পেপটিক আলসার (Peptic Ulcer)
আমাদের পাকস্থলীর কয়েকটি স্তর রয়েছে। যেমনঃ মিউকোসা, সাবমিউকোসা, মাছাল বা মাংস এবং সেরোসা লেয়ার।
এখন এই স্তর গুলোর মধ্যে যদি মিউকোসাতে কোন প্রকার ক্ষত বা ঘাঁ দেখা দেয় তখন তাকে পেপটিক আলসার বলা হয়।
এটা বিভিন্ন কারণে হতে পারে।
যেমনঃ
👉 বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড নিসঃরণ হলে।
👉 ব্যাকটেরিয়ার কারণে ও হয়ে থাকে। মেইনলি হেলিকো ব্যাকটার পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে।
👍পেপিটিক আলসার ডিজিজ দুই ধরণের হয়ঃ-
পেপটিক আলসার দুই ধরণের হয় কারণ এটি দুইটি জায়গায় হয বলে। দুইটিকে একসাথে বলা হয় পেপটিক আলসার।
👉গ্যাস্ট্রিক পেপটিক আলসার হচ্ছে পাকস্থথীতে হয় এবং খাবার খাওয়ার ১-২ ঘন্টা পর কিংবা খাবার খাওয়ার পরপরই ব্যথা শুরু হয়। আর যদি খাওয়ার আগে কিংবা খাওয়ার ৩-৪ বা ৫ ঘন্টা পর ব্যথা শুরু হয় তখন সেটা ডিওডেনাল আলসার।
👺পেপটিক আলসার এর কারণঃ-
১। রাতের সকল প্রকার ঔষধের পাশ্ব প্রতিক্রিয়া।
২। ষ্টেরয়েড জাতীয় ঔষধ খাওয়ার ফলে।
৩। আযরণ বড়ি খালি পেটে খেলে।
৪। অনেক বেশি চিন্তা করলে।
৫। অনিয়মিত খাবার খেলে।
৬। ধুমপান করলে।
৭। বেশি ঝাল যুক্ত খাবার খেলে।
৮। মদ্যপান করার কারণে ও হয়।
৯। খুব বেশি হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণ হলে।
১০। এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে।
ওজন কমাতে সাহায্য করবে এমন ৮টি অভ্যাস
👹 পেপটিক আলসার এর লক্ষণ / উপসর্ঃ-
১। কোনো খাবার খেলেই পেটে জ্বালা পোড়া হয়।
২। অল্প খেলেই মনে হয় হবে অনেক খেয়েছি।
৩। পেটে ব্যথা হতে থাকবে।
৪। বুক জ্বালা পোড়া করবে।
৫। চোকা ঢেকুর ওঠবে।
৬। ক্ষুধামন্দা থাকবে।
৭। বমি বমি ভাব হতে পারে।
💊চিকিৎসাঃ-
১। লইফ স্টাইল পরিবর্ন করতে হবে। যেমনঃ মদ্যপান বা ধুমপান পরিহার করতে হবে।
২। পিপিআই জাতীয় ঔষধ খেতে হবে।
৩। ব্যথা জাতীয় ঔষধ পরিহার করতে হবে।
৪। স্পাইসি ফুড কিংবা ফাষ্টফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
ওজন কমাতে সাহায্য করবে এমন ৮টি অভ্যাস
মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।
হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।
মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।