বারবার যৌন সম্পর্কে কি যোনি প্রসারিত হয়?

👀বারবার যৌন সম্পর্কে কি যোনি প্রসারিত হয়?

Any Help24


💔বিয়ের মাত্র  ২ বছর পরই মিজ বসুধার (ছদ্মনাম) স্বামী তার যোনি প্রসারিত হবার অভিযোগ করেন। বারবার শারীরিক সম্পর্কর কারণেই এমন টা হয়েছে বলে দাবি করেন তিনি।




💔এই অভিযোগ কেবল ১ জন পুরুষের- তেমনটা ভাবা ঠিক না। দীর্ঘ সময় ধরে নারীদের শরীর নিয়ে সমাজে যেসব মিথ কিংবা কুসংস্কার প্রচলিত রয়েছে। তার মধ্যে বারবার যৌন সম্পর্কে জড়ানোর কারণে যোনি প্রসারিত হবার বিষয়টি ও উল্লেখযোগ্য।




আর কেবল এই প্রচলিত কুসংস্কারের কারনে দাম্পত্য জীবনে ভুক্তভোগীতে পরতে হয় অনেক নারীকে।




👉যৌনতা স্বাভাবিক, কিন্তু সমাজে ট্যাবুঃ-




💔যৌন সম্পর্কের মতো একটি স্বাভাবিক বিষয় সমাজে ট্যাবু হয়ে থাকার কারণে বিভিন্ন সময়ে নারীদের তাদের সঙ্গীর কাছে থেকে এই ধরনের মন্তব্যের শিকার হতে হয় অনেক নারীকে।




বিষয়টি একান্ত  ব্যক্তিগত হওয়ায় জন্য কারো সাথে তারা এই বিষয়ে সহজে কথাও বলতে চান না।



💔যৌন সম্পর্কের সাথে যোনি প্রসারিত হওয়ার এই দাবির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে জানান বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম।



তিনি বলেন যে বারবার যৌন সম্পর্কের সাথে নারীদের যোনি প্রসারিত হওয়ার কোন ধরনের সম্পর্ক নেই।




💔একই মতামত ফিস্টুলা বিশেষজ্ঞ ও গাইনোকোলজি সার্জন ডঃ নৃন্ময় বিশ্বাসের। তারা বলেন যোনি প্রসারিত হবার সাথে যৌন সম্পর্কের কোন ধরনের ভূমিকা নেই থাকলেও কিছু কারণে যোনি প্রসারিত হতে পারে বলে জানান তিনি।




👉যৌন সম্পর্কে যোনির ভূমিকাঃ-




💔বিশ্বের সেরা  স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মেডিক্যাল নিউজ টুডের একটি প্রবন্ধে বলা হয়েছে  যে পেশীবহুল যোনির টিস্যুগুলো মূলত স্থিতিস্থাপক।




💔শরীরের বিভিন্ন স্থিতিস্থাপক টিস্যুগুলোর মতোই যখন প্রয়োজন যোনি প্রসারিত হয় কিন্তু পরে তা আবার আগের অবস্থায় ফিরে আসে।




💔যৌন সম্পর্কে মিলনের সময় যোনির পেশীগুলি শিথিল হয় এবং এটি সঙ্গমকে অনেকটা আনন্দময় করে তোলে এবং যৌন মিলনের সময়  আগে এবং পরে যোনি সাময়িকভাবে বেশি প্রসারিত হযে থাকে।



💔প্রবন্ধটিতে বিষয়টিকে এমন ভাবে বলা যায় যে মুখ খুলে কিছু খাওয়ার শেষে এর আকার আগের অবস্থায় ফিরে যাওয়ার সাথেই তুলনা করা হয়েছে।



 শুধুমাএ  এই কারনের জন্যই যোনি পথের মতো  ১ টি সরু জায়গা দিয়ে ১ জন মা তার সন্তান  প্রসব করতে পারেন।



👉 কী কী কারণে যোনি প্রসারিত হয়?



💔বারবার যৌন সম্পর্ক হওয়ার সাথে যোনি প্রসারিত হওয়ার কোনো ধরনের সম্পর্ক নেই কিন্তু  বিভিন্ন কিছু কারণে যোনি প্রসারিত হতে পারে।



সন্তান গর্ভে থাকা অবস্থায় এবং যোনিপথে জন্মদানের সময় মায়েদের যোনি প্রসারিত হয়ে থাকে।



💔তবে যেহেতু এটি স্থিতিস্থাপক, তার জন্য পরবর্তী সময়ে পুরোপুরি  ঠিক না হলেও  সেই জায়গাটা অনেকটাই আগের অবস্থায় ফিরে আসে।



আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

বার্ধক্যের পুষ্টি

গলা ব্যাথার কারণ, লক্ষণ এবং চিকিৎসা।


যোনি প্রসারিত হবার আরেকটি কারণ নারীদের বয়স।



💔ডঃ নৃন্ময় বিশ্বাস বলেন,তিনি বলেন যে নারীদের যোনির ভেতরের অংশে যে পেলভিক দেয়াল থাকে সেই টা বয়স বাড়লে  কিছুটা দুর্বল হয়ে যায়। তার জন্য যোনি প্রসারিত হয়।



