জি-20 সম্মেলন। এপেক সম্মেলন ।

 জি-20 সম্মেলন

anyhelp24


গত 15-16 নভেম্বর েইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের 20টি বৃহৎ অর্থনীতির দেশের জোট‘ জি-20” এর 17 তম সম্মেলন।


✅ সম্মেলন শুরুর একদিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পরে  ফ্রান্সের প্রেসিডেন্ট েইমানুয়েল মাখোঁর সঙ্গে ও বৈঠক করেন শি জিনপিং।


✅ সম্মেলনে যুক্তরাষ্ট ও তার মিত্ররা  ইউক্রেনের আক্রমণ নিয়ে আলোচনা করেন এবং রাশিয়ার প্রতি নিন্দ্রা জানায়।তবে প্রস্তাবে রাশিয়ার ভাষা ব্যবহার করে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার তরফ থেকে একটি বিশেষ সাময়িক অভিযান- এমনটাই বর্ণনা দেওয়া হয়।

✅ 2022 সালের 1 ডিসেম্বার ভারত জি-20 জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।




এপেক সম্মেলন




থাইল্যান্ডে  গত 18-19 নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো- অপারেশন (এপেক) সম্মেলন। এতে অংশ নেন অষ্ট্রেলিয়া, কানাডা ও চীনসহ এপেকের 21 সদস্য রাষ্ট্রের নেতারা।

🌎 সম্মেলনে মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে ভােইস প্রেসিডেন্ট কমলা হারিস ও রুশ প্রেসিডেন্ট          ভ্লাদিমির পুতিন এর প্রতিনিধি হিসেবে উপ প্রদান মন্ত্রী আন্দ্রেই বেলোউসভ যোগদেন।

🌎এবারই প্রথম  সম্মেলেনে আমন্ত্রিত ইউরোপীয় প্রেসিডেন্ট হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল             ম্যাখোঁ আংশ নেন।

🌎1989 সালে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে এপেক গঠন করা হয়। এটি বিশ্বের       60% শতাংশ অর্থনীতি ও অর্ধেক বাণিজ্যের প্রতিনিধিত্ব করে।

🌄আগামী 2023 সালের সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে।





পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান