Parts of Speech কাকে বলে।কত প্রকার ও কি কি?
Parts of Speech কাকে বলে?
আমরা জানি Parts অর্থ অংশ আর Speech অর্থ কথা বা বক্তব্য। Sentence এ ব্যবহৃত প্রত্যেকটি Word এক একটি Parts of Speech বলে।
Parts of Speech কত প্রকার ও কি কি?
Parts of Speech 8 প্রকার-
যথাঃ
👉Noun
👉 Pronoun
👉Adjective
👉Verb
👉Adverb
👉Preposition
👉Conjunction
👉Interjection
প্রত্যেক প্রকারের সংজ্ঞাঃ
✅Noun কাকে বলেঃ
যে সকল Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Nounবলে।
উদাহরণঃ Rahim, Dhaka, Bangladesh etc.
✅Pronounকাকে বলেঃ
Noun পরিবর্তে যে সকল Word ব্যবহৃত হয় তাকে Pronounবলে।
উদাহরণঃ He, She, I, it, they, etc.
✅Adjective কাকে বলেঃ
যে সকল Word দ্বারা Noun বা Pronoun এর দোষ,গুণ,অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ প্রায়/বুঝায় তাকে Adjective বলে।
উদাহরণঃ Good, Bad, Much, Many, One, etc.
✅Verb কাকে বলেঃ
যে সকল Word দ্বারা কোন কিছু করা বুঝায় তাকে Verb বলে।
উদাহরণঃDo,Play,read,Write, etc.
✅Adverb কাকে বলেঃ
যে সকল Word দ্বারা Verb বা Adjective কে বিশেষায়িত করে তাকে Adverb বলে।
উদাহরণঃ Quietly, fairly, very etc.
✅Preposition কাকে বলেঃ
যে সকল Word দ্বারা Noun বা Pronoun এর পূর্বে বসে Noun বা Pronoun এর সাথে সর্ম্পক তৈরী করে দেয় তাকে Preposition বলে।
উদাহরণঃ on.in etc.
✅Conjunctionকাকে বলেঃ
যে সকল Word দুই বা ততোধিক Phrase বা Clause এর মধ্যে সর্ম্পক তৈরী করে দেয় তাকে Conjunction বলে।
উদাহরণঃ but, or, and, etc.
✅Interjection কাকে বলেঃ
যে সকল Word আকস্মিক ভাবাবেগ প্রকাশ প্রায়/বুঝায় তাকে Interjection বলে।
উদাহরণঃ Ah! Hurrah! Bravo! etc.
আশা করি , Sentence সম্পর্কে পরিপূর্ণ ধারনা পেয়েছেন যদি একটু মন দিয়ে ভালোকরে পড়েন তা হলে আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না ।