আবারো কি অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফাইনাল ?

আবারো কি অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফাইনাল ?


Any help 24



তবে কি আজেটিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের উন্মাদনায় টান পরেছে। কাতারে অনুষিত ফিফা ২০২২ ফাইনাল মাচ নিয়ে শুরু হয়েছে নতুন বিতকের আর্জেন্টিনার বিশ্বকাপ মেনে নিতে পারছেনা, ফ্রান্সের সমর্থকরা| ফাইনালের অতিরিক্ত সময়ের মেসির করা গোলটি নিয়ে যত আপওিতাদেরা ঐ গোলের আগেই আর্জেন্টিনা ফুটবলারবরা, মাটে প্রবেশ করেছিল এমন টা দাবি ফ্রান্সদের।


এর বিপক্ষে অবশ্যই। ফ্রান্সদের এক হাতে নিয়েছে ফাইনালের রেফারি Szymon marciniak

 এমবাপ্পে গোলের সময় ফ্রান্সদের সাত ফুটবলার মাঠে প্রবেশ করেন, এমন ছবি প্রকাশে এনেছেন পোল্যান্ডের এই রেফারি তাতে অবশ্য বির্তক থেমে যায়নি। ফ্রান্সদের  করা পিটিশনের পর। এবার পিটিশন করেছেন আজেটিনার সমর্থকরাও।


ফ্রাসের করা পিটিশনে দুই লাখ মানুষ সারা দিলেও, আর্জেন্টিনা করা পিটিশনে  ইতিমধ্যেই ছয় লাখ মানুষ সারা দিয়েছে।  বিতর্ক আছে এমবাপ্পির পেনাল্টি নিয়েও আর্জেন্টিনা  ডিফেন্ডার মনটিএল হাতে লাগার  তিন সেকেন্ড আগেও বল লেগেছিল, ফ্রাসের ডিফন্ডার উপমেকানোর হাতে। সেটি রেফারির দৃষ্টিতে পরলে, টাইব্রেকারের আগেই জয় পেত আর্জেন্টিনা।


তাহলে সময়ের অপেক্ষায় থাকা যাক কি হয় সামনে...........


আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে ।  

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা পেলে

ফুটবল খেলার ইতিহাস ।

বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল সম্পর্কীত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।

জেনে নিন, দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

আরো বিভিন্ন বিষয় পড়ুন ।

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ । 

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।

বাংলা যুক্তবর্ণ

Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।

বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।

বিভিন্ন বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় আসা বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, কিছু প্রশ্ন এবং উত্তর ।

কিডনি সম্পর্কিত কিছু কথা ।