হোয়াটসঅ্যাপ একাউন্ট একের অধিক ফোনে লগ ইন এবং ঢাকা ব্যাংকের ই-ঋণ অ্যাপ।

 হোয়াটসঅ্যাপ একাউন্ট  একের অধিক  ফোনে লগ ইন এবং  ঢাকা ব্যাংকের  ই-ঋণ অ্যাপ

Any Help24



✋ একই হোয়াটসঅ্যাপ একাউন্ট একের অধিক  ফোনে লগ ইন করার সুবিধা নিয়ে এলোঃ-



💨এখন থেকেই আপনারা একই হোয়াটসঅ্যাপ একাউন্ট একই সাথে ৪টি ফোনে ব্যবহার করতে পারবেন। এর ফলে একই একাউন্ট ৪ টি ফোনে ব্যবহার করে কানেক্টেড থাকার বিষয়টি খুবই সহজ হয়ে গেলো।



💨এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে। যা এর মাল্টি-ডিভাইস সাপোর্ট কে আরো অধিকতর উন্নত করতে যাচ্ছে। এর ফলে বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ করার বিষয়টি বেশ সহজ হয়ে যাচ্ছে।



💨হোয়াটসঅ্যাপ এর অফিসিয়াল টুইটার একাউন্টে ও ব্লগে জানানো হয় এখন থেকে চারটি ফোনে একই হোয়াটসঅ্যাপ একাউন্ট লিংক করা যাবে। এই মেসেজগুলো অটোমেটিক Sync হবে ও এনক্রিপটেডও থাকবে, এমনকি ফোন অফলাইনে গেলেও। এর মানে হলো আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড যদি বার্তালাপের মাঝেই বন্ধ হয়ে যায় তবে অন্য ডিভাইস থেকে কথা চালিয়ে যেতে পারেন।



💨এটি কিন্তু হোয়াটসঅ্যাপ এর জন্য এটা অনেক বিশাল একটি পরিবর্তন। এতোদিন ধরে হোয়াটসঅ্যাপ এর সবচেয়ে বড় বাধা ছিলো একই একাউন্ট একাধিক ফোনে ব্যবহার করতে না পারা। পূর্বে হোয়াটসঅ্যাপ মাল্টি-ডিভাইস সাপোর্ট থাকলেও এটি ব্যবহার করতে উভয় ডিভাইস ইন্টারনেটে কানেক্ট থেকে অনলাইন থাকতে হতো এই নিয়ম ভালোভাবে কাজ করার জন্য। কিন্তু এই নতুন ফিচারের কল্যাণে ডিভাইস অফলাইনে থাকলেও ঠিকই একইভাবে একই একাউন্ট ব্যবহার করে অন্য কোনো মোবাইলে চ্যাট কন্টিনিউ করা যাবে।



💨হোয়াটসঅ্যাপ এর এই বৈশিষ্ট্যের কারণ হলো হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড ভিত্তিক একাউন্ট ব্যবস্থায় চলেনা। বরং হোয়াটসঅ্যাপ একাউন্টে লগিন করতে হয় ফোন নাম্বার ব্যবহার করে, এর ফলে একটি নাম্বার শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ একাউন্টের সাথে যুক্ত থেকে যায়। এর ফলে একই সময়ে একই একাউন্ট দুইটি মোবাইল ফোনে লগ ইন করার সমস্যা ছিলো।



💨কম্প্যানিয়ন মোড নামে এই নতুন ফিচারকে উপেক্ষা করার কোনো উপায় কিন্তু নেই। বেশ অনেকদিন ধরেই এই ফিচারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে সেই ঠিকই ডিভাইসের সাথে একাউন্ট লিংক করার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে ভালো ব্যাপার হলো প্রাইমারি ফোন / ডিভাইস অনলাইনে থাকা ছাড়াই এখন থেকে অন্য ফোন বা পিসিতে একই হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে লিংকড ডিভাইসেস অপশন থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে। কীভাবে এটি ব্যবহার করবেন তা জানতে হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট ডক দেখতে পারেন।



আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে । 

Mobile Security Tips মোবাইল সুরক্ষা টিপস।

ইলেকট্রনিকস পাসপোর্টের (ই-পাসপোর্ট) কি?

বাটন ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ আরও অনেক সুবিধা!

Chat GPT কী ? কীভাবে কাজ করে চ্যাট জিপিটি ?




