হাঁপানি কি ?
হাঁপানি একটি শ্বাসনালীর প্রদাহজনিত রোগ ! এ রোগ দীর্ঘমেয়াদি। শ্বাসতন্ত্রে প্রদাহ হলে শ্বাসনালি ফুলে যায়। এরপর ধীরে ধীরে শ্বাসকষ্ট, কাশি, বুকের মধ্যে শোঁ শোঁ শব্দ, বুকে চাপ ইত্যাদি উপসর্গ দেখা দিতে থাকে। এসবের সমন্বিত রোগটির নামই হলো হাঁপানি।
হাঁপানী বা এ্যাজমা এর কারনঃ
হাঁপানী আক্রান্ত মানুষের শ্বাসনালীতে সব সময়ই কিছু প্রদাহ থাকতে পারে। যেমন : ধুলা বালু ,পাখির পালক, জীব-জন্তুর পশম, ছত্রাক ইত্যাদি।ফ্রিজের ঠান্ডা পানি, আইসক্রিম বা অন্যান্য ঠান্ডা পদার্থও হতে পারে হাঁপানি। হাঁপানির হাত থেকে সুস্থ থাকার উপায় হলো, যে জিনিসে অ্যালার্জি তা যথাসম্ভব এড়িয়ে চলা।
হাঁপানী বা এ্যাজমা লক্ষণঃ
শ্বাসকষ্ট ।
বুক ভার হয়ে থাকে।
শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো আওয়াজ হয়।
ধুলাবালি বা ঠান্ডা লেগে শ্বাসকষ্ট ।
সর্দি লাগার পর শ্বাসকষ্ট ।
শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো সাঁই সাঁই শব্দ।
উপসর্গঃ
* শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট ।
* বুকের ভেতর বাঁশির মতো সাঁই সাঁই শব্দ হবে ।
* বুক ভার হয়ে থাকা ।
* দম বন্ধ ভাব ।
* কাশি ও সর্দিতে শ্বাস নিতে কষ্ট হবে ।
হাঁপানী বা এ্যাজমা প্রতিকারঃ
১.মুক্ত বাতাসের থাকার চেষ্টা করতে হবে।
২.ধুমপান বর্জন করতে হবে।
৩. ঠান্ডা পানি বা ধুলাবালি থেকে বিরত থাকতে হবে।
৪.কাপড় পরিষ্কার করা।
৫.বিছানা পএ পরিষ্কার করা।
পরিক্ষা-নিরীক্ষাঃ
রক্ত পরিক্ষা
চেস্ট এক্স-রে (বুকের)
ই-সি-জি
স্কিন টেস্ট
হাঁপানী বা এ্যাজমা চিকিৎসাঃ
শিশুদের জন্যঃ
১.সালবিউটামল সিরাপ
২.কিটোটিফেন সিরাপ
৩.এমাইনোফাইলিন সিরাপ
৪.থিওফাইনলন সিরাপ
বয়স্কদের জন্যঃ
* মন্টেলুকাস টেবলেট
* সালবিউটামল টেবলেট
* কিটোটিফেন টেবলেট
* এমাইনোফাইলিন টেবলেট
* থিওফাইলিন টেবলেট
* মারাত্মক হলে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করতে হয়।
৪. ইনহেলারঃ
✔ বর্তমানে ইনহেলার জাতীয় ঔষধ ব্যবহারের জন্য উৎসাহ দেওয়া হয়।
✔ নেবুলাইজেশন
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।