আধুনিক টিকেটের যুগে বাংলাদেশ । কি ভাবে টিকেট ক্রয় করতে হবে,স্থায়ী কার্ড পেতে কি নিবন্ধন করতে হবে,নিবন্ধন প্রক্রিয়া,ভাড়া তালিকা।

 আধুনিক টিকেটের যুগে বাংলাদেশ 


Any Help24

আগে যেই জায়গায় টিকেট কিনতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হত সেই জায়গা মেট্রোরেল নিয়ে এনেছে আধুনিক প্রযুক্তি।


টিকেট ক্রয়ঃ

মেট্রোরেলে দুই ধরনের টিকিট নিয়ে সবাই চলাচল করতে পারবেন মেট্রোরেলে। মেট্রোরেলের টিকিট হল প্রথমটি সিঙ্গেল জার্নির জন্য, এবং দ্বিতীয়টি হল এমআরটি পাস পারমানেন্ট জার্নির জন্য।


স্থায়ী কার্ড পেতে  কি নিবন্ধন করতে হবে?


জ্বি  নিবন্ধন করতে 


নিবন্ধন প্রক্রিয়াঃ

উত্তরা উত্তর এবংআগারগাঁও মেট্রোরেল স্টেশনের টিকেট কাউন্টার হতে বিকাল ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৯.০০ ঘটিকা পর্যন্ত MRT Pass ক্রয় করা যাবে। MRT Pass ক্রয়ের জন্য ডিএমটিসিএল- এর ফেইসবুক পেইজ অথবা www.dmtcl.gov.bd ওয়েবসাইটে প্রদত্ত রেজিস্ট্রেশন ফরম পূরণ করে কাউন্টারে জমা দিতে হবে এবং ৫০০/- টাকা (কার্ডের মূল্য ২০০/- টাকা এবং ব্যবহারযোগ্য টাকার পরিমান ৩০০/- টাকা) কাউন্টারে পরিশোধ করতে হবে। 


নিবন্ধন করতে যা লাগবেঃ

  • নিজের নাম
  • মাতা-পিতার নাম
  • জাতীয় পরিচয়পত্র
  • (এনআইডি) বা পাসপোর্ট নম্বর
  • মুঠোফোন নম্বর
  • ই-মেইল আইডি লাগবে।


অস্থায়ী কার্ডঃ 

এক যাত্রায়(সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধনের কোনো প্রয়োজন  নেই । স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করতে হবে । ট্রেন থেকে নামতে  কার্ড রেখে দেওয়া হবে।


স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এ ছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রীরা নিজেরাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন ।


নিম্মে ভাড়া তালিকা প্রদান করা হলঃ


বাংলাদেশ সরকার  রেল মন্ত্রনালয়  প্রথম পর্যায়ে আগামী ডিসেম্বরে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা। মাঝে মেট্রোরেলের আরও সাতটি স্টেশন রয়েছে। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া একই, ২০ টাকা।

ছাড়া প্রথম স্টেশন (উত্তরা নর্থ) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।গত মঙ্গলবার মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।


তবে পল্লবী স্টেশন হতে  মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। আর কমলাপুর স্টেশনে যেতে বাড়তি  গুনতে হবে ১০ টাকা অর্থাৎ ৭০ টাকা ভাড়া দিতে হবে।


আবার  ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ এবং কমলাপুরের ৪০ টাকা।


অন্যদিকে কমলাপুর স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ভাড়া ২০ টাকা। মাঝখানে দুটি স্টেশন—মতিঝিল ও সচিবালয়ের ভাড়াও একই। আর কমলাপুর স্টেশন থেকে শাহবাগ ও কারওয়ান বাজারের ভাড়া ৩০ টাকা, ফার্মগেট  হতে ৪০ টাকা, বিজয় সরণি এবং আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ৯০ টাকা।



আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে ।  

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা পেলে

ফুটবল খেলার ইতিহাস ।

বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল সম্পর্কীত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।

জেনে নিন, দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

আরো বিভিন্ন বিষয় পড়ুন ।

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ । 

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।

বাংলা যুক্তবর্ণ

Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।

বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।

বিভিন্ন বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় আসা বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, কিছু প্রশ্ন এবং উত্তর ।

কিডনি সম্পর্কিত কিছু কথা ।