✌ মোবাইলে লোন দিতে এলো ঢাকা ব্যাংকের  ই-ঋণ অ্যাপঃ-

Any Help24




💧ব্যক্তিগত প্রয়োজনে লোন বা ঋণ নেওয়া আরও সহজ করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাদের ডিজিটাল লোন সংক্রান্ত নীতিমালা সবার সামনে এনেছে। আর এর ফলে অনলাইনের মাধ্যমেই ঋণ নেওয়া সম্ভব হবে। বিভিন্ন ব্যাংক ইতোমধ্যেই এই সুবিধাটি চালু করেছেন। ব্র্যাক ব্যাংকের সুবিধা অ্যাপ মোবাইলেই লোন সেবা দিচ্ছে। অনলাইনে কোনো কাগজপত্র ছাড়াই এরকম ব্যক্তিগত ঋণ ব্যবস্থা সর্বপ্রথম চালু করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ। বর্তমানে বিকাশে লোন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এখন বাংলাদেশের বিভিন্ন ব্যাংক গুলোও ব্যক্তিগত ঋণ বা লোন দেওয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব অ্যাপ নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ব্যাংক নিয়ে এলো তাদের  ই-ঋণ নামক একটি অ্যাপ।




💧নতুন ই-ঋণ অ্যাপ এর মাধ্যমে যে কেউ এখন কোনো ধরণের কাগজপত্র  ছাড়ায় সরাসরি অনলাইনেই ব্যক্তিগত ঋণ বা লোন গ্রহণ করতে পারবেন। সকল প্রকার তথ্য অনলাইনেই দেওয়া যাবে অ্যাপের মাধ্যমে। ফলে গ্রাহককে বাড়তি কোনো প্রকার ঝামেলা করতে হবে না। যে কোন গ্রাহক আনসিকিউরড লোন বা ঋণের জন্য আবেদন করতে পারবে এই অ্যাপ এর মাধ্যমে ঢাকা ব্যাংক থেকে। সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ব্যক্তিগত লোন পাওয়া যাবে এই প্রক্রিয়ায় মাধ্যমে। ঢাকা ব্যাংক এর কতৃপক্ষ জানিয়েছে শুধু মাত্র দুই ঘণ্টার মধ্যেই এই ঋণ পাওয়া সম্ভব হবে। 




💧বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিনরাত ২৪ ঘণ্টায় নতুন এই অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে পারবেন। গ্রাহকদের এই প্রক্রিয়ায় ঋণ বা লোন পেতে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই ।




💧বিগত ১৬ই এপ্রিল ২০২৩ সালে এই অ্যাপের উদ্ভোধন করেন হলো ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর [ইমরানুল হক]। অ্যাপ এবং বিভিন্ন  প্রযুক্তিতে সহায়তা দিচ্ছে ক্যাশই অ্যালায়েন্স নামক এক প্রতিষ্ঠান। যে কোনো ব্যাংকিং কার্যদিবসে ঋণ নিতে আবেদন করলে যাচাই-বাছাই সাপেক্ষে দুই ঘণ্টার মধ্যেই ঢাকা ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্টে এই ঋণের টাকা পাওয়া যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঋণ সহজ কিস্তিতে শোধ করার সুবিধাও  থাকবে।যার ফলে জরুরি প্রয়োজনে ঋণ নিতে এখন আর কোনো  ঝামেলার মধ্যে পড়তে হবে না। 




💧ঢাকা ব্যাংকের ই-ঋণ  অ্যাপটি আপনি সব ধরনের  স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ইনস্টল করতে গুগল প্লেস্টোরে যেতে হবে। আইফোনের জন্যেও অ্যাপটি খুব দ্রুতই পাওয়া যাবে।



আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে । 

Mobile Security Tips মোবাইল সুরক্ষা টিপস।

ইলেকট্রনিকস পাসপোর্টের (ই-পাসপোর্ট) কি?

বাটন ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ আরও অনেক সুবিধা!

Chat GPT কী ? কীভাবে কাজ করে চ্যাট জিপিটি ?

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ।

ফ্রিল্যান্সারদের জন্য নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যাট্রিক্স অ্যাকাউন্ট।ম্যাট্রিক্স অ্যাকাউন্ট কী,সুবিধা, সীমাবদ্ধতা।

টেলিফোন আবিষ্কারের ইতিহাস এবংউদ্ভাবন ও এর বিকাশ।

টেলিগ্রাম বা টেলিগ্রাম অ্যাপ কি এবং এর ইতিহাস এবং সুবিধা ও অসুবিধা।

ল্যাপটপ কম্পিউটার কি? ল্যাপটপ কম্পিউটার ইতিহাস।

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা পেলে