ফার্মেসি ব্যবসা গড়ে তুলতে হবে যেখানে মানুষের যাতায়াত ও হাসপাতাল অথবা আবাসিক বসবাস রয়েছে ।




ফার্মেসি কোস বা অন্যান সরকারী কোস সূমহঃ


বাংলাদেশ ফার্মেসি কোর্স সাধারণত তিন ধরনের হয়ে থাকে যেমন :

১। এ ক্যাটাগরি ফার্মেসি কোর্স

২।, বি ক্যাটাগরি,

৩। সি ক্যাটাগরি ।

৪। কমিউনিটি প্যারামেডিক,

৫। সি এইচ ডাব্লিউ,

৬।কেয়ার গিভার কোসগুলোই সরাসরী সরকারী ভাবে প্ররিচালনা করা হয়।



কত টাকা বিনিয়োগ করা প্রয়োজনঃ


সাধারণত একটি pharmacy ব্যবসায়ী আপনি যদি ১ থেকে ৫ লক্ষ টাকা এর মত পুঁজি বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনি তার বিপরীতে অনায়াসে ৫০হাজার টাকার মত আয় করতে পারবেন প্রায় প্রতি মাসে।


বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের তালিকাঃ

১। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল
২। বাংলাদেশ নাসিং কাউন্সিল
৩। বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড

এই বোডগুলো বিভিন্ন কোর্স পরিচালনা করেন। উক্ত বোর্ডের ওয়েব সাইড ভিজিট করলে সকল তথ্য পেয়ে যাবেন।
any help24
any help24

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।

সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন