খুজলি-পাঁচড়া কি ? এর কারণ , লক্ষণ,চিহ্ন, জটিলতা, প্রতিরোধ, এবং চিকিৎসা

খুজলি-পাঁচড়া (Scabies) কি ?

Scabies


খুজলি-পাঁচড়া... (Scabies) হলো একটি সংক্রামক রোগ। ইহা সাধারনত শরীরের হাতের দুই আঙ্গুলের মাঝে

নিতম্বে, যৌনাঙ্গে, জয়েন্টের ভাজে এবং পরে সমস্ত শরীরে দেখা যায়। এই রোগে রাতে চুলকানী বেশী হয়।

খুজলি-পাঁচড়া এর কারণঃ


. আক্রান্তব্যক্তির সরাসরি সংস্পর্শ

. উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার অভাব

. দনন্দিন কাজে অপরিস্কার পানির ব্যবহার নদী/পুকুরের দুষিত পানি ব্যবহার

. অস্বাস্থ্যকর পারিপার্শ্বিক অবস্থা

. ব্যক্তিগত পরিস্কার পরিছন্নতার অভাব (নিয়মিত গোসল না করলে/ নোংরা কাপড় ব্যবহার করলে)

. আক্রান্তব্যক্তির কাপড় ব্যবহার।


খুজলি-পাঁচড়া এর লক্ষণ/চিহ্নঃ

. চুলকানী (Itching) রাতে বেশী হবে

. চুলকানীর পর ব্যথা অনুভব হবে।

. শরীরের বিভিন্ন ভাজে বেশি দেখা যাবে।


চিহ্নঃ

. হাতে শরীরে ফুসকুড়ি দেখা যায়

. চুলকানীর দাগ পাওয়া যায়

. চুলকানী গুলো পুঁজ যুক্ত হয়


চিকিৎসাঃ

. ইহা একটি পারিবারিক রোগ। সবাইকে একসাথে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে।

. ২৫% বেনজাইল বেনজয়েট মিশ্রণ পর পর তিন দিন ব্যবহার করতে হবে

. তিনদিন পর ব্যবহার্য্য কাপড়, কাথা, বালিশ গরম পানি দিয়ে ধুতে হবে

. সংক্রমণ হলে এন্টিবায়োটিক দিতে হবে। e.g; penicillin,Co-trimoxazole,Amoxicillin, Cefradin

. তীব্র চুলকানী ব্যথা হলে এন্টিহিসটামিন ব্যাথা নাশক ঔষধ প্যারাসিটামল দিতে হবে।

. নিমপাতা ব্যবহারেও উপকার পাওয়া যায়

. পরিবারের সকলের চিকিৎসা এক সঙ্গে করতে হবে।


প্রতিরোধঃ

. খুজঁলি একটি পারিবারিক রোগ, তাই পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে এবং সচেতন হতে হবে।

. খুজঁলির বেলায় রোগীকে অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে।

. পরিবারের সব সদস্যদের জামা কাপড়, বিছানার চাদর, গামছা এবং তোয়ালে সোডা বা সাবান লাগিয়ে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।

. প্রতিদিন গোসল করিয়ে রোগীকে পরিস্কার রাখতে হবে

. নিয়মিত পরিধানের কাপড় পরিবর্তন করতে হবে

. বিছানার চাদর, বালিশের খোল মাঝে মাঝে পরিস্কার করতে হবে

. নখ কাটতে হবে পরিস্কার করতে হবে


জটিলতাঃ

. একিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস

. নেফ্রোটিক সিনড্রোম


আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে 

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর 

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন 

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী  এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?

রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার 

রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণচিহ্নচিকিৎসা এবং উপদেশ ?

কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা

কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ 

 

NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন