ভিটামিন বি ১এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

ভিটামিন বি ১ এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

Any Help24





ভিটামিন বি ১

প্রত্যেটি মানুষের সুস্থ্য থাকার জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার প্রয়োজন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অনেক ধরনের গুরুতর রোগ থেকে নিরাপদ রাখতে পারে আমাদেরকে। এই কারণে বিশেষজ্ঞরা প্রতিদিনের খাবারে সবুজ শাক এবং মৌসুমি ফল সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সুস্থতার জন্য অন্যান্য ভিটামিন যেমন সি, ডি এবং প্রোটিনের প্রয়োজনীয়ত আছে। ঠিক তেমন ই ভিটামিন বি ১ আমাদের শরীরের জন্য এসব পুষ্টি উপাদানের মতোই গুরুত্বপূর্ণ? ভিটামিন বি-১ স্নায়ু, পেশী এবং হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থায়ামিন নামেও পরিচিত এটি। শরীরে গ্লুকোজ বিপাকের জন্য এবং স্নায়ু এবং পেশীর কার্যকারিতা সহজ করার জন্য অপরিহার্য উপাদানটি। এর ঘাটতি স্মৃতিশক্তি হ্রাসের মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে। 


ভিটামিন বি-১ ঘাটতি হলে কী হয়?

ভিটামিন বি-১ বা থায়ামিন একটি দ্রবণীয় ভিটামিন যা শরীরকে শক্তি হিসেবে কার্বোহাইড্রেট ব্যবহার করতে সহায়তা করে। এর ঘাটতি পেরিফেরাল নার্ভ-সম্পর্কিত ব্যাধিগুলোর ঝুঁকি বাড়ায়। এছাড়াও এর ঘাটতির কারণে ওজন কমে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে, বিভ্রান্তি এবং স্বল্পমেয়াদী স্মৃতির সমস্যাও ঘটতে পারে। সুস্থ থাকতে চাইলে বি-১ সমৃদ্ধ খাবার প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করা ভীষণ জরুরি। 



 ভিটাবিন বি ১ এর অভাবে যে রোগটি বেশি দেখা যায় সেটি ছিল বেরিবেরি  রোগ যদিও এখন  অনেক কম হয়।বেরিবেরি বলে একটা রোগ আছে। এই রোগটা এখন খুব কম দেখা যায়। মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। মানুষ সচেতন হয়েছে। এক সময় দেশের বিভিন্ন অংশে অভাব লেগে থাকত। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব ছিল। এখন সেই সমস্যার অনেক সমাধান হয়ে গেছে। তবে এই রোগ যে এখন একে বারে না তা নয় এখনও এই রোগ কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায়।

👊বেরিবেরির ফলে হার্ট ফেইলিউর পর্যন্ত হতে পারে ।

👊 এরকম হলে বুকে ব্যথা হয়। বুক ধরফর করে এবং শ্বাসকষ্ট হয়।

👊এছাড় এই বেরিবেরিতে পায়ে পানি আসতে পারে।

👊নার্ভের সমস্যা হলে হাত পায়ের মধ্যে ঝিনঝিন করে।

👊অস্বস্তি লাগে এবং অনেক সময় এতে মাংসপেশি শুকিয়ে গিয়ে তা দুর্বল হয়ে পড়ে।

👊তবে প্রাথমিক লক্ষনের মধ্যে ক্ষুধা মন্দা, কারন ছাড়াই অত্যধিক দুর্বল লাগা, হজমের সমস্যা, হাত         পায়ের ঝিনঝিন ইত্যাদি দেখা দেয়।


বেরিবেরি ৩ প্রকারঃ


👉শুধু স্নায়ুতন্ত্র আক্রান্ত হলে একে ড্রাই বেরিবেরি বলে।

👉 হৃদযন্ত্র আক্রান্ত হয়ে শরীরে পানি আসলে তখন তাকে ওয়েট বেরিবেরি বলে।

👉হজমে সমস্যা নিয়ে আসলে সেই বেরিবেরিকে গ্যাষ্ট্রোইন্টেস্টিনাল বেরিবেরি বলে।


চাল এবং বিভিন্ন শস্যের মধ্যে এই ভিটামিন পাওয়া যায়। তবে চাল যদি প্রসেস করা হয় তখন কিন্তু আর এই ভিটামিনটা পাওয়া যায় না। ঢেঁকি ছাটা চালে এই ভিটামিন পাওয়া যেত। মাছ মাংস এবং রুটিতেও এই ভিটামিন কিছুটা থাকে। আগে এই রোগ অনেক দেখা যেত। তবে বর্তমানে যারা অ্যালকোহল গ্রহণ করেন তাদের মধ্যে এটি পাওয়া যায়। প্রতিদিন সুষম খাবার খেলে এ রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।


চিকিৎসা:

👀খাবারে সাপ্লিমেন্ট ছাড়াও মুখে বা ইনজেকশন থিয়ামিন দিয়ে এর চিকিৎসা করা হয়।


জেনে নিন কোন কোন খাবারে মিলবে এই ভিটামিন। 

✋সূর্যমুখীর বীজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১ থাকে।
✋শুধু মাত্র
ভিটামিন বি-১ ১০০ গ্রাম মটরশুঁটিতে ০.২৮২ মিলিগ্রাম থাকে।
থায়ামিন প্রাকৃতিকভাবে মাংস, মাছ এবং গোটা শস্যে পাওয়া যায়। ডা


১৭ টি খাবারঃ


১. কাজু :                   ২. স্পিরুলিনা :                     ৩. ওট :                                 ৪. চিয়া সিড :


৫. কলা :                    ৬. স্কোয়াশ :                        ৭. মিষ্টি আলু :                        ৮. পালং : 


৯. বাদামের মাখন :    ১০. ছোলা :                            . আলমন্ড মিল্ক :        ১২. অ্যাসপারাগাস :

১৩. ইস্ট :                 ১৪. আলমন্ড :            ১৫. ওয়ালনাট :        ১৬. টমেটো :        ১৭. অ্যাভোকাডো :




আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

যৌনস্বাস্থ্য ভালো রাখে যে ১০টি খাবার খাবেন

পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।

সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন