বদহজম কি ?
এটি খুবই পরিচিত সমস্যা। পরিপাকতন্ত্রের নিম্মের অসুবিধা সূমহ দেথা দিলে আমরা সহজ ভাষায় তাকে বদহজম বলি।
বদহজমের লক্ষণঃ
পেটের উপরের দিকে ব্যাথা,যার খাবারের সাথে সর্ম্পক থাকতে পারে আবার নাও থাকতে পারে।
* বুকজ্বালা এবং মুথে পানি আসা।
*পেট ফুলে যাওয়া এবং পেটে ভুটভাট আওয়াজ হওয়া।
*ঘন ঘন বায়ু নির্গত হওয়া ইত্যাদি।
বদহজমের কারণঃ
বিভিন্ন কারণে বদহজম হতে পারে। তার মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে ---
# পেপটিক আলসার
#খাদ্যনালীর প্রদাহ
#পিওথলির প্রদাহ
#অগ্নাশয়ে প্রদাহ
#কোলনের প্রদাহ
#লিভারের রোগ
#ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া
# খাদ্যে বিষক্রিয়া
# দুঃশ্চিন্তা ইত্যাদি।
বদহজমের উপদেশঃ
* অতিরিক্ত খাদ্য গ্রহণ বা চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।
* গ্যাস তৈরী করে যে সকল শব্জি,যথাঃ ফুলকপি,সীম,বাধাকপি,পেয়াজ,মরিচ,আলো খাওয়া পরিহার করতে হবে।
*অতিরিক্ত মসলা জাতীয় খাবার পরিহার করতে হবে।
বদহজমের চিকিৎসাঃ
সাধারন রোগীর রোগের ইতিহাস জেনে ৫/৭ দিনের চিকিৎসা দেওয়া উচিত।
- Syr. Antacid - FlatamealDS / Entacyd /Avlocid / oxecone-S ৩/৪ চামচ করে খাবারের আধা ঘন্টা পর দিনে ৩/৪ বার।
- Tab. Hyoscine butyl Bromide / Oxyphenonium / Veralgin / Cyclopan ১টি করে দিনে ৩ বার।
- Tab. Domperidone 50mg :Omidon / Don-A ১টি করে ৩ বার খাবারে পূবে দেয়া যায়।
- Omeprazol / Esmpoprazol -20mg / Maxpro / Esoral / Seclo / Losectil দৈনিক ১ বার বা ২ বার ১ টি করে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।