চিকনগুনিয়া
লক্ষণঃ-
১. হঠাৎ জ্বর আসবে সঙ্গে প্রচন্ড গিটে গিটে ব্যাথা থাকবে।
২. প্রচন্ড মাথা ব্যাথা।
৩. শরীরে ঠান্ডা অনুভূতি হওয়া।
৪. বমি বমি ভাব বা বমি হওয়া।
৫. চামড়ায় লালচে দানা।
৬. মাংস পেশীতে ব্যথা।
সাধারণত রোগটি এমনি এমনি সেরে যায়। তবে কখনও কখনও গিটের ব্যাথা কয়েক মাস এমনকি কয়েক বছরের বেশি সময় থাকতে পারে।
বাহকঃ-
এডিস ইজিপ্টা এবং এডিস এলবোপিক্টাস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। মশা গুলো সহজেই এদের শরীরের ও পায়ের সাদা কলো ডোরাকাটা দেখে চেনা যায়।
কিভাবে ছড়ায়ঃ-
প্রাথমিক ভাবে চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত এডিস ইজিপ্টা অথবা এডিস এলবোপিক্টাস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এ ধরণের মশা সাধারণত দিনের বেলা বা ভোর বেলা অথবা সন্ধ্যার সময় কামড়ায়। এছাড়াও চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত রক্ত দাতার রক্ত গ্রহণ করলেও ছড়াতে পারে।
সুপ্তিকালঃ-
৩-৭ দিন তবে ২-২১ দিন পর্যন্ত হতে পারে।
প্রতিরোধঃ-
এ রোগ প্রতিরোধের কোন টিকা নেই। ব্যক্তিগত সচেতনতাই চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায়। তাছাড়াও মশার কামড় থেকে সুরক্ষাই চিকুনগুনিয়া থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় শরীরের বেশির ভাগ অংশ ঢেকে রাখা। ফুল হাতা শার্ট এবং ফুল প্যান্ট পরা। জানালায় নেট ব্যবহার করা। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
আরো পড়ুনঃ বাত জ্বর কি?
চিকিৎসাঃ-
চিকুনগুনিয়া ভাইরাস সংক্রমণের চিকিৎসা মূলত উপসর্গ ভিত্তিক। এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই । আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে। প্রচুর পানি ও তরল খাবার খেতে দিতে হবে। প্রয়োজনে Paracetamol Tablet জ্বর ও ব্যথার জন্যে দিতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ খেতে হবে। তবে গিটের ব্যথার জন্য গিটের উপরে ঠান্ডা পানির শেক ও হালকা ব্যায়াম উপাকারী হতে পারে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
হুপিং কাশি/ Pertussis কী,লক্ষণ,জটিলতা, এবং চিকিৎসা।
মাম্প্স কী,লক্ষণ / উপসর্গ,মাম্প্স হলে কী কী করণীয়/ ( হোম রেমেডি) এবং চিকিৎসা।
Tonsillitis/টনসিলাইটিস কি? কারণ, লক্ষণ,কী খাওয়া যাবে/যাবে না এবং চিকিৎসা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ এবং করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেই।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।