বাতজ্বর কী ? কারণ, লক্ষণ, জটিলতা এবং চিকিৎসা।

 বাতজ্বর/Rheumatic fever

Any Help24


বাতজ্বর কীঃ-

বাতজ্বর একটি বহুতান্ত্রিক রোগ। যার বৈশিষ্ট্য হবে গিরায় ব্যথা,জ্বর এবং কার্ডাইটিস। ৫-৪০ বছর এর মধ্যে হয়ে থাকে।


কারণঃ-

স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে। 


বাতজ্বর এর প্রধান বৈশিষ্ট্যঃ-

১. আর্থ্রাইটিস- গিরায় গিরায় ব্যথা।

২. কার্ডাইটিস- হৃদপিন্ডের প্রদাহ।

৩. ইরাইথেমা মার্জিনেটাম।

৪. সাব কিউটেনাস নডিউল- চামড়ার নিচে গোটা।


বাতজ্বর এর গৌণ বৈশিষ্ট্যঃ-

১. জ্বর হবে।

২. গিটে ব্যাথা হবে।

৩. ESR বাড়বে।

৪. টনসিলের প্রদাহের ইতিহাস থাকবে।


প্রধান বৈশিষ্ট্য ২টা গৌণ বৈশিষ্ট্য ১ টি অথবা প্রধান বৈশিষ্ট্য ১ টি গৌণ বৈশিষ্ট্য ২ টা প্রকাশ পেলে বাতজ্বর বলে চিহ্নত করবো।


আরো পড়ুনঃ ডেঙ্গুজ্বর কি?

আর্থ্রাইটিস এর বৈশিষ্ট্যঃ-

১. আর্থ্রাইটিস স্থানান্তরিত হবে।

২. দেহের বড় বড় গিরা গুলো ফুলে যাবে ব্যথা হবে।

৩. ব্যথার জন্য রোগী নড়াচড়া করতে ভয় পাবে।


পরীক্ষা-নিরীক্ষাঃ-

# RA test

# ASO titer


জটিলতাঃ-

কার্ডিয়াক ফেইলোর, নিউমোনিয়া, পেরি কার্ডিয়াটিস ইত্যাদি।


চিকিৎসাঃ-

১. সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

২. পেনিসিলিন গ্রুপের ঔষধ দিয়ে চিকিৎসা করা যাবে।

৩. মারাত্মক হলে ষ্ট্রেরয়েড জতীয় ঔষধ দিয়েও চিকিৎসা করা যায়।


আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।

ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন