কোথায় সমাহিত হবেন পেলে, ১৪ তলা ভবনের সমাহিত হলেন ফুটবল রাজা’ পেলে!

  ১৪ তলা ভবনের  সমাহিত হলেন ফুটবল রাজা’ পেলে


Any help24


ফুটবল রাজা’ পেলে পৃথিবীর মায়া ত্যাগ করে সবার কাছে থেকে বিদায় নিয়েছেন । মৃত্যুকালে এই ব্রাজিলিয়ান তারকার বয়স ছিল ৮২ বছর । ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুতে ফুটবল দুনিয়া শোকে শোকাহত। এবার শেষশ্রদ্ধায় তাঁকে অন্তিম যাত্রায় শায়িত করার পালা। পেলে সমাহিত হবেন তাঁর জন্মস্থান সাও পাওলোয়।

কখন মারা যানঃ 

নভেম্বরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে থাকতেই নিজের ‘শেষযাত্রা’ বিষয়ে বলে গেছেন, যেতে চেয়েছেন যেখান থেকে তাঁর ফুটবল রাজা হয়ে ওঠা, সেই সান্তোস ক্লাব নিজস্ব আঙিনা ভিলা বেলমিরো স্টেডিয়ামে।

Any help24

সমাহিতের জন্য মরদেহ প্রস্তুত করা হবে সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হাসপাতালে । পেলের ইচ্ছানুযায়ী, ২ জানুয়ারি (সোমবার) সকালে পেলের কফিন নিয়ে যাওয়া হবে তার প্রথম ক্লাব সান্তোসের মাঠ প্রাঙ্গনে। তারপর সেখানে ২৪ ঘণ্টা রাখা হবে তার লাশ। যাতে পেলের অনুরাগীরা এই ভুবনজয়ী ভূমিপুত্রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন।


এরপর ৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে পেলের মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন নিয়ে যাওয়া হবে ক্যানাল ৬ সড়ক দিয়ে, যেখানে পেলের মা থাকেন। তার মায়ের বয়স ১০০ বছর । এখন পেলের মা শয্যাশায়ী।


অন্তিমযাত্রা শেষে মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হবে। সমাধিস্থলটি মূলত ১৪ তলা ভবন। সেখানে আছে ১৪ হাজার ভল্ট, একটি কৃত্রিম জলপ্রপাত ও একটি কার জাদুঘর। সমাহিত করার অনুষ্ঠানে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে না।


গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু উল্লম্ব সমাধিস্থল। সেখানে ১৪ হাজার ভল্ট ছাড়া ভবনের নিচতলার নিচে আরও আছে পাথরের তৈরি ভল্টের মতো একাধিক স্থান, রয়েছে শেষকৃত্যানুষ্ঠান করার কক্ষ, একটি শবদাহের স্থান ও একটি সমাধিস্তম্ভ। মূলত যেসব ব্যক্তির পরিবার তাঁদের স্বজনের মৃতদেহ আরও ব্যক্তিগত ও বিশেষভাবে সংরক্ষণ করে রাখতে চান, তাঁদের জন্যই এই সমাধিস্তম্ভ তৈরি করা হয়েছে।


বিশাল এলাকা নিয়ে তৈরি ১৪ তলা ভবনের এই সমাধিস্থলে একটি বাগানও আছে। এ ছাড়া ভবনের ছাদে আছে একটি ক্যাফে ও একটি কৃত্রিম জলপ্রপাত। 

Any help24


১৯৮৩ সালে এই সমাধিস্থল নির্মাণ করা হয় । এর স্থপতি পেপে আলস্টাট । তবে নির্মিত হওয়ার পর এটির পরিসর আরও বেড়েছে । এখানেই থেমে নেই, এখন সমাধিস্থলটি একটি পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। সমুদ্রতীর ও পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় অনেকেই এই দৃষ্টিনন্দন সমাধিস্থল দেখতে যান। সমাধিস্থলটির ওপর তলা থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামও দেখা যায় । এখানেই ক্যারিয়ার শুরু করা পেলে পরে ‘ফুটবল রাজা’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন।

আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে ।  

ফুটবল খেলার ইতিহাস ।

বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল সম্পর্কীত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।

জেনে নিন, দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

আরো বিভিন্ন বিষয় পড়ুন ।

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ । 

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।

বাংলা যুক্তবর্ণ

Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।

বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।

বিভিন্ন বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় আসা বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, কিছু প্রশ্ন এবং উত্তর ।

কিডনি সম্পর্কিত কিছু কথা ।