জন্ডিসের কাকে বলে? কারণ,কত প্রকার কি কি? প্রতিকার।
👱জন্ডিস
জন্ডিস কোন রোগ নহে রোগের লক্ষণ
সংজ্ঞাঃ-
👱চোখের স্লেরা ও দেহের চামড়ার হলুদ বর্ণ ধারণকে জন্ডিস বলে। রক্তে যখন বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হবে তখন জন্ডিস দেখা দিবে।
জন্ডিস এর প্রকারভেদ
জন্ডিস তিন প্রকার।
যথাঃ-
১। হেপাটিাসেলুলার জন্ডিস।
২। অবস্ট্রাকটিভ জন্ডিস।
৩। হিমোলাইটিক জন্ডিস।
হেপাটিাসেলুলার জন্ডিসঃ-
লিভারের কোষ গুলিতে প্রদাহ বা হেপাটাইটিস হয়। অ্যালকোহল খেলে অথবা ঔষধ জনিত কারণে দিয়েও হতে পারে। ভাইরাস এ, বি, সি, ই নন এ নন বি ইত্যাদি দ্বারা সাধারণত হয়।
অবস্ট্রাকটিভ জন্ডিসঃ-
পিত্ত যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তায় বাধা পেটে হবে। কারণঃ- (১) পিত্ত নালীতে পাথর (২) প্যানক্রিয়াসের মাথায় ক্যান্সার হলে পিত্তের গতিপথে বাধার সৃষ্টি হয়।
হিমোলাইটিক জন্ডিসঃ-
কোন কারণে সময়ের পূর্বে দ্রুত লোহিত রক্ত কণিকা ভাঙ্গতে থাকেঃ (১) ইরাইথ্রোব্লাসটোসিস ফিটালিস। (২) রক্ত পরিসঞ্চালন করার প্রতিক্রিয়া হলে। (৩) ম্যালেরিয়া হলে ইত্যাদি।
👱ভাইরাল হেপাটাইটিস ( Viral- Hepatitis)
লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলে।
👱কারণঃ-
A ভাইরাস দ্বারা আক্রান্ত হয় (৮০%), B.C (২০%) প্রায় ভাইরাস আক্রান্ত হয়।
👌লক্ষণঃ-
১। গা ম্যাজ ম্যাজ করবে।
২। মাথা ধরবে, ক্ষুধা মন্দা হবে।
৩। জ্বর জ্বর হবে, প্রস্রাব হলুদ হবে।
৪। পেটের ডান দিকে ব্যথা হবে।
৫। পায়খানা পাতলা হতে পারে, চর্বি যুক্ত পায়খানা হবে।
৬। ধুমপায়ীদের সিগারেটের প্রতি অনিহা দেখা দিবে।
৭। আক্রান্ত ব্যক্তির শরীর, চোখ, মুখ, নাক, পেট, হাতের তালু ইত্যাদি হলুদ রং ধারণ করবে।
👆সাইনঃ-
জন্ডিস থাকবে। লিভার বড় হবে এবং চাপ দিবে ব্যথা বাড়বে। ভাইরাস বি দ্বারা আক্রান্ত হলে লক্ষণ ও সাইন অতিমাত্রায় দেখা দেবে। গিরায় গিরায় ব্যথা হবে। অবস্ট্রাকটিভ জন্ডিস হলে পায়খানার রং কাদার মতো হবে। সমস্ত শরীর চুলকাবে। পেটে বেশি ব্যথা হবে।
💨অনুসন্ধানঃ- রোগ নির্ণয়
1. Serum Bilirubin, Hbs Ag
2. Ultrasonogram of HBS & Pancreas
জটিলতাঃ- সিরোসিন অব লিভার।
💊চিকিৎসাঃ-
১। Complete bed rest.
২। মুখে প্রচুর পরিমাণে গ্লুকোজ, আখের রস, পানি খাবে। কম তেল যুক্ত খাদ্য খাবে।
৩। Inj. Dextrose 10% 100 e.c+25% Dextrose 400 c.c I/V এক সংগে করে দিতে হবে। মোট 500 c.c দিতে হবে।
বা Inj. Fructin-10, I/V দেখা যায়। ( যদি মুখে খেতে না পারে বা বমি হয়)।
৪। Tab. Ceevit খেতে পারেন ১ টা করে ৩ বার চুষে খাবে ১০ দিন।
৫। খাদ্য কম মশলা ও তেল দেয়া সহজ পাচ্য খাবার।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
এলার্জির কি? কারণ,লক্ষণপ্রতিকার ও প্রতিরোধ এবং চিকিৎিসা।
মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।
হিট স্ট্রোক- কি ?এর কারণ, লক্ষণ ও এর প্রাথমিক চিকিৎসা ।
মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
স্তন্য ক্যান্সার কি? কাদের হয়,লক্ষণ,কারণ এবং প্রতিকার।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।