মাম্প্স কী?
মাম্প্স কীঃ-
মাম্পস হচ্ছে ভাইরাস জনিত একটি রোগ। যা আমাদের প্যারোটিড গ্রন্থিতে প্রদাহের ফলে হয়ে থাকে। মাম্প্স হয়ে থাকে প্যারামিক্সো ভাইরাসের দ্বারা। এটি সকল বয়সে হতে পারে। তবে বিশেষ করে ৫-৯ বছর বয়সের শিশুদের বেশী দেখা যায়।
লক্ষণ / উপসর্গঃ-
১. চোয়াল ও গাল ফুলে যাবে।
২. প্রচন্ড ব্যাথা হবে।
৩. মুখ খুলতে কষ্ট হবে।
৪. খাবার খেতে কষ্ট হবে।
৫. পেটে ব্যাথা হতে পারে।
৬. বমি বমি ভাব বা বমি হতে পারে।
৭. খাবারের অরুচি দেখা দিতে পারে।
৮. কানের নিচে প্যারোটিড গ্রন্থি ফুলে যেতে পারে।
মাম্প্স হলে কী কী করণীয়ঃ- ( হোম রেমেডি)
১. কুসুম গরম পানি দিয়ে কুলি করতে পারে।
২. ফুলা স্থানে হালকা গরম শেক দিতে পারে।
৩. অতিরিক্ত ঝাল বা টক জতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৪. তরল খাবার খাওয়াতে হবে।
৫. পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে।
৬. রোগীকে আলাদা রাখতে হবে।
চিকিৎসাঃ-
মাম্প্স ভাইরাস জনিত সমস্যা তাই সেখানে তেমন কোনো প্রকার এ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেয়। মাম্প্স এমনি এমনি সেরে যায়। তাছাড়া জ্বর বা ব্যাথা কমানোর জন্যে Paracetamol Group এর ঔষধ ২-৩ বার শিশুর বয়স অনুসারে ১-৩ চা চামুচ দেয়া যাবে। তাছাড়া প্রদাহ যদি সেকেন্ডারী ইনফেকশন এ পৌছায় সেক্ষেত্রে এ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। যেমনঃ-
Amoxicillin Group এর ঔষধ ১-২ চামুচ দৈনিক ৩বার........... ৫দিন
অথবা,
Cephradine Group এর ঔষধ দেয়া যাবে ২ চামুচ করে দৈনিক ৩-৪বার।
জটিলতাঃ-
১. অর্কাইটিস
২. উফুরাইটিস
৩. প্যানক্রিটাইটিস
উপরোক্ত যে কোন একটি জটিলতা দেখা দিলে অবশ্যই হাসপাতাল কিংবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।