ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ।

   ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপঃ


Any Help24



যেখানে ইন্টারনেট নেই,আপনি সেখানে হোয়াটসঅ্যাপের  কিভাবে ব্যবহার করবেনঃ

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কয়েকশত কোটি মানুষ ব্যবহার করে থাকেন। ব্যক্তিগত কথোপকথন এর পাশাপাশি বন্ধু কলিগদের আলাদা আলাদা গ্রুপ ব্যবহার করেন। এছাড়াও আছে অফিসিয়াল চ্যাট। বর্তমানে জরুরি যত ফাইল, ছবি, ভিডিও আদান প্রদান করছেন।



ধরুন যে, আপনি এমন একটি জায়গায় গেলেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই । ফোনের নেটওয়ার্কও কাজ করছে না তেমন ভাবে। তখনই পড়তে হয় বিপদে। জরুরি ম্যাসেজের রিপ্লাই দেওয়া তো দূরে বিষয় আপনি আপনার পরিস্থিতিও জানাতে পারেন না। তবে এই সমস্যার সমাধান নিয়ে আসলো হোয়াটসঅ্যাপ।


যেখানে ইন্টারনেট নেই,আপনি সেখানে হোয়াটসঅ্যাপের প্রক্সি সার্ভারকে ব্যাবহার করে মেসেজ করতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, যেখানে ইন্টারনেট পরিসেবা নেই সেখানে ভলান্টিয়ার এবং অর্গ্যানাইজেশনের দ্বারা সেটআপ করা প্রক্সি সার্ভারের মাধ্যমেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।



হোয়াটসঅ্যাপ কি  বলছে?


হোয়াটসঅ্যাপ বলছে, আপনি যদি এমন কোনো এলাকায় কোনো ব্যক্তির সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে না পারেন, তাহলে সেখানে আপনি এই প্রোক্সি ফিচার ব্যবহার করতে পারবেন। মূলত একটি প্রক্সি সার্ভারের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপ আপনাকে জরুরি সময় মেসেজ পাঠাতে দিবে। সংস্থার এর তরফ থেকে জানানো হয়েছে, এই প্রক্সি ফিচারেও হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মের এবং সর্বোপরি গ্রাহকের গোপনীয়তা এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবেন।


এরই মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের জন্যই হোয়াটসঅ্যাপ প্রোক্সি ফিচারটি চালু হয়েছে। তবে আপাতত শুধু ইরানের ব্যবহারকারীরাই এই হোয়াটসঅ্যাপের সুবিধা পাবেন। খুব শিগগির বিশ্বের সব প্রান্তের ব্যবহারকারীর জন্য চালু হবে বিশেষ এই ফিচার।


অ্যান্ড্রয়েডে যেভাবে এই ফিচার ব্যবহার করবেনঃ-

Any Help24



->> প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যে আপনি হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করছেন।


>> চ্যাটস ট্যাবে চলে যান। সেখানে গিয়ে মোর, তারপর সেটিংস অপশনে ট্যাপ করুন।


>> এবার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যাবেন।


>> ইউজ প্রক্সি অপশনে চাপ দিতে হবে।


>> সেট প্রক্সি অপশনে ক্লিক করুন এবং আপনার প্রক্সি অ্যাড্রেস দিয়ে দিন।


>> সেভ অপশনে ক্লিক করুন।


>> কানেকশন সম্পূর্ন হয়ে সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি চেক মার্ক দেখানো হবে।


আইফোনে যেভাবে ব্যবহার করবেনঃ

Any Help24



>> এক্ষেত্রেও অবশ্য যারা হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করেন তারাই এই সুবিধা পাবেন।

>> এবার হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে চলে যান।

>>  পরবর্তীতে  র্স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।


>> ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।


>>   এর পর  আপনাকে প্রক্সি অ্যাড্রেস এন্টার করতে হবে এবং সেভ টু কন্টাক্ট অপশনে ট্যাপ করুন।


আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে । 

টেলিফোন আবিষ্কারের ইতিহাস এবংউদ্ভাবন ও এর বিকাশ।

টেলিগ্রাম বা টেলিগ্রাম অ্যাপ কি এবং এর ইতিহাস এবং সুবিধা ও অসুবিধা।

ল্যাপটপ কম্পিউটার কি? ল্যাপটপ কম্পিউটার ইতিহাস।

ফ্রিল্যান্সারদের জন্য নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যাট্রিক্স অ্যাকাউন্ট।ম্যাট্রিক্স অ্যাকাউন্ট কী,সুবিধা, সীমাবদ্ধতা।

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা পেলে

ফুটবল খেলার ইতিহাস ।

বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল সম্পর্কীত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।

জেনে নিন, দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

আরো বিভিন্ন বিষয় পড়ুন ।

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ । 

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।

বাংলা যুক্তবর্ণ

Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।

বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।

বিভিন্ন বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় আসা বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, কিছু প্রশ্ন এবং উত্তর ।

কিডনি সম্পর্কিত কিছু কথা ।