মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।

মাইগ্রেন/Migraine কি?


Any Help24



 মাইগ্রেন/Migraine:মাইগ্রেন হচেছ মাথার এক পাশে কম্পন দিয়ে মাঝারী বা তীব্র ধরনের ব্যাথা । কখনও কখনও এই ব্যাথা মাথার একপাশ থেকে শুরু করে ধীরে ধীরে ঐপাশের পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে । এই ব্যাথার সাথে কখনও কখনও দৃষ্টি শক্তির তারতম্য ঘটতে পারে আবার কখনও কখনও বমি বমি ভাব বা বমি হতে পারে । তবে বমি হলে এই ব্যাথা অনেকাংশে কমে যায় । তবে মাইগ্রেন একটি সাধারণ রোগ ।


কারন: 

  • খালিপেটে থাকলে বা অনেক্ষণ কিছু না খেয়ে থাকলে ।
  •  রাত জাগলে বা ঘুম কম হলে ।
  • মহিলাদের পিরিয়ডের সময় । 
  • অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ।
  • চকলেট বেশি পরিমাণে খেলেও এই ব্যাথা হয়ে থাকে ।
  • অতিরিক্ত রোদের কারণেও ব্যাথা বাড়তে পারে ।
  • দীর্ঘ সময় মোবাইল,ল্যাপটপ,টেলিভিশন ইত্যাদির দিকে তাকিয়ে থাকলে এই ব্যাথা বাড়তে পারে ।



লক্ষণ/উপসর্গ : 

  1. তীব্র মাথা হবে ।
  2. ঝিলকানি বা ঠাসঠাস ব্যাথা অনুভব হবে ।
  3. বমি বমি ভাব বা বমি হবে ।
  4. বমি হলে ব্যাথা কমে যাবে ।
  5. যেকোন আলোতে চলাচল করতে কষ্ট হবে ।


করণীয়: 

  • ঠান্ডা অথবা গরম সেক দেওয়া যেতে পারে ।
  • নিয়মিত  কিছু ব্যায়াম করা যেতে পারে ।
  • নিরবে ঘরের আলো বন্ধ করে ঘুমাতে হবে ।
  • চা অথবা কফি পান করা যেতে পারে ।


চিকিৎসা: 

  • ব্যাথার জন্য  Paracetamol 500mg group এর ওষুধ দেওয়া যেতে পারে । 


অথবা

  • Naproxen group এর ওষুধ দেওয়া যেতে পারে । উপরোক্ত যেকোন একটি ওষুধ এর সাথে 


  • Amitriptyline Hydrochloride group এর ওষুধ দেওয়া যাবে । সাথে অবশ্যই একটি গ্যাষ্ট্রিকের ওষুধ দিতে হবে ।


মাইগ্রেনের ব্যাথা হলে শুধু ব্যাথার ওষুধ খাবেন তা নয় ।পরে এক  সময় ব্যাথার  ওষুধের জন্যও মাইগ্রেনের ব্যাথা বাড়তে পারে । যাকে এনালজেসিক  ইনডিউজড হেডেক  বলা হয় । তাই ওষুধ ছাড়া কিছু কিছু অভ্যাস পরিবর্তন করার মাধ্যমেও এই সমস্যা নিয়ন্ত্রনে করা যায় ।

 তাছাড়া খুব বেশী সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ।      

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন