মুখের দূর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
এটি এমন একটি লজ্জাসকর সমস্যার মধ্যে পড়ে অনেকেরই এই সমস্যাটি রয়েছে। আজকে আলোচনা করবো মুখের দূর্গন্ধ নিয়ে এবং এ থেকে পরিত্রান পাওয়ার উপায় নিয়ে।
🔗কারণঃ
- মুখ শুকিয়ে যাওয়াঃ- আমাদের মুখের ভিতরে লালার কারণে সারাক্ষণ ভিজা থাকে। এই লালা আমাদের অনেক গুলো উপকার করে যেমনঃ- মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে, ছোট ছোট খাদ্য কণা মুখে থেকে সরাই খাবার এর অবশিষ্ট ছোট ছোট খাদ্য কণা যদি মুখে জমা থাকে তাহলে গন্ধ হয়। লালা এটি সরিয়ে ফেলে। কিন্তু যদি এই লালার পরিমাণ কম হয় তাহলে মুখ শুকিয়ে যায়।
👵মুখ যাতে শুকিয়ে না যায় তার জন্য করণীয়ঃ-
- পর্যাপ্ত পরিমাণে পানি পান করা।
- অনেক বেশি চা, কফি, সফট ডিক্সং খাবেন না।
- এমন খাবার খাবেন যে গুলো বেশি বেশি চাকতে হয়। যেমনঃ- শসা, গাজর, আপেল ইত্যাদি।
- চুংগ্রাম চাকতে পারেন এটিতেও মুখে লালা আনতে সাহায্য করবে। তবে চিনি ছাড়া টুংগ্রাম ব্যবহার করবেন।
আরো পড়ুনঃ চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়।
🍩অস্বাস্থ্যকর খাদ্যভাসঃ-
🍟আমরা যে সকল খাবার খাই তার মধ্যে অনেক গুলো আছে যেগুলো মুখে দূর্গন্ধ হবার কারণ হেতে পারে। তার মধ্যে ২ টি বিষয় নিয়ে আলোচনা করবো।
- চিনিযুক্ত খাবার ও কোমল পানীয় যথাসম্ভব এরিয়ে চলবেন। কারণ চিনি যুক্ত খাবার খাওয়ার পর দাঁতে কোনায় যে কিছু কণা থেকে যায়। এগুলো দূর করতে ব্যাস্ত হয়ে পরে অসংখ্য ব্যাকটেরিয়া। এসময় কিছু এসিড উপৎন্ন হয়। আর এটি গিয়ে দাঁতকে আক্রমণ করে ফেলে বার বার। এটি হবার যার দাঁতে বাহিরের আবরণ নষ্ট হয়ে যায় এর দাঁতে ছোট ছোট গর্ত দেখা দেয় । আর এই গর্তে দূর্গন্ধ ছড়ানো জীবাণু লোকানোর জায়গা পেয়ে যায় এবং এটি ব্যাশ ও ফলস করেও বেড় করা যায় না। ফলে দূর্গন্ধ হয়ে যায়।
- অপুষ্টি দেখা দিতে পারে মুখে দূর্গন্ধ তাই সুষম খাদ্য গ্রহণ আপনার শরীরকে সুস্থ রাখে।
😐মুখের ভেরতটা ভালো করে পরিষ্কার না রাখাঃ-
মুখ ভালো করে পরিষ্কার না রাখলে দূর্গন্ধ হতে পারে। কারণ জিহ্বা, দুই দাঁতের মাঝখানে মাড়িতে জীবুণু থাকতে পারে।
👉কিভাবে করবেনঃ-
- প্রতিদিন ২ বার দাঁত মাজতে হবে ২ মি. ধরে।
- দুই দাঁতের মাঝখানে পরিষ্কার করা। (ফলস ব্যবহার)
- মাউথ ওয়াশ ব্যবহার করা।
- জ্বিবাহ পরিষ্কার করা। (ট্যাংক সিলিপার)
🚭ধুমপান,জর্দা,গুলঃ-
এগুলো শরীরে অনেক গুলো ক্ষতির সাথে সাথে মুখে দূর্গন্ধ ছড়াতে ও সাহায্য করে। তামাকের এটি দূর্গন্ধ রয়েছে এছাড়া তামাক মুখ শুকিয়ে ফেলে এবং মাড়িতে সমস্যা হতে পারে।
😀মুখের ভেতরের রোগঃ-
এছাড়া আরো ভালো হবে একজন ডেন্টাল ডাক্তার এর কাছে যাওয়া ভালো।
🚑অন্যান্য রোগঃ-
- নাকের রোগ
- টনসিলের রোগ
- শ্বাস তন্ত্রের রোগ
- পাকস্থলী সমস্যা
💊চিকিৎসাঃ
- দাঁতের জন্য এন্টিবায়োটিক ব্যবহার করা যায়।
- Clindamycin, Doxycycline, Ceprofulacin, Fulocosaclin ইত্যাদি।
- ব্যাথার জন্যঃ- Etoricoxib জাতীয় ঔষধ ব্যবহার করতে হবে।
- এবং ভিটামিন-স খেতে হবে।
এছাড়া আরো ভালো হবে একজন ডেন্টাল ডাক্তার এর কাছে যাওয়া ভালো।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।