Acne/ব্রণ
Acne কিঃ-
ব্রণ কে সাধারণত যৌবনের অসুখ বলা হয়। সাধারণত ১৬-১৯ বছর বয়সী কিশোর কিশোরীরা বেশি আক্রান্ত হয়ে থাকে। ৯০ ভাগ ক্ষেত্রে ২৫-২৬ বছর বয়সের মধ্যে সেরে যায়, নতুন করে আর হয় না। ব্রণ তেমন কোন জটিল রোগ নয় । অল্প সংখ্যক ক্ষেত্রে ৩০ বছরের বেশি বয়সে এটা দেখা দেয় এবং চিকিৎসা ছাড়া ভালো হয় না।
কারণঃ-
১. শরীরে হরমোন পরিবর্তন হলে ব্রণ দেখা দেয় যা খাবার বড়ি কিংবা হরমোন চিকিৎসা করলে।
২. বিশেষ করে Teen Ageer দের এবং গর্ভাবস্থায় ব্রণ দেখা দেয়।
৩. আরেকটি সাধারণ কারণ হচ্ছে ত্বকে ধুলাবালি থাকলে ব্রণ হয়ে থাকে।
৪. ত্বকে সেবাসিয়াস গ্রন্থির মুখ বন্ধ হয়ে প্রদাহের ফলে ব্রণ হয়।
লক্ষণঃ-
ব্রণ অধিকাংশ ক্ষেত্রে মুখ মন্ডল,কাধ,বুকের ঊর্ধ্ব ভাগ এবং পিঠে হয়ে থাকে। তবে তৈলাক্ত ত্বকে বেশি হয় । ব্রণ হলে পার্শ্ববর্তী চামড়া তেল তেলে হয়ে যায়। কালো বা সাদা মুখ বিশিষ্ট পিম্পল বা গোটা দেখা দেয়। প্রদাহের জন্য চারপাশ লালচে বর্ণের হয়ে যেতে পারে। নখ দিয়ে ফুঁটালে বা ফেটে গেলে সাদা এক ধরনের পদার্থ বের হয়। আক্রান্ত ত্বকে চুলকানি হয়ে থাকে নখ দিয়ে খুঁটলে ইনফেকশন হয়ে পুঁজ জমতে পারে ।এতে করে পরবর্তীতে মুখে দাগ থেকে যেতে পারে। ব্রণের রোগীদের প্রায়ই কোষ্টিকাঠিন্য থাকে যার ফলে ব্রণ দেখা দিতে পারে
চিকিৎসাঃ-
Doxycycline gurup 100 Mg এর ঔষধ দেওয়া যেতে পারে। প্রতিদিন ২টা করে ১২ ঘন্ট পর পর................ ৬-১২ সপ্তাহ।
অথবা,
Tetracyclin gurup 250-500 Mg এর ঔষধ দেওয়া যেতে পারে। প্রতিদিন ২টা করে ১২ ঘন্ট পর পর................ ৩ মাস।
অথবা,
Flucloxaciline gurup এর ঔষধ দেওয়া যেতে পারে ১টা করে ৬ ঘন্টা পর পর ৭ দিন।
অথবা,
Azithromycin gurup এর ঔষধ দেওয়া যেতে পারে। এর সাথে ব্যহিক ব্যবহারের জন্য
Benzol peroxide 2.5% cream
অথবা,
Tretinoin 0.5/ 0.25% cream ব্যবহার করা যাবে।
পরামর্শঃ-
১. প্রচুর পানি পান করতে হবে
২. শাক-সবজি বেশি করে খেতে হবে
৩. ফল ও পুষ্টিকর খাবার খেতে হবে
৪. দৈনিক ৮-১০ বার মুখ সাবান দিয়ে ধৌত করতে হবে ব্রণে নক দিয়ে খুসখুঁচি করা যাবে না।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।