মুখের ঘা জিহবার ক্ষত এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা।

 

মুখের ঘা জিহবার ক্ষত

Any Help24



😱মুখের ঘা নিয়ে মানুষের সমস্যার শেষ নেই। এক্ষেত্রে বহু মানুষ এই রোগে আক্রান্ত। আর যাঁদের এই সমস্যা রয়েছে তাঁরা জানেন সমস্যা কতটা গভীরে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।



😨এই রোগ যাঁদের হয় তাঁদের মুখের ভিতরে খুব জ্বালা করে। খেতে অসুবিধা হয়। এছাড়া দেখা গিয়েছে যে জায়গাটা কিছুটা ফুলে যেতে পারে। কিছু খাওয়া যায় না। খেলেই জ্বালা করে, ব্যথা করে। তাই এই সমস্যা নিয়ে বিশেষভাবে সতর্ক হয়ে যেতে বলেন বিশেষজ্ঞরা।



👉 বহু মানুষ এই মাউথ আলসারে (Mouth Ulcer) ভোগেন। এই রোগের পিছনে অনেক কারণ থাকে। তাই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে।এই রোগ সব ধরনের মানুষের মধ্যেই দেখা যায়। এমনকী সব বয়সেই এই সমস্যা তৈরি হয়ে যায়।

 

 



ভিটামিনের অভাব?

 

👉এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন থাকে এই রোগের কারণ কি আদৌ ভিটামিনের অভাব(Vitamin Deficiency)? এটা অবশ্যই একটা কারণ। ভিটামিন বি১২ ও জিঙ্কের ঘাটতির কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক হয়ে যান।

 

আর কী কী কারণ থাকে?

 

👍তবে শুধু ভিটামিনের অভাবেই এই সমস্যা হয় না। এর পাশাপাশি সিগারেট, জরদা সহ সব ধরনের তামাক, মুখের ইনফেকশনের কারণে হয়। এছাড়া দাঁত ভাঙা থাকলে তার খোঁচা গালে লেগে ক্ষত তৈরি হয়। এক্ষেত্রে এই সমস্যারগুলির কথা আলাদা করে মাথায় রাখতে হবে। তবেই সমস্যার সমাধান করা সম্ভব।


 

কী কী খাবেন?

 

👉এক্ষেত্রে ভিটামিনের অভাব মেটাতে চাইলে খেতে হবে সবুজ শাক, সবজি। এই খাদ্যে ভালো পরিমাণে থাকে ভিটামিন ও মিনারেল থাকে। এছাড়া খেতে পারেন ভালো পরিমাণে ফল। ফলের মধ্যেও রয়েছে পর্যাপ্ত ভিটামিন ও খনিজ। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই খাবারটি খেতে হবে। এভাবেই শরীর ভালো থাকতে পারে।

 

 

ভিটামিন ওষুধ কি দেওয়া হয়?

 

🌽ভিটামিন সাপ্লিমেন্ট এক্ষেত্রে দারুণ কার্যকরী। তবে নিজে থেকে কিনে খেলে তেমন কোনও লাভ নেই। কারণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না যে কেন সমস্যা হচ্ছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে কোনও ওষুধ খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ এইওষুধেরও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

 

মুখে লাগানোর ওষুধ

 

👪অনেকে এই ব্যথা সহ্য করতে পারেন না। তাঁদের অবশ্যই মুখে লাগানোর দিতে হয়। এক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়। এই ওষুধ লাগালে ব্যথা কমে। এমনকী সমস্যা দূর হয়।

 

👯তবে মনে রাখবেন, বারবার ক্ষত হলে, একমাসের বেশি ক্ষত থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এভাবেই আপনি ভালো থাকতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।



আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

গলা ব্যাথার কারণ, লক্ষণ এবং চিকিৎসা।

মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।

হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।

মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।

মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।

চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন