চোখের সুরক্ষায় করণীও কি ?

 

👀 চলছে তীব্র তাপধাহ আর এই গরম পড়তেই বিভিন্ন সমস্যার সাথে চোখের নানা রোগের আশঙ্কা বাড়তে থাকে। কড়া বা বেশি রোদ  আর্দ্রতার কারণে এই সমস্যা আরও বেশি বেড়ে যায় এই সময়টিতে চোখের নানা রোগ দূর করতে কিছু ভালো অভ্যাস তৈরি করা বা মেনে চলা দরকার

Any Help24

চোখের সুরক্ষায় কী করবেন

💦সানগ্লাস ব্যবহার:

Any Help24
💨রোদের হাত থেকে যদি আপনি  চোখকে বাঁচাতে চান তাহলে নিয়মিত সানগ্লাস পরা শুরু করুন। সূর্যের আলোয় যে ইউভি রশ্মি রয়েছে তা  চোখের ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দেয়। এর থেকে বাঁচতেই সানগ্লাস ব্যবহার অত্যন্ত জরুরি।

💦প্রচুর পরিমাণে পানি পান  স্বাস্থকর খাবার:
Any Help24

💨 অতিরিক্ত গরমে প্রচুর পরিমাণে পানি শরীর হতে বেড় হয়ে যায় যার করণে প্রচুর পরিমাণে পানি  খেতে হবে। পানি চোখের আর্দ্রতা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারও রাখতে হবে খাদ্য তালিকায় সাধ্যমত।

💦এসির বাতাস এড়িয়ে চলুন:

Any Help24

💨আমরা অনেকেই এসি ছাড়া গরমে অনেকেই অসুস্থ বোধ করেন। কিন্তু  আদকি  এসির বাতাস চোখের জন্য মোটেই ভালো  এসির ঠান্ডা বাতাস শুষ্ক চোখের জন্য অন্যতম  দায়ী।  কারণেই সরাসরি এসির বাতাস চোখে না লাগানোই শ্রেয়।

💦কনট্যাক্ট লেন্স পরে সাঁতার না কাটা:

Any Help24

💨আমরা অনেক সময়  গরমে  অতিষ্ঠ হয়ে পুকুর বা সুয়মিং পুলে সাঁতার কাটতে পছন্দ করি । তবে সাঁতার কাটার সময় মনে রাখতে হবে কোনোভাবেই কনট্যাক্ট লেন্স পরা যাবে না। এতে চোখে সংক্রমণের অনেকটাই আশঙ্কা বেড়ে পারে।

💦বড় টুপি ব্যবহার:
Any Help24

💨এই গরমে রোদের ক্ষতিকর রশ্মি হতে চোখ বাঁচাতে বড় টুপি পরে রোদে বেরনো যেতে পারে। এতে করে  চোখে সরাসরি সূর্যের আলো লাগবে না  ফলে শুষ্ক চোখের সমস্যা বা চোখের অন্যান্য রোগের আশঙ্কাও অনেকটাই কম থাকে।

💦ছাতা ব্যবহার করা:
Any Help24

💨এএই গরমে রোদের ক্ষতিকর রশ্মি হতে চোখ বাঁচাতে ছাতা নিয়ে রোদে বেরনো যেতে পারে। এতে করে  চোখে সরাসরি সূর্যের আলো লাগবে না  ফলে শুষ্ক চোখের সমস্যা বা চোখের অন্যান্য রোগের আশঙ্কাও অনেকটাই কম থাকে। 

👼বিশেষজ্ঞরা বলছেনগরমের সময় আবহাওয়ার কারণে চোখের সমস্যা অনেকটা বেড়ে যায়।  কারণে কিছু অভ্যাস মেনে না চললে বিপদের আশঙ্কা বাড়তে পারে।

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন