চোখের অজ্ঞনি কেন হয় এবং দূর করার উপায় Chalazion treatment.


 চোখের অজ্ঞনি  Chalazion treatment.



Any Help24


 কাকে বলে?

👀চোখের পাতার কোন বা  খারগুলি, লোমকূপ ও সিবাম গ্রন্থি প্রদাহিত বা সংক্রামিত অবস্থাকে অজ্ঞনি বলে।


এতে করে চোখের পাতার কোণে লাল বর্ণের এক বা একাধিক ফুসকুড়ি বা ফোঁড়া সৃষ্টি হয়। 

এই ফোড়াগুলি ৩-৪ দিন থাকার পর সেগুলি  পুঁজ উৎপন্ন হয়ে আপনা আপনি ফেটে যায়।



 অজ্ঞনি হবার  কারন: 

১. বড়দের মধ্যে  স্টেপট্রোক্কাস জীবাণু সংক্রমণে হয়ে থাকে

২. যাদের দৃশ্যের শক্তি কম, কিংবা যাদের খাদ্য তালিকায় কার্বোহাইড্রোজেন  মাত্রা বেশি তাদের সহজেই এই রোগটি বেশি হয়।

৩. পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও স্নায়ুর দুর্বলতা, ঠান্ডা লাগা, অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি।

যদিও প্রধান কারণ হলো Bacterial Infection.



  অজ্ঞনির লক্ষণ ও উপসর্গ:

১. চোখের পাতার কিনারায় ব্যথা হয় সাথে সাথে চোখ ভারবোধ ও গরমভাব থাকে।

২. লালচে ভাব এবং ফোলাভাব দেখা যায়।

৩. যে বিন্দুতে হয় সেখানে ছুলে প্রচন্ড ব্যথা হয়।

৫. ফুসকুড়ি বা ফুরায় পুঁজ জমে।

৬. জ্বালাপোড়া ও চুলকানি থাকতে পারে।



রোগ নির্ণয়:


🥺রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষার প্রয়োজন হয় না লক্ষণ দেখে বোঝা যায়।


অজ্ঞনির  চিকিৎসা:


১. কাপড় গরম করে তা দিয়ে দিনে দুই থেকে তিনবার চেক দিলে ভালো ফল পাওয়া যায়।

২.Gentamicin/ কোরাম ফিনিকল জাতীয় আই ড্রপ এর দুই ফোটা এবং রাতে শোবার আগে মলম লাগাতে পারেন।

৩. Flucloxacillin এন্টিবায়োটিক 250mg capsule দিনে ৩ বার মুখে খাওয়াতে হবে। ৫ দিন 

৪. পুজ হয় তাহলে ছোট ছিদ্র করে পুঁজ বের করতে হবে।



আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

এলার্জির কি? কারণ,লক্ষণপ্রতিকার ও প্রতিরোধ এবং চিকিৎিসা।

মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।

হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।

মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।

মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।

চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন