মাঙ্কিপক্স বা এমপক্স কীভাবে ছড়ায় এবং ভয়াবহতা চিকিৎসা কী?

 

মাঙ্কিপক্স বা এমপক্স

anyhelp24


মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত প্রাণীজাত (জুনোটিক) রোগ।


👉এমপক্স ১৯৫৮ সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কিপক্স বলা হয়। এ নামটি বদল করে নতুন বৈজ্ঞানিক নাম দেয়ার জন্য বিশ্বস্বাস্থ্যসংস্থা উদ্যোগ নিয়েছে। কারণ এ নাম থেকে মনে হতে পারে বানরই এ রোগের জন্য দায়ী, যা সঠিক নয়।


👉এ রোগটির প্রাদুর্ভাব ১৯৭০ সাল থেকে প্রধাণত মধ্য ও পশ্চিম আফ্রিকার ১১টি দেশে দেখা যায়। ইতিপূর্বে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুরসহ অনান্য দেশেও এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে সেসব ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের আফ্রিকার দেশ সমূহে ভ্রমণের ইতিহাস অথবা উক্ত দেশ সমূহ হতে আমদানিকৃত প্রাণীর সংস্পর্শে আসার ইতিহাস ছিল। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া,পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়াতে মাঙ্কিপক্সের রোগী পাওয়া যেতে থাকে, যারা মধ্য ও পশ্চিম আফ্রিকার রোগ উপদ্রুত অঞ্চলে ভ্রমণ কিংবা সেদেশের মাঙ্কিপক্সবাহক কোনো প্রাণির সংস্পর্শেও আসেননি। 


🐵‘মাঙ্কিপক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস’। এ জাতির ভাইরাসের মধ্যে রয়েছে গুটিবসন্ত ও কাউপক্স। এ জন্য মাঙ্কিপক্সের সাথে গুটিবসন্ত বা স্মলপক্সের মিল দেখা যায়। আবার মাঙ্কিপক্স ভাইরাসের রয়েছে দু’টো ক্লেড বা উপজাতি। একটি হচ্ছে মধ্য আফ্রিকা ক্লেড-এ উপজাতির মাঙ্কিপক্সে মৃত্যুহার ১০% পর্যন্ত হতে পারে। অন্যটি হচ্ছে পশ্চিম আফ্রিকা ক্লেড-এ উপজাতির মাঙ্কিপক্সে মৃত্যু তেমন হয় নি তথ্য পাওয়া যায়নি। মাঙ্কিপক্সের সুপ্তিকাল সাধারণত ৬ থেকে ১৩ দিন, তবে তা সর্বনিম্ন ৫ দিন থেকে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত হতে পারে।


কীভাবে ছড়ায়? 

👨কোনও ব্যক্তি যখন মাঙ্কিপক্সে আক্রান্ত অপর কোনও ব্যক্তি, পশু বা কোনও জিনিস থেকে এই ভাইরাসের সংস্পর্শে আসে, তখনই এই ভাইরাসটি ছড়াতে পারে। এই ভাইরাস শ্বাসনালী, মিউকাস মেমব্রেন (মুখ, চোখ বা নাক),  এমনকি ত্বকের ফাটা অংশ (খালি চোখে দেখা না গেলেও) দিয়েও মানুষের শরীরে ঢুকতে পারে। 

🐵‘এক ব্যক্তি থেকে অন্য জনের দেহে সংক্রমিত হতে পারে মাঙ্কিপক্স , তবে এমন সংক্রমণ তুলনায় কম ঘটে। যখন কেউ কোনও আক্রান্ত ক্ষত, মামড়ি, নিশ্বাসের সঙ্গে মিশে থাকা জলকণা বা মুখের লালার সংস্পর্শে আসেন তখনই মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে,। সাধারণত ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ, যেমন আদর করা, চুমু খাওয়া বা যৌনতার মাধ্যমেই এই সংক্রমণ ঘটতে পারে। তবে গবেষকরা এখনও নিশ্চিত নন যে, বীর্য বা যোনিরসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় কি না। সে বিষয়ে গবেষণা চলছে।



 ভয়াবহতাঃ


আফ্রিকান অঞ্চলে মাঙ্কিপক্স পরিস্থিতি জটিল হয়ে উঠছে। গত ১৪ আগস্ট এই ভাইরাসের সতর্কতায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ সংস্থা।(ডব্লিওএইচও)। জানা গেছে, ইউরোপের দেশ সুইডেনেও এমপক্স ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। 

 

📄বর্তমানে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়ছে। চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত ১৪ হাজার ৫০০ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, কেনিয়া এবং রুয়ান্ডাতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্যমতে।
 

 

📰পরিসংখ্যানে উঠে এসেছে, গতবছরের একই সময়ের তুলনায় এমপক্স ভাইরাসে আক্রান্তের হার বেড়েছে ১৬০ শতাংশ। আর মৃত্যুর হার বেড়েছে ১৯ শতাংশ। ফলে ভাইরাসটির উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। 



মাঙ্কিপক্সের লক্ষণ এবং উপসর্গগুলি কী?

