মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়।

 মুখের কালো দাগ / মেজতার দাগ দূর করার সহজ উপায়

Any Help24


মেজতা হচ্ছে খুবই কমন কনসানড ডিজিজ । এটা মহিলা পুরুষ সকলের হয়ে থাকে। মেজতা হলে মুখে কালো বা বাদামী রং এর দাগ পরে। এটি কপাল নাক ও গলা এর মধ্যে হয়। 



কারণঃ-


আমাদের ত্বকের রং তৈরীকারী কোষ থাকে এটিকে মালানোসাইটিস বলা হয়। আর এই মালানোসাইটি যদি রং তৈরি করতে যে কনিকা যেটা মালানিং বেশি তৈরী করে তাহলে তখন আমাদের মুখে মেজতা দেখা যায়।



কাদের বেশি হয়ঃ-


  1. যাদের পরিবারিক ইতিহাস রয়েছে।
  2.  মহিলাদের পরিবার পরিকল্পনা পদ্ধতির কারণে হতে পারে।
  3. যারা রোদে অনেক বেশি কাজ করে তাদের ক্ষেত্রেও এটি হতে পারে।
  4.  গর্ভবতী মহিলাদের ও এটি হতে পারে। আবার অনেকের বাচ্চা হবার পর এটি কমে যায়।



খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনাঃ-


কোন খাবারই মেজতাকে বাড়িয়ে দেয় না এবং অদ্ভুতভাবে কমিয়েও দেয় না। তবে অবশ্যই হেলদি ফুড খেতে হবে। অর্থাৎ ত্বককে ভালো রাখার জন্য স্বাস্থ্য সমত খাবার খেতে হবে। যেমনঃ ভিটামিন- এ,সি,ডি ইত্যাদি।



আরো পড়ুনঃ চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়


👰সাইকোলজিকালী পেশার নেয়া যাবে না অর্থাৎ দাগ এর কারণে বাহিরে অনুষ্টান এ অংশগ্রহণ না করা। ভালো  চিকিৎসা গ্রহণ করে ভালো হওয়া সম্ভব। তবে চিকিৎসা শুরু করতে হবে প্রথম থেকে বেশি দেরি হলে চিকিৎসা করা কঠিন হয়ে যায়। কারণ এটি Skin এর Deep এ প্রবেশ করে ফেলে। তাই আগেই একজন Dermatologist এর পরামর্শ নেয়া দরকার।



চিকিৎসাঃ-

  •  ক্রীমঃ- গ্লাইকোলিক এসিড- রাতে ব্যবহার  করতে হবে।
  • Sun Skin:- রোদে যাবার ৩০ মি. আগে একবার ব্যবহার করে ৩ ঘন্টা থাকে।
  • খাবারের ঔষধঃ- 


এন্টিবায়োটিকঃ-

Doxycycline, Erythromycin, Cefixime Clindamycin ইত্যাদি ব্রণ দাগ এর জন্য ব্যবহার করা যায়।

  • কেমিক্যাল পিলিং।
  •   Laser এর মাধ্যমে। 

 


👪এর সাথে সাথে সচেতনা তৈরী করতে হবে। স্বাস্থ্য সমত কাবার গ্রহণ । অতিরিক্ত উজ্জল রশ্মি সামনে না থাকা যেমন মোবাইল বা কম্পিউটার।

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

মাইগ্রেন/Migraine কি? কারন,লক্ষণ/উপসর্গ এবং চিকিৎসা।

চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন