হাত পা ঘামা বা Palmoplanter Hyperhidrosis কি এবং কেন হয়।
আমাদের অনেকেই আছেন যাদের হাতের তালু অতিরিক্ত পরিমাণ ঘামে পরীক্ষা হলে লিখতে গিয়ে খাতা ভিজে নষ্ট হয়ে যায় বা কলম পিছলে যাওয়ায় লিখতেও অনেক কষ্ট হয় বার বার হাত মুছতে হয় অফিসে ফিংগার প্রিন্ট দিতে গিয়ে বা অন্য কোন কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যাটিকে মেডিকেলের ভাষায Palmer Hyperhidrosis বলে।
আবার যাদের পায়ের তালু অনেক ঘামে মোজা পড়লে পা ভিজে অস্বস্তি হয় না পড়লে পা ঘামার কারণে পছন্দসই জুতা পড়তে পারেন না ঘামে পা পিচ্ছিল হয়ে চলাফেরায় সমস্যা হয় পায়ে দুর্গন্ধ হয় দীর্ঘসময় ভেজা থাকার কারণে পায়ে ফাংগাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ দেখা দেয় আর এই সম্যসাটিকে মেডিকেলের ভাষায় বলা হয় Planter Hyperhidrosis.
👋 আবার যদি কারো হাত ও পা উভয়ই অতিরিক্ত ঘামে তবে তাকে
Palmoplanter Hyperhidrosis বলা হয়
👐হাত-পায়ের তালু অতিরিক্ত ঘামার কারণ কিঃ
👉ঠিক কি কারণে আপনার হাত পা ঘামছে তা অজানা।
👍নিচে হাত পা ঘামার কারণ আলোচনা করা হলঃ-----
👉অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় চা কফি ও অ্যালকোহল পান করলে অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে মাত্রারিক্ত ঘাম বের হতে পারে
👉 যদি রোগীর ব্লাড সুগার লো বা হাইপোগ্লাইসেমিয়া হলেও এমনটি হতে পারে।
👉বেশ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে
👉মহিলা যাদের মেনোপজ় হয়ে গেছে তাদের ও এটা হতে পারে।
👉অনেক রোগী আছে যাদের হাইপারথাইরয়েডইজম আছে তাদের ও হতে পারে।
👉যাদের বেমি বা অতিরিক্ত ঝাঁল বা মশলাযুক্ত খাবার গ্রহণকরে তাদেরও এটা হতে পারে।
👉অনেক বেশি হতাশা দুশ্চিন্তা, পারিবারিক অশান্তি ইত্যাদির কারণেরও কিন্তু হতে পারে।
👉উলের বা পলিস্টারের মোজা টাইট জুতা অনেক সময় ধরে পরে থাকার কারনেও কিন্তু ঘাম হতে পারে
👉আমাদের দেশে অ্যান্টিপার্সপিরেন্ট পাওয়া যায় যা রাতে শুতে যাওয়ার আগে হাতে ও পায়ের তলায় লাগিয়ে শুতে যান।
👉অতিরিক্ত চাকফি বা ক্যাফেইনজাতীয় পানীয়র অভ্যেস ত্যাগ করুন।
👉ঝাল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
👉প্রচুর পানি পান করুন
👉 প্রতিদিন নিয়মিত দু’বেলা গোসল করুন।কিন্তু গরম পনিতে গোসল করার অভ্যেস পরিহার করুন এতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যেতে পারে। হাত-পায়ে অনেক ঘাম হতে পারে।
👉পানিতে বার বার হাত-পা ধুয়ে নিন পানির কলের নিচে কিছুক্ষণ ধরে হাত-পা ধুলে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য ঘামানো বন্ধ করা যাবে।
👉পা ধোয়ার পর কখনও ভেজা অবস্থায় রেখে দেবেন না। শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে মুছুন। না হলে পায়ে জীবাণু জন্ম নিতে পারে, গোড়ালি ফেটে যেতে পারে, ঘাম হতে পারে, পায়ে দুর্গন্ধও হতে পারে।
👉 বাড়়িতে খালি পায়ে থাকতে পারেন তবে অবশ্যই মেঝে পরিষ্কার থাকে হবে।
👉ভেজা জুতো পরবেন না।পরার আগে পুরোপুরি শুকিয়ে নিন।
👉অতিরিক্ত টাইট মোজা পরবেন না।
👉 আপনি যদি অনেক বেশি হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ কমে গেলে হাত ঘামা বন্ধ হতে পারে।
👉প্রেসক্রিপশন মেডিসিনঃ
💊অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ মত ওষুধ সেবন করুন -- নিম্মে কিছু ঔষধের গ্রুপের নাম দেওয়া হল--
👐হাত-পায়ের তালু ঘামা কোন গুরুতর রোগ নয়, হতে পারে এটা কোনো রোগের লক্ষণ! তাই মনে রখেতে হবে সমস্যা দেখা দিলে বেশি হেলাফেলা না করে যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা নিতে হবে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
ওজন কমাতে সাহায্য করবে এমন ৮টি অভ্যাস
মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।
হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।
মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।