  • মাথাব্যথা

  • জ্বর

  • পিঠে ব্যাথা

  • পেশিতে ব্যথা

  • কাঁপুনি

  • ক্লান্তি

  • লিম্ফ নোড ফুলে যাওয়া     

এ রোগ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার উপায়ঃ


আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকা। আক্রান্ত ব্যক্তি এবং সেবা প্রদানকারী উভয়ে মাস্ক ব্যবহার করা। সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া (৩০ সেকেন্ড ধরে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি সাবান/ জীবাণুনাশক/ ডিটারজেন্ট দিয়ে জীবাণুমুক্ত করা। আক্রান্ত জীবিত/মৃত বন্যপ্রাণী অথবা প্রাকৃতিক পোষক (যেমন ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ) থেকে নিরাপদ দূরত্বে থাকা। 

তবে সাধারণত গৃহপালিত প্রাণী (যেমনঃ গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, মহিষ) থেকে এ রোগ ছড়ায় না।


মাঙ্কিপক্সের চিকিৎসা কী?

👉বর্তমান সময়ে এই মুহূর্তে মাঙ্কিপক্সের কোনও নির্দিষ্ট প্রামাণ্য চিকিৎসা নেই। অ্যান্টিভাইরাল ওষুধে কাজ হতে পারে, কিন্তু মাঙ্কিপক্সের চিকিৎসাপদ্ধতি হিসাবে তা নিয়ে এখনও কোনও গবেষণা হয়নি বলে জানা গেছে।  

👉 যেহেতু মাঙ্কিপক্স এবং স্মলপক্স ভাইরাস  জিনগত ভাবে তুলনীয়, তাই স্মলপক্স সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য বা মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। স্মলপক্স এর সব  অ্যান্টিভাইরাল ওষুধ বা টিকা ।

👉 যেমন যাঁদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দু্র্বল, তাঁদের টেকোভিরিম্যাট-এর (TPOXX) মতো অ্যান্টিভাইরাল ওষুধ ।  যে সব রোগীর গুরুতর ভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা আছে,  দেওয়া যেতে পারে।

👉আপনার শরীরে যদি মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়, তা হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আপনি কোনও মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছেন কি না, সে কথা বিবেচনা করার প্রয়োজন নেই।     

💉টিকাকরণ

আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) সুপারিশ করেছে যে, যাঁরা মাঙ্কিপক্স ভাইরাসের সংস্পর্শে এসেছেন, এবং যাঁদের এই ভাইরাসের সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি, তাঁদের টিকা নিতে হবে। এ ছাড়াও যাঁদের টিকা নেওয়ার কথা বলা হয়েছে, তাঁরা হলেন:

👉 মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে গণস্বাস্থ্য আধিকারিকরা যাঁদের চিহ্নিত করেছেন তাদের সকলের টিকা গ্রহণ করতে হবে।

👉 এমন লোক, যাঁরা সম্ভবত মাঙ্কিপক্স ভাইরাসের সংস্পর্শে এসেছেন, যেমন---

✌যাঁরা ইতিমধ্যে জানতে পেরেছেন যে, গত দু’সপ্তাহে তাঁদের যৌনসঙ্গী মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।✌যাঁরা ইতিমধ্যে জানতে পেরেছেন যে,গত দু’সপ্তাহে মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে, এমন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যাঁদের একাধিক যৌনসঙ্গী রয়েছে।

👉 এমন লোক, কর্মসূত্রে যাঁদের অর্থোপক্সভাইরাসের সংস্পর্শে আসতে হতে পারে, যেমন:

  • এমপক্স বা অর্থোপক্সভাইরাসের পরীক্ষা করেন, এমন ল্যাবরেটরি কর্মী

  • এমপক্স বা অর্থোপক্সভাইরাসের কালচার বা তাতে আক্রান্ত প্রাণী নিয়ে কাজ করেন, এমন ল্যাবরেটরি কর্মী

👉 কিছু নির্বাচিত স্বাস্থ্যকর্মী ও গণস্বাস্থ্যকর্মী 


সূত্রঃ https://healthlibrary.askapollo.com/bengali/monkeypox-symptoms-causes-and-treatment/

 আইইডিসিআর, যুগান্তর,আরটিভি,ঢাকা টাইমস24


আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

যৌনস্বাস্থ্য ভালো রাখে যে ১০টি খাবার খাবেন

পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।

সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?