বুক জ্বালা / অম্লরোগ /Acidity/ Heart burn
Acidity:-
একজন সুস্থ ব্যক্তির পাকস্থলিতে প্রয়োজনে অ্যাসিড অম্ল ক্ষারিত হয় যা খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে। যখন Hydrochloric acid প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় দ্রাবিত হয় তখন এই অবস্থাকে আমরা এ্যাসিডিটি বলে থাকি।
Heart burn:-
এটি পাকস্থলীর কোন রোগের একটি লক্ষণ বিশেষ কোন স্বতন্ত্র রোগ নয়। এতে বুকের মাঝামাঝি জ্বালা হয়। এই জ্বালা Epigastrium থেকে শুরু করে গলা অবধি অনুভূত হয়। এতে করে রোগী মুখকে জলে ভরে যায় তার সাথে গলায় বার বার জ্বালা করে।
কারনঃ-
১. মানসিক চিন্তা এবং সব কাজে তাড়াহুড়ো।
২. মসলা, তৈল, মরিচ যুক্ত খাবার, আচার প্রভৃতি খাওয়া।
৩. রাতে মসলাযুক্ত বা ভাজা পুড়া খাবার খেয়ে একটু হাঁটা-চলা না করেই শুয়ে পড়া।
৪. দীর্ঘদিন খাদ্যনালী প্রদাহ / Chronic esophagitis বা Hiatus hernia ইত্যাদি।
৫. সময় মতো না খাওয়া।
৬. অত্যাধিক মদ্যপান ও ধূমপান করা বা পান, গুটকা খাওয়া।
৭. গর্ভাবস্থায় সাধারণ এ্যাসিডিটি দেখা দিতে পারে।
লক্ষণ ও উপসর্গঃ-
১. বুকের মাঝামাঝি জ্বালা করে।
২. টক ঢেকুর ওঠে।
৩. মুখ তেতো হয়ে থাকবপ।
৪. গরম পানি ও ভাজা পুড়া খাবার খাওয়ার সাথে সাথে বুক জ্বালা শুরু করে।
৫. খাবার গ্রহণ করার পরপরই রোগী বুক জ্বালা ও পেট ভার হয়ে যায়।
৬. রোগী ভয়েতে কোন খাবার খেতে চাইবে না।
আরো পড়ুনঃ নিউমোনিয়া কি?
রোগ নির্ণয়ঃ-
উপরোক্ত লক্ষণ ও উপসর্গ দেখে সহজেই রোগ নির্ণয় করা যাবে।
চিকিৎসা ও প্রতিরোধঃ-
১. রোগীকে উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করতে হবে।
২. যে সকল খাবার খেলে এ্যাসিডিটি হয় তা পরিহার করতে হবে।
৩. মদ্যপান ও ধূমপান পরিহার করতে হবে।
৪. হালকা পুষ্টিকর খাবার বার বার একটু একটু করে খেতে হবে।
৫. পেটের উপর গরম সেক দেওয়া যেতে পারে।
ঔষধ প্রয়োগঃ-
রোগীকে Antacid (Aluminum Hydroxide + Magnesium) জাতীয় ঔষধ দিতে হবে। Tab/Sup পাওয়া যায় ১/২ টি, চামচ করে ২ বার ।
বমির ভাব হলে Domperidone জাতীয় ঔষধ দিতে হবে।
Tab, Injection, Sup, পাওয়া যায়। ১টি করে ২ বার।
গ্যাসটিকের জন্য Omeprazole, Esomeprazole, Lansoprazole, Pantoprazole ইত্যাদি গ্রুপের যেকোন একটি দেওয়া যেতে পারে। ১টি করে ২বার।
পেটে ব্যাথা থাকলে Hyoscine -N Butyl bromide এবং Drotaverine Hydrochloride দেওয়া যেতে পারে।
১টি করে ২ বার।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।