🌏বিশ্ব স্বাস্থ্য দিবস, এর প্রতিপাদ্য বিষয়,এবং যেভাবে এল বিশ্ব স্বাস্থ্য দিবস
👍 ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস
👉১৯৪৮ সালের এ দিনেই প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই থেকে প্রতিবছর নানা প্রতিপাদ্যের আলোকে পালিত হচ্ছে এ দিবসটি। এরই ধারাবাহিকতায় এ বছরের প্রতিপাদ্য বিষয় সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য।
👉বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
👍বিশ্ব স্বাস্থ্য দিবসসের আগমণ
👉১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।
👉১৯৪৮ সালের ৭ এপ্রিল এ সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠার দিনটিই বিশ্ব স্বাস্থ্য দিবস নির্ধারিত হয়। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি। প্রতিবছর সংস্থাটি এই রকম একটা স্বাস্থ্য ইস্যু বেছে নেয়া যা বিশেষ করে পুরো বিশ্বের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।
👍বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের দেশে যা হয়ঃ-
👉কর্মসূচির মধ্যদিয়ে রয়েছে হলো জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান,স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, সড়কদ্বীপ সজ্জিতকরণ, স্যুভেনির প্রকাশ,সেমিনার আয়োজন, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি এবং বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠানসহ নানা কার্যক্রম।
👉স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠান বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দেশের সব জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়েও বিশ্ব স্বাস্থ্য দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
👍 বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের যা করণীয়ঃ-
👉২০১২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে, পৃথিবীতে প্রায় এক কোটি ২৬ লাখ মানুষ অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য মারা যায়; অর্থাৎ প্রতি চারজনে একজনের মৃত্যু ঘটে এ কারণে। এর জন্য দায়ী অস্বাস্থ্যকর বায়ু, পানি, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। এসব বস্তু মানুষের শরীরে প্রায় ১০০ প্রকারের রোগ সৃষ্টিতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব ব্যাপার কমিয়ে আনার জন্য বদ্ধপরিকর।
আরো পড়ুনঃ মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়।
👉জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক এবং অসংক্রামক সব ব্যাধির জন্যই বর্তমানে জলবায়ু পরিবর্তন দায়ী। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের মানসিক প্রশান্তি নষ্ট হচ্ছে, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন অসংক্রামক রোগ বাসা বাধছে আমাদের শরীরে। ফলে মানব স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের পৃথিবীর স্বাস্থ্যের দিকে আরও বেশি নজর দিতে হবে। পৃথিবী ভালো থাকলে, পৃথিবীতে বসবাস করা মানুষসহ অন্যান্য প্রাণী এবং জীববৈচিত্র্যও ভালো থাকবে।
👍বিশ্ব স্বাস্থ্য দিবস কেন পালন করা হয়ঃ-
👉বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর ৭ এপ্রিল পালিত হয় এবং এটি সারা বিশ্বে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি দিন। এটি ১৯৪৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি স্বাস্থ্য ও মঙ্গল উদযাপনের একটি দিন। বিশ্ব স্বাস্থ্য দিবস ১৫০ টিরও বেশি দেশে পালিত হয় এবং প্রতি বছর থিম ভিন্ন হয়।
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ এর উল্লেখিত প্রতিপাদ্য বিষয় হলোঃ-
👉২০২২ সালে ৭ই এপ্রিল এই বারের প্রতিপাদ্য হলো Our Planet. our Health। আমরা বর্তমান সময়ে একটি অসম পৃথিবীতে বসবাস করতেছি। যেই খানে কিছু কিছু মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করছেন। আবার অন্যদের তুলনায় মানসম্মত স্বাস্থ্যসেবায় অনেক বেশি সুযোগ পাইতেছেন তারা। কাজের ক্ষেত্রে এবং বসবাসের ক্ষেত্রেও অনেক পরিমাণ সুযোগ-সুবিধা বিভিন্ন ভাবে ভোগ করছেন।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
যে সব সবজী খেলে রক্ত পরিষ্কার করে ।
গলা ব্যাথার কারণ, লক্ষণ এবং চিকিৎসা।
মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।
হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।
মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়।
স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।