পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।

Piles  অর্শ মলনালী ও মলদ্বারের রোগ

অর্শ বা  মলদ্বারের রোগ কাকে বলেঃ


মলদ্বারের ভেতরে শিরা গুলি যদি কারণবশত ফুলে ওঠে প্রসারিত হয় এবং মোটর দানা বা তার চেয়ে একটু বড় হয় তবে এই লক্ষণকে অর্শ বা বুটি বা পাইলস বলে ।


অর্শ তিন প্রকার যথাঃ

1. External  piles

2. internal piles

3. Indo external/ mixed  piles 

পাইলস হওয়ার কারণসমূহঃ


 ১. বংশগতঃ প্রায়ই একই পরিবারের বহু সদস্যকে এই রোগে আক্রান্ত হতে দেখা যায় তাই মনে করা হয় যে বংশগতভাবে মলদ্বারের শিরা গুলো বাদ দেয়াল দুর্বল থাকার কারণে পায়েলসের প্রবণতা বেশি থাকে।

২.পুরাতন বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকলেও পাইলস হতে পারে।

৩. গর্ভাবস্থায়ও পাইলস হতে

পারে

৪. যারা সব সময় বসে বসে কাজ করেন তাদেরও পাইলস হতে পারে

৫. এছাড়া মলদ্বারে ক্যান্সারের রোগী যারা আছেন তাদের ওই সমস্যা দেখা যায়।


প্যাথলজিঃ

ভেতরকার পাইলসের অবস্থান অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়

1.3O`clock

2.7O`clock

3.11O`clock


এই তিনটি হচ্ছে প্রাইমারি  এছাড়া ও সেকেন্ডারি স্টেজ রয়েছে ওটা টারশিয়ারি রয়েছে



 লক্ষণ ও উপসর্গ সমূহঃ

  •  রক্তক্ষরণ
  • গেস বা বাইরের দিকে বেরিয়ে পড়া
  • ব্যথা হওয়া
  • চুলকানি হওয়া


জটিলতাঃ

  • অত্যাধিক রক্তস্রাব
  • অবরোধ সৃষ্টি
  • Thrombosis
  • পচন
  • ঘা সৃষ্টি(Ulceration)
  • তন্তবতা(Fibrosis)
  • কোচ সৃষ্টি



চিকিৎসাঃ

সাধারণ চিকিৎসাঃ

রোগীর কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে এর জন্য খাবারের মধ্যে পরিবর্তন আনতে হবে বেশি বেশি পরিমাণ পানি খেতে হবে 


রোগীকে হালকা ব্যায়ামকরার পরামর্শ দিতে হবে


রক্তস্বল্পতা দূর করার জন্য রক্তবর্ধক ঔষধ দিতে হবে


বাংলাদেশের বাজারে ব্যবহৃত ঔষধ সমূহ


Normanal 500mg

NORMANAL 500MG

Normanal 500mg পাইলস এর ঔষধের মধ্যে খুব কার্যকারি একটি ঔষধ। এটি রোগীর অবস্থা অনুসারে ২বার থেকে ৪ বার পযর্ন্ত গ্রহণ করা যায় ২-৬ মাস সময় পযর্ন্ত লাগতে পারে। পাইলস রোগের কারণে যাদের মলদ্বারে প্রচন্ড আকারে ব্যথা করে কিংবা মলদ্বার ফুলে ওঠে এবং কঠিন জ্বালাপোড়া করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। 


Daflon 1000mg

DAFLON 1000MG
Daflon 500 এবং 1000mg ওষুধটি হল পাইলস রোগের আরেকটি অত্যন্ত কার্যকরী ঔষধ। এটি রোগীর অবস্থা অনুসারে ২বার থেকে ৪ বার পযর্ন্ত গ্রহণ করা যায় ২-৬ মাস সময় পযর্ন্ত লাগতে পারে। যাদের পাইলস রোগ অনেকদিন ধরে কিংবা অনেক পুরনো হয়ে গেছে তারা এই ওষুধটি খেতে পারেন

Lignoclne gel

LIGNOCINE GEL

যে সকল পাইলস রোগীরা পাইলস রোগে আক্রান্ত হয়েছেন এবং যে সকল পাইলস রোগীদের মলদ্বারে প্রচন্ড জ্বালাপোড়া করে তাদের জন্য এই  Lignocaine gel ঔষধটি অনেক বেশিটা কার্যকরী। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যখন আপনি যখন পায়খানা করবেন তার ১০ থেকে ১৫ মিনিট আগে এটি মলদ্বারে লাগিয়ে নিয়ে নিতে হবে।


Erian Ointment

ERIAN OINTMENT

যারা পাইলস রোগে আক্রান্ত এবং যাদের মলদ্বারে প্রচন্ড ব্যথা করে এবং চুলকায়। যাদের মলদ্বার ফুলে ওঠেছে তাদের জন্য এই ঔষধটি অত্যাধিক কার্যকরী। এটি ব্যবহারের নিয়মি হচ্ছে সকাল এবং বিকাল ২ বারে এটি ব্যবহার করতে হবে ।যদি সাপোযেটরী হয় তাহলে এটি করে ব্যবহার করবে। তাই যারা পাইলসে আক্রান্ত তারা এই ঔষধটি ব্যবহার করতে পারেন। 



Syp- Osmolax

SYP- OSMOLAX

Syp- Osmolax ওষুধটি হল পাইলস রোগের আরেকটি অত্যন্ত কার্যকরী ঔষধ। এটি রোগীর অবস্থা অনুসারে ১বার ২চামুচ করে গ্রহণ করা যায়। যাদের পাইলস রোগ অনেকদিন ধরে কিংবা অনেক পুরনো হয়ে গেছে তারা এই ওষুধটি খেতে পারেন





সক্রিয় চিকিৎসাঃ

যে অংশ বের হয়ে আসে অর্থাৎ গেজ যে অংশটা বা গুটি যে অংশটা আছে তার উপর ইনজেকশন দিয়ে ইলাস্টিক ব্যান্ড বেঁধে দেওয়া হয়। তবে এটি প্রথম দিকে ভালো কাজ করলেও পুরাতন পাইলসের ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় না


সার্জারিঃ

Surgery আগে Cryosurgery  একটি ধাপ আছে এখানে তরল নাইট্রোজেনএবং বলি গুলো আছে এইগুলোকে জমিয়ে(Freeze)  করে দেওয়া হয়


এতে করে এর কলা বিনষ্ট হয় এবং ঝরে পড়ে তবে এই পদ্ধতি শুধু প্রথম এবং দ্বিতীয় ধাপে সম্ভবত হয় তৃতীয় ধাপে নয়।এই পদ্ধতি বাংলাদেশের ব্যবহার হয় অনেক কম তবে বিশেষ করে ইন্ডিয়াতে ব্যবহৃত হয়।


বাংলাদেশ সার্জারি করার মধ্যে গেট যে অংশটি থাকে সেটুকু কেটে ফেলাটাকে সবচাইতে ভালো সমাধান হিসেবে ধরা হয় আর এখন বর্তমানে লেজারের মাধ্যমে পাইলস সার্জারি করার হয়ে থাকে। 



আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন