বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষ।

 বিশ্বের সবচেয়ে  লম্বা ও খাটো মানুষ।


Any Help24


বিশ্বের সবচেয়ে  লম্বা মানুষ

তুরস্কের আঙ্কারার অধিবাসী সুলতান কোসেনই এখন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পাশাপাশি তার আরো একটি খেতাব হলো তিনিই জীবিত মানুষের মধ্যে সবচেয়ে দীর্ঘ হাত-পা'র অধিকারী মানুষ। 

Any Help24

জানা যায়, তার উচ্চতা ২৫১ সেন্টিমিটার অর্থাৎ ৮ ফুট ২.৮ ইঞ্চি। ২০১১ সালে এই উচ্চতা মাপে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস সংস্থা। এর আগে ২০০৯ সালে চীনের একটি সংস্থা তার উচ্চতা মেপেছিল। তখন উচ্চতা ছিল ৮ ফুট ১ ইঞ্চি অর্থাৎ দু’বছরে ১.৮ ইঞ্চি উচ্চতা বাড়ে তার।  

সুলতানের বাঁ পায়ের দৈর্ঘ ৩৬.৫ সেন্টিমিটার এবং ডান পায়ের দৈর্ঘ্য ৩৫.৫ সেন্টিমিটার। আর সুলতানের হাতের দৈর্ঘ্য ২৮.৫ সেন্টিমিটার। সুলতানের ১০ বছর বয়স থেকেই এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও এই বৃদ্ধি চলতে থাকে। শেষ পর্যন্ত ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করে সুলতান তার এই হরমোনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। 

এখন আর অতিরিক্ত হরমোনের কারণে তার উচ্চতা বাড়ছে না। তবে এতটা লম্বা হওয়া সত্ত্বেও সুলতান ভাঙতে পারেননি এযাবৎ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটির রেকর্ড। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়াডল। যার উচ্চতা ছিল ৮ ফুট ১১.১ ইঞ্চি।   বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তিনি। এরই মধ্যে পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিও।

 

 বিশ্বের সবচেয়ে খাটো মানুষ

Any Help24

ইসমায়েল বিশ্বের সবচেয়ে ছোট মানুষের ‘মুকুট’। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ ঘোষণা করে।


ইসমাইলের মোট দৈর্ঘ্য মাত্র ২ ফুট ১ দশমিক ৬ ইঞ্চি অর্থাৎ প্রায় ৬৫ দশমিক ২৪ সেন্টিমিটার। তার বয়স বর্তমানে ২০ বছর। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তির খেতাব জেতে কলম্বিয়ার এডওয়ার্ড নিনো। ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনোর দৈর্ঘ্য ছিল প্রায় ৭২ সেমি, যেখানে ইসমাইলের মোট দৈর্ঘ্য এডওয়ার্ডের চেয়ে ৭ সেমি কম। 

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের দুবাই অফিসে ইসমাইলের উচ্চতা মাপা হয়। তিনি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। জন্মের সময় ইসমাইলের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, এখন তার ওজন প্রায় ৬ দশমিক ৫ কেজি। উচ্চতার কারণে তার জীবন সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা। উচ্চতার কারণে স্কুলেও যেতে পারেননি, সেভাবে পড়াশোনাও করতে পারেননি।


বিশ্ব রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে তাকে দুবাইয়ে আনা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তাদের মতে, তিনি আগের রেকর্ড গড়া ব্যক্তির চেয়ে ৭ সেমি অর্থাৎ ২ দশমিক ৭ ইঞ্চি খাটো। 

এর আগে এই রেকর্ডটি ছিল কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের দখলে। তার বয়স ছিল ৩৬ বছর। জন্মের আগেই ইসমাইলের বাবা-মা তাদের দুই সন্তানকে হারান। শেষে ইসমাইলের জন্মে পরিবারে খুশির হাওয়া। কিছুদিন পর জানা যায় জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত তিনি। তিনি এতটাই খাটো যে মোবাইল ফোন ব্যবহার করতেও হিমশিম খেতে হয়।



আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে । 

নিকোলা টেসলা কে তার আবিষ্কারের ইতি কথা।

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ।

ফ্রিল্যান্সারদের জন্য নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যাট্রিক্স অ্যাকাউন্ট।ম্যাট্রিক্স অ্যাকাউন্ট কী,সুবিধা, সীমাবদ্ধতা।

টেলিফোন আবিষ্কারের ইতিহাস এবংউদ্ভাবন ও এর বিকাশ।

টেলিগ্রাম বা টেলিগ্রাম অ্যাপ কি এবং এর ইতিহাস এবং সুবিধা ও অসুবিধা।

ল্যাপটপ কম্পিউটার কি? ল্যাপটপ কম্পিউটার ইতিহাস।

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা পেলে

ফুটবল খেলার ইতিহাস ।

বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল সম্পর্কীত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।

জেনে নিন, দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, 

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।