Parts of Speech কাকে বলে।কত প্রকার ও কি কি?

 Parts of Speech কাকে বলে।কত প্রকার ও কি কি?


Any Help24



 Parts of Speech  কাকে বলে?


আমরা জানি Parts অর্থ অংশ আর Speech অর্থ কথা বা বক্তব্য।  Sentence এ ব্যবহৃত প্রত্যেকটি Word  এক একটি Parts of Speech বলে।


Parts of Speech  কত প্রকার ও কি কি?


 Parts of Speech  8 প্রকার-

Any Help24

যথাঃ

👉Noun

👉 Pronoun

👉Adjective

👉Verb

👉Adverb

👉Preposition

👉Conjunction

👉Interjection


প্রত্যেক প্রকারের সংজ্ঞাঃ


Noun  কাকে বলেঃ


  যে সকল Word  দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Nounবলে।

উদাহরণঃ Rahim, Dhaka, Bangladesh etc.

Pronounকাকে বলেঃ


 Noun  পরিবর্তে যে সকল Word  ব্যবহৃত  হয় তাকে Pronounবলে।

উদাহরণঃ He, She, I, it, they, etc.


 Adjective কাকে বলেঃ


যে সকল Word  দ্বারা Noun বা Pronoun এর দোষ,গুণ,অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ প্রায়/বুঝায় তাকে Adjective বলে।

উদাহরণঃ Good, Bad, Much, Many, One, etc.

Verb কাকে বলেঃ


  যে সকল Word  দ্বারা কোন কিছু করা বুঝায় তাকে Verb বলে।

উদাহরণঃDo,Play,read,Write, etc.

Adverb কাকে বলেঃ


যে সকল Word  দ্বারা Verb বা Adjective  কে বিশেষায়িত করে তাকে Adverb বলে।

উদাহরণঃ Quietly, fairly, very etc.

 Preposition কাকে বলেঃ


যে সকল Word  দ্বারা Noun বা Pronoun এর  পূর্বে  বসে Noun বা Pronoun এর  সাথে সর্ম্পক  তৈরী করে দেয়  তাকে Preposition বলে।

উদাহরণঃ   on.in  etc.
 

 Conjunctionকাকে বলেঃ


যে সকল Word    দুই বা  ততোধিক Phrase বা Clause এর  মধ্যে সর্ম্পক  তৈরী করে দেয়  তাকে Conjunction বলে।

উদাহরণঃ   but, or, and, etc.

 Interjection কাকে বলেঃ


যে সকল Word   আকস্মিক ভাবাবেগ   প্রকাশ প্রায়/বুঝায় তাকে Interjection বলে।

উদাহরণঃ Ah! Hurrah! Bravo! etc.



আশা করি , Sentence সম্পর্কে পরিপূর্ণ ধারনা পেয়েছেন যদি একটু মন দিয়ে ভালোকরে পড়েন তা হলে আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না ।