মূলত নারীদের বয়স ৪০ এর পরে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।



এছাড়া হরমোনাল কারণেও যোনি প্রসারিত হতে পারে।



💔এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এন্ড এন্ড্রোজেন নামক এক ধরনের  হরমোনের জন্য  নারীদের পেলভিক দেয়াল শক্তিশালী হয়। যদি কোন কারণে এই হরমোনগুলোর প্রভাব যদি কমে যায় তাহলে পেলভিক দেয়াল অনেকটা দুর্বল  হয়ে যোনি প্রসারিত হয়ে যায়।  (মি. বিশ্বাস বলেন)



💔ছোটবেলা থেকেই কারো পেলভিস কিংবা শ্রোণী যদি চাপা হয়। তাহলে তার যোনি প্রসারিত হবার সুযোগ অনেকটা কম থাকে। ঠিক তেমনি  ভাবে অনেকের শ্রোণী জন্মগতভাবে দুর্বল থাকে যার ফলে তা প্রসারিত হবার সুযোগও অনেকটা বেশি থাকে।



👉 পরকীয়া সম্পর্কের সন্দেহঃ-



রাজধানীতে বসবাস করেন এক  গৃহিণী মিজ বসুধা বলেন,তিনি বলেন যোনি নিয়ে তার স্বামী তাকে অভিযোগ করতেন।



💔যৌন সম্পর্কের সময় মিজ বসুধার স্বামী তার যোনি নিয়ে মন্তব্য করেন যে তা  স্যাগি কিংবা ঢিলা  হয়ে গেছে। এর কারণ হিসেবে অন্য পুরুষের সাথে তার অজান্তে খারাপ সম্পর্ক গড়ে তোলার মতো অভিযোগও করেন তিনার স্বামী।



সম্পর্কের দুই বছরের মাথায় তার স্বামী  তার প্রতি যে অভিযোগ করেন। এই সময় তার সন্তানদের কেউই জন্ম নেয় নি।



অথচ এই বিষয়ে তার কোন রকম ধারনাই ছিল না। এর প্রভাব দাম্পত্য জীবনেও পড়ার কথা জানায় মিজ বসুধা।



💔তিনি বলেন, এর ফলে শ্রদ্ধাবোধের জায়গাটাও অনেকটা নষ্ট হয়ে যায়। সম্পর্কে নেতিবাচকতা কাজ করে। এবং স্বাভাবিক দাম্পত্য এগিয়ে নেয়াটা  অনেক কঠিন হয়ে পড়ে।



এই রকম  ঘটনার শিকার হয়েছিলেন  আরেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া  এক জন নারী সাদিয়া (ছদ্মনাম)।



💔তিনি বলেন, পূর্ব সম্পর্কের কথা টেনে তার সঙ্গী যোনি নিয়ে  অনেক মন্তব্য করেন। এবং বলন  যে  যোনি  এতটাই ঢিলা হয়ে গেছে যে তিনি ভেতরে প্রবেশ করলে মিজ সাদিয়া বুঝতেই পারবেন না।পরে  এই ঘটনার জন্য তাদের ছাড়াছাড়িও হয়ে যায়।



👉 সি-সেকশনের প্রবণতাঃ-



💔আগের দিনের  তুলনায় সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে যোনির বিষয়ে নারীদের উদ্বেগ অনেকটা বেড়েছে বলে জানায় বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম।



তিনি বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে প্রয়োজন হলে যোনি কেটে সন্তান বের করা হয়। এবং পরে তা পূনরায় আবার সেলাই করে দেয়া হয়।



💔আগে এটি নিয়ে কেউ তেমন মাথা না ঘামালেও বর্তমানে দৃশ্য অনেকটাই ভিন্ন। অনেক সময় নবজাতক জন্মের আগে দাদী বা নানী সম্পর্কের কেউ এসে বারবার করে বলেন যেন যোনিপথে কোন কাটাছেঁড়া না হয়।



💔যোনিপথে সন্তান জন্ম দিয়ে যোনি প্রসারিত হওয়ায় দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবার সংকট নিয়েও অনেক নারী ডাক্তারের সঙ্গে আলাপ করেন। সেক্ষেত্রে সি-সেকশন বা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয়াকেই বেছে নেন তারা।




👉যোনির জন্য বিশেষ ব্যায়ামঃ-



💔বয়স কিংবা হরমোনাল নানান কারণে যোনি প্রসারিত হলে তা আবার সঙ্কুচিত হওয়ার কোন উপায় আছে কি না এমন প্রশ্নের জবাবে ফিস্টুলা বিশেষজ্ঞ ও গাইনোকোলজি সার্জন ডঃ নৃন্ময় বিশ্বাস বলেন, পেলভিক ফ্লোর নামে ১ ধরনের বিশেষ ব্যায়াম করার  মাধ্যমে তলপেটের  মাংসপেশি দুর্বল হবার কারণে  যোনি প্রসারিত হয়েছিল সেই শক্তি কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হয় ।



কিন্তু এর কারনে খুব বেশি  একটা পরিবর্তন হয় না বলেও জানান তিনি।এছাড়া বিশেষ অপারেশনের মাধ্যমে যোনি সঙ্কুচিত করা যায়।


আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন