ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।

 ম্যালেরিয়া/Malaria   


Any Help24


ম্যালেরিয়া কীঃ-  

 ম্যালেরিয়া এক প্রকার পরজীবি দ্বারা সংঘটিত সংক্রামক রোগ যা স্ত্রী এনোফিলিস মশা দ্বারা ছড়িয়ে থাকে।


প্রকারভেদঃ-

১. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স

২. প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম

এই দুটি প্রজাতির মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে মারাত্মক। কারণ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা মারাত্মক ম্যালেরিয়া হয়ে থাকে এবং উপযুক্ত চিকিৎসা না হলে রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে।


সাধারণ লক্ষণঃ- (cold stage)

১. ১ ঘন্টা জ্বর থাকবে বা থাকতে পারে।

২. কম্পন দিয়ে জ্বর আসবে।

৩. কম্পন এত জোরে হবে যে দাঁতে দাঁত লাগবে এবং লেপ বা কম্বল দিয়ে চেপে রাখতে হবে।


অত্যান্ত গরম লেভেল (Hot Stage):-

১. ১-৪ ঘন্টা জ্বর থাকবে।

২. শরীরের তাপমাত্রা ১০৪-১০৫ ডিগ্রি ফারেনহাইট হবে।

৩. শ্বাস দ্রুত হবে।

৪. রোগী তৃষ্ণার্থ হবে।


Stage of Sweating:-

১. ২-৩ ঘন্টা জ্বর থাকবে।

২. ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে।

৩. খুব ক্ষুধামন্দা হবে।

৪. তাপমাত্রা বেশী থাকবে।

৫. রক্ত স্বল্পতা দেখা দিবে।

৬. লিভার ও প্লিহা বড় হতে পারে।

 আর পড়ুনঃ সাইনোসাইটিসকি?

মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণঃ-

১. রোগী অস্বাভাবিক আচরণ করছে বা অজ্ঞান অথবা খিঁচুনী হচ্ছে।

২. দাঁড়াতে  ও হাঁটতে পারছে না।

৩. বমি হচ্ছে।

৪. মুখে খেতে পারছে  না।

৫. মারাত্মক রক্তস্বল্পতায় ভুগছে।

৬. শরীরের যেকোনো স্থানে হতে রক্তস্বল্পতা হতে পারে।

৭. শ্বাস কষ্ট হবে।

৮. প্রস্রাবের পরিমাণ কমে যাবে। 


উপরোক্ত লক্ষণ সমূহের রোগীকে জরুরী ভিত্তিতে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হবে।


পরীক্ষা-নিরীক্ষাঃ-

# BSE-Blood Slide Examination 

# RDT- Rapid Diagnostic Test

# Tc.Dc, ESR Hb%

# Blood for M.P.(Malaria Parasite)

চিকিৎসাঃ-

ক্লোরোকুইন ফসফেট গ্রুপের ঔষধ দিয়ে চিকিৎসা করা যায়। 

অথবা,

কুইনাইন সালফেট গ্রুপের ঔষধ দিয়েও চিকিৎসা করা যায়।

অথবা,

পাইরিমেথামিন+সালফাডক্সিন কম্বাইন্ড গ্রুপের ঔষধ দিয়ে চিকিৎসা করা যায়।


# জ্বর এর জন্য সাথে Paracetamol Group এর গ্রুপের ঔষধ দিতে হবে। বেশি জ্বর হলে মাথা ধুয়ে গাঁ মুছে দিতে হবে।

# এর সাথে রক্তস্বল্পতার জন্য আয়রন ফলিক এসিড সমৃদ্ধ ঔষধ দেওয়া যাবে।

# এর সাথে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল গ্রুপ এর ঔষধ ও দেয়া যেতে পারে।

# কিন্তু মনে রাখতে হবে কুইনাইন গ্রুপ এর ট্যাবলট অথবা ইনজেকশন গর্ভবতী মায়েদের দেওয়া যাবে না এতে গর্ভপাতও হতে পারে।

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।

নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।

চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।

শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।

হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।

মাম্প্‌স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।

Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।

নতুন পোলিও টিকা (এনওপিভি২)

টাইফয়েড জ্বর 

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন