নাকের পলিপাস
নাকের পলিপাস একটি মারাত্মক সমস্যা। এটা দূর করার উপায় জানতে চাই আমরা। আমাদের দেশে প্রায় মানুষেরই হয়ে থাকে সঠিক সময় সঠিক চিকিৎসা না করায় এটা মারাত্মক আকার ধারণ করে।
✌পলিপাস দুই প্রকারঃ
👉ম্যাক্সিলারি সাইনাস, যা নাক আর চোখের মাঝখানে যেই ক্ষুদ্র স্থান আছে সেখানে থাকে এবং বেশ কয়েকটি ইথময়েড সাইনাস ও থাকে । আর কপালের সম্মুখভাগে থাকে ফ্রন্টাল সাইনাস। আর চোখের পিছন দিকে থাকে স্ফেনয়েড সাইনাস। আর এই সাইনাসগুলোর আবরণী গুলো অনেক সময় অনেক বেশি ফুলতে ফুলতে আঙ্গুরের থোকার মতো আকার ধারণ করে। তাই একেই আমরা ডাক্তারি ভাষায় নাকের পলিপাস বলে থাকি।
✌লক্ষণঃ
👉 নাক দিয়ে সর্দি ঝরা, নাক বন্ধ হওয়ার ভাব এধরনের সমস্যায় ভোগে থাকে।
👉এর পর হাঁচি থাকতে পারে এবং অল্প ধুলাবালিতে বা ধোঁয়াতে গেলেই প্রচণ্ড হাঁচি হতে থাকে। অনেক সময় সিগারেটের বা রান্নার ধোঁয়া সহ্য করতে পারে না এবং দম বন্ধ হয়ে আসে।
👉 অনেক সময় নাকের ঘ্রাণশক্তি কমে যায় এবং নাকে দুর্গন্ধ ও পাওয়া যায়।
👉 কখনো কখনো মাথাব্যথা এটি প্রাথমিক পর্যায়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়,যে নাকের পলিপাস যখন অনেক বড় আকার ধারণ করে ঠিক তখনি মাথাব্যথা করে ।
👉 অনেক সময় দেখা যায় কিছু কিছু রোগীর গলায় খুসখুস ভাব হয়ে থাকে। অনেকেরি আবার কাশিও হয়ে থাকে ।
👉 প্রাথমিক চিকিৎসা হলো ধুলাবালি, ধোঁয়া এবং ঠাণ্ডা এড়িয়ে চলা। আবার প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে নাকে স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করলে এটি চলে যেতে পারে। পলিপাস যদি নাককে সম্পূর্ণ ভাবে বা আংশিকরূপে বন্ধ করে দেয়, তাহলে সাধারনত ওষুধের কাজ করতে চায় না। তাই এরকম ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে পলিপাস ফেলে দেয়া ছাড়া বিকল্প আর কোনো পথ থাকে না। আবার নাকের পলিপের কয়েক ধরনের অপারেশন হতে পারে।
আরো পড়ুনঃ গলা ব্যাথার কারণ, লক্ষণ এবং চিকিৎসা।
👉আমরা নাককে অবশের মাধ্যমে নাকের পলিপাস বের করে নিতে পারি। এতে করে নাকের ভেতরের অংশটুকু কিছু হলো ও দূর করা সম্ভব। আবার অজ্ঞান করে তা আরও ভালোভাবে আমরা এই পলিপাসগুলো ফেলতে পারি। এতে করে সাইনাসের ভেতরে যে ঝিল্লির মতো থেকে তা পলিপাস গুলো তৈরি হয় এবং সেটা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয় না ।
👉তাই আধুনিক এ যুগে নাকের পলিপাসের সর্বশেষ এবং সর্বাধুনিক চিকিৎসা হলো এন্ডোস্কোপের মাধ্যমে পলিপাসগুলো এর শিকড় থেকে অর্থাৎ সাইনাসের যে ঝিল্লির থেকে পলিপাসের উৎপত্তি হয় সেইখান থেকেই সম্পূর্ণরূপে ফেলে দেয়া উচিত। আবার এন্ডোস্কোপ ব্যবহার করে ও আমরা এটি অতি সূক্ষ্মভাবে পলিপাসের উৎপত্তিস্থল থেকে পলিপাসকে ফেলে দিতে পারি।তাই যে কোনো সাইনাস নাক থেকে যত দূরেই হোক না কেন তার ভেতরে অতি সূক্ষ্মভাবে তা প্রবেশ করিয়ে পলিপাস টাকে সম্পূর্ণভাবে বের করে ফেলা সম্ভব হয় ।
👉আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এন্ডোস্কোপের সাহায্য পলিপাস ফেলে দেয়া ছাড়া আর বিকল্প কোনো অপারেশন নাই । পলিপাস গুলো তাদের উৎপত্তিস্থল থেকে সম্পূর্ণভাবে ফেলে দিলে তা সাধারনত নতুন করে পলিপাস হয় না। পুরনো পদ্ধতিতে পলিপাসের অপারেশন করা হলে তা পলিপাসের কিছুটা অংশ সাইনাসের ভেতরে থেকে যায় এবং তা থেকে আবার নতুন করে আবার পলিপাস তৈরি হয়ে যায়।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
গলা ব্যাথার কারণ, লক্ষণ এবং চিকিৎসা।
মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।
হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।
মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।