বার্ধক্যের পুষ্টি
বয়স্ক মানুষের খাবারের দৈনিক চাহিদা
👉বার্ধক্যে বিপাকক্রিয়া কমে যায় বলে খাদ্যের চাহিদাও কমে। ৫০ থেকে ৭০ বছর বয়সী লোকদের দৈনিক চাহিদা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ কিলোক্যালরি খাবারের প্রয়োজন হয়। একজন বয়স্ক মানুষের খাবারের দৈনিক চাহিদা নির্ভর করে তাঁর কাজের ধরনের ওপর। তবে খাবারটি হওয়া চাই সুষম। অর্থাৎ খাবারে আমিষ, শর্করা, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানির আনুপাতিক হার যেন ভারসাম্যপূর্ণ হয়।
সচেতনতা
👉সাধারণত ৪০ বছর পার হওয়ার পর থেকেই একজন মানুষের খাদ্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত। সচেতন না হলে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ ও কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত খাদ্য গ্রহণ এসব রোগের ঝুঁকি বাড়ায়।
👉বৃদ্ধ বয়সে দাঁত পড়ে যায়, ফলে খাবার ভালোমতো চিবিয়ে খাওয়া যায় না। এ অবস্থায় শক্ত ও আঁশযুক্ত খাবার না খাওয়াই ভালো। পাশাপাশি শর্করা ও স্নেহজাতীয় খাদ্য মেদ বাড়ায় বলে সেসব খাবারও কম খাওয়া উচিত।
কেমন খাদ্য চাহিদা
👉বার্ধক্যে কম ক্যালরিযুক্ত খাদ্য খাওয়া উচিত। এ জন্য খাবারে স্নেহ, শর্করা ও প্রোটিনের পরিমাণ কমিয়ে দিতে হবে। ঘি, মাখন, বাটার, বনস্পতি এবং চর্বিজাতীয় ও তেলে ভাজা খাবার বাদ দেওয়াই ভালো। কমাতে হবে লবণের পরিমাণও। পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে। সঙ্গে প্রতিদিন কিছু ভিটামিন সি–জাতীয় কাঁচা ফল খাওয়ার অভ্যাস করতে হবে।
👉প্রবীণ ব্যক্তিদের প্রতিদিন সকালে নিয়মমাফিক আধঘণ্টা বা এক ঘণ্টা হাঁটতে হবে। ভাত, রুটি, আলু, চিড়া, খই ইত্যাদি শর্করাজাতীয় খাবারের ওপর থেকে চাপ কমাতে হবে। পূর্ণবয়স্ক ও বৃদ্ধ লোকজনের আমিষের চাহিদা একই থাকে। এই বয়সে উৎকৃষ্ট মানের আমিষের জন্য দুধই সবচেয়ে উপকারী। দুধ আমিষ ছাড়াও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে।
👉এ সময় যাতে রক্তস্বল্পতা দেখা না দেয়, সে জন্য প্রয়োজনমতো লৌহজাতীয় খাদ্য খাওয়া উচিত। খাদ্যতালিকায় মাঝেমধ্যে কলিজা রাখলে লোহার ঘাটতি পূরণ হয়। সবজির মধ্যে কচুর শাক ও কচুর লতিতে এবং ফলের মধ্যে কালোজামে প্রচুর লোহা আছে। প্রবীণ ব্যক্তিদের খাবারে যথেষ্ট পরিমাণ ভিটামিন যেন থাকে। এ জন্য প্রতিদিনের খাবারে অবশ্যই ফল রাখতে হবে।
খেয়াল রাখতে হবে
👥বয়স্ক লোকজনের খাবারে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার রাখা উচিত নয়, সে কথা আগেই বলা হয়েছে। খেয়াল রাখতে হবে, দুপুর ও রাতের খাবারে হাতে বানানো রুটি বা এক কাপ থেকে দুই কাপ ভাত, ২৫০ গ্রাম দুধ, ১০০ গ্রাম কাঁচা বা তাজা ফল, ১২৫ গ্রাম শাকসবজি, পরিমাণমতো মাছ বা মাংস (বিশেষ করে মুরগির মাংস) ও এক দিন অন্তর ডিম যেন থাকে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
গলা ব্যাথার কারণ, লক্ষণ এবং চিকিৎসা।
মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।
হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।
মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।