Night Discharge (স্বপ্নদোষ)
Night discharge বা স্বপ্নদোষ একটি সাধারন ও স্বাভাবিক ব্যাপার এতে পুরুষের তেমন কোনো ক্ষতি হয় না প্রত্যেকটি পুরুষের যৌবন আগমন ঘটলে এটি হতে পারে প্রতিমাসে দুই থেকে চারবার এটি হতে পারে অর্থাৎ প্রতি মাসে দুই থেকে চার বার হওয়া স্বাভাবিক ।
যৌবনের সময়টিতে নিয়মিত শুক্র কিট তৈরি হতে থাকে টুকরো জমে শুক্র বাহিনালি বীর্যস্থলের সময় যদি কোন নারীর অনুপস্থিতি বা কল্পনায় বা আবেগ হয় তবে এটি হতে পারে।
তবে যদি এটি মাত্রা অতিরিক্ত হয় তবে ঔষধের মাধ্যমে এর চিকিৎসা করতে হয়।
কারণ সমূহ কি কি
✅অতিরিক্ত নেশা সেবনের অভ্যাস থাকলে।
✅হরমোনের বেশি প্রভাব সৃষ্টি হলে।
✅উত্তেজক খাবার বা খাদ্য গ্রহণ করলে।
✅যৌন উত্তেজনার ভিডিও দেখলে।
✅যে সকল পুরুষের বেশি কাম থাকে।
লক্ষণগুলো কেমন
✅ প্রত্যেক মাসে দুই থেকে চার বার হওয়া স্বাভাবিক।
✅তবে তার চাইতে যদি বেশি হয় যেমন সপ্তাহে দুই থেকে তিনবার হয়ে যাওয়া।
✅বীর্য পাতলা হওয়া ইত্যাদি।
চিকিৎসা
💊প্রথমত সাধারণ কোন চিকিৎসার প্রয়োজন নেই কারণ এটি একটি স্বাভাবিক পদ্ধতি।
💊 তবে যদি সেটি মাত্র অতিরিক্ত হয় তাহলে কিছু ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া যেতে পারে
যেমন যদি মানসিক প্রশান্তির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা মাইন্ড রিলাক্সের জন্য কিছু ঔষধ ব্যবহার করে থাকে যেগুলো আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় যেগুলো বিভিন্ন নামে রয়েছে ফ্রেনজিট অ্যানজিনটা টিডিল ইত্যাদি এগুলো ট্যাবলেট আকারে পাওয়া যায় এগুলো প্রতিদিন একটা করে গ্রহণ করা যেতে পারে এতে করে মানসিক প্রশান্তি আসবে এবং এই যে স্বপ্নদো সেটা হওয়ার প্রবণতা কমে যাবে।
💊এছাড়াও কিছু মাল্টিভিটামিন জাতীয় ঔষধ দিয়েও চিকিৎসা করা যেতে পারে অনেক সময় ভিটামিনের স্বল্পতার কারণে এটি হয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় যেমন মাল্টিভিট প্লাস এরিস্টটবিট এম এরকম বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো প্রতিদিন একটা করে মাঝখানে আপনি গ্রহণ করতে পারেন।
এছাড়াও কিছু আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে
🌲 রাতে ঘুমানোর আগে এক আনা পরিমাণ ইন্দ্রযব চূর্ণ ইন্দ্রযব চূর্ণ দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এতে করেও ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায়।
ঘরোয়া চিকিৎসা বা ঘরোয়াভাবে প্রতিরোধ গড়ে তোলা
👉স্বাভাবিক রাতের খাবার গ্রহণ করতে হবে প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে।
👉উত্তেজক খাবার ও মসলা জাতীয় খাবার খাওয়া যাবেনা।
👉চিন্তা এবং নেশা মুক্ত থাকার চেষ্টা করতে হবে।
👉প্রত্যেকদিন নিয়মিত সময় ধরে অর্থাৎ নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা করতে হবে।
👉যদি কারো পর্ন ভিডিও দেখার অভ্যাস থাকে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে।
👉 ইসলামিক ভাবে যদি বিয়ের উপযোগী থাকে তাহলে অবশ্যই বিয়ে করে নেওয়া সবচাইতে বেটার।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।
সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।