Insta Reel ইউজারদের জন্য সু-খবর, শর্ট ভিডিও বানাতে অ্যাপে নিয়ে এলো নতুন ফিচার

 Instar Reel ইউজারদের জন্য সু-খবর, শর্ট ভিডিও বানাতে অ্যাপে নিয়ে এলো নতুন ফিচার

Any help24


Instagram Latest Features:



👉 ইনস্টাগ্রাম রিল দিনের পর দিন বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে। তাই কোম্পানিটিও একের পর এক নতুন নতুন ফিচার এনে হাজির হচ্ছেন। কোম্পানির মতে, আগে রিল ভিডিও বানাতে গেলে যতটা সময় লাগত, তার থেকে অনেক খুব অল্প সময়ে এখন একটি রিল বানানো যাবে।




👉ভারতে টিকটক ব্যান হওয়ার পর থেকেই অধিকাংশ মানুষ বর্তমানে মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো-শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামের মুখাপেক্ষী হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যারা সোশ্য়াল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন, তাদের অধিকাংশের ফোনেই এই অ্যাপটি ডাউনলোড করা রয়েছে।



👉অবসর সময় হক বা ট্রেন্ড ফলো করার ক্ষেত্রে, এই অ্যাপটি ব্য়বহার করেন না এমন মানুষ খুব কমই আছেন। আর তারপরে তো আবার ইনস্টাগ্রাম রিল দিনের পর দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাই কোম্পানিটিও একের পর এক নতুন ফিচার এনে হাজির হচ্ছেন।



👉অর্থাৎ এখন রিল বানানো আরও সহজ হয়ে গেল। কোম্পানির মতে, আগে রিল বানাতে গেলে যতটা সময় লাগত, তার থেকে অনেক কম সময়ে এখন একটি রিল বানানো যাবে। এতে অনেক ধরনের নতুন ফিচার যুক্ত করা হয়েছে।



আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে । 

Mobile Security Tips মোবাইল সুরক্ষা টিপস।

ইলেকট্রনিকস পাসপোর্টের (ই-পাসপোর্ট) কি?

বাটন ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ আরও অনেক সুবিধা!

Chat GPT কী ? কীভাবে কাজ করে চ্যাট জিপিটি ?




👉এই নতুন ফিচারে আপনি সহজেই ইনস্টাগ্রাম রিলে ট্রেন্ডিং অডিয়ো এবং হ্যাশট্যাগগুলি খুঁজে পাবেন। অর্থাৎ আগে আপনাকে আলাদা করে অডিয়ো খুঁজে, তা সেভ করে রিল বানাতে হত। কিন্তু এখন আপনি সহজেই রিল বানানোর সময় সমস্ত টেন্ড্রিং ও নতুন  অডিও খুঁজে পাবেন এই খানে।



👉ইনস্টাগ্রামে রিল এডিট করা আরও সহজ হয়ে যাবে। এ বিষয়ে মেটা জানিয়েছে যে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন সহজেই একটি রিলকে এডিট করে নিতে পারবেন। এডিটিং-এর জন্য ভিডিয়ো ক্লিপ, স্টিকার, অডিয়ো বা লেখা এক স্ক্রিনে একসঙ্গেই আনতে পারবেন।



👉ফলে আলাদা আলাদা করে সব কিছুকে সিলেক্ট করে আনতে হবে না। আপনি আপনার পছন্দ মতো যে কোনও লেখা বা অডিয়োকে বেছে নিয়ে একসঙ্গেই সবকিছুকে ভিডিয়োয় বসাতে পারবেন। ফিচারটি আপনি iOS এবং Android উভয় ডিভাইসেই ব্যবহার করতে পারবেন।



👉এখানেই শেষ নয়, আপনি সহজেই আপনার রিলের সময়সীমা দেখতে পাবেন। অর্থাৎ আগে রিল বানানোর সময় আপনাকে আলাদা করে ক্লিপের সময় দেখতে হত। কিন্তু এখন রিল বানানোর সময় পুরো রিলের সময় দেখে নিতে পারবেন আপনিও। যা রিল এর এডিটকে আরও সহজও সুন্দর করে তুলবে।



👉এছাড়াও, কন্টেট ক্রিয়েটররা মেটার তরফ থেকে উপহারও পাবেন। তবে এই উপহার নির্ভর করবে সেই রিল মানুষের মধ্যে কতটা জনপ্রিয়, তার উপর। রিলে প্রচুর পরিমানে লাইক এলে আপনি উপহার পেতেই পারেন।


আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে । 

Mobile Security Tips মোবাইল সুরক্ষা টিপস।

ইলেকট্রনিকস পাসপোর্টের (ই-পাসপোর্ট) কি?

বাটন ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ আরও অনেক সুবিধা!

Chat GPT কী ? কীভাবে কাজ করে চ্যাট জিপিটি ?

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ।

ফ্রিল্যান্সারদের জন্য নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যাট্রিক্স অ্যাকাউন্ট।ম্যাট্রিক্স অ্যাকাউন্ট কী,সুবিধা, সীমাবদ্ধতা।

টেলিফোন আবিষ্কারের ইতিহাস এবংউদ্ভাবন ও এর বিকাশ।

টেলিগ্রাম বা টেলিগ্রাম অ্যাপ কি এবং এর ইতিহাস এবং সুবিধা ও অসুবিধা।

ল্যাপটপ কম্পিউটার কি? ল্যাপটপ কম্পিউটার ইতিহাস।

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা পেলে