শীতকালীন চর্ম রোগ
শীতকালে যেসব রোগ বেড়ে যায় সেগুলো হলোঃ
অ্যাটোপিক ডার্মাটাইটিস, একজিমা, পা ইকথায়োসিস, সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস, স্ক্যাবিস, চিলাইটিস, ঠোঁট ফাটা, ফাটা ইত্যাদি।
উপসর্গঃ
- শুষ্কতা,
- চামড়া ওঠা,
- ফোসকা পড়া,
- ত্বক লাল হয়ে যাওয়া
- চুলকানি হতে পারে।
এছাড়া যাদের আগে থেকেই দীর্ঘমেয়াদি চর্মরোগে ভুগছেন
যেমনঃ-
- সোরিয়াসিস,
- অ্যাটোপিক ডার্মাটাইটিস),
- তাঁদের রোগের তীব্রতা বেড়ে যেতে পারে।
💢এ সময় সমস্ত শরীরে চামড়া ওঠা শুরু হলে প্রদাহ হতে পারে।
💢শরীর লাল হয়ে গেলে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে বা কাঁপুনি হতে পারে।
💢সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যা যা করণীয়-
এ সময়টিতে আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখাই মূল লক্ষ্য হওয়া উচিত। এ জন্য নারিকেল বা অলিভ অয়েল, প্যারাফিন অয়েল বা ক্রিম, পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন ব্যবহার করা যায়। এ ছাড়া মেডিকেটেড ময়েশ্চারাইজার, গ্লিসারিনযুক্ত সাবান সপ্তাহে দুই–তিন দিন ব্যবহার করা যায়।
আমরা শীতের সময় খুব গরম পানি ব্যবহার না করে কুসুম গরম পানি গোসলে ব্যবহার করা।
যদি এসময় খুশকি দেখা দিলে কিটোকোনাজলসহ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
এ রোগের প্রতিকার কিভাবে পাওয়া যাবে?
অপরিস্কার কাপড় পরিধান ত্যাগ করতে হবে। পরিষ্কার পরিছন্ন কাপড়-চোপড় ব্যবহার করলে খোসপাঁচড়া হবে না। নিয়মিত গোসল করতে হবে। গোসলের সময় পানি গরম করে নিতে হবে। গরম পানিতে নিমপাতা দিয়ে সেদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলেও উপকার পাওয়া যাবে। এসপ্তাহের বেশি দিন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই রোগটি সাধারণত অপরিষ্কার থাকার কারণে বা ভিটামিন সি-এর অভাবে হয়ে থাকে। এ রোগ হলে অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে। যেমন কমলা বা কমলার তৈরি জুস ইত্যাদি বেশি খেতে হবে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।