কান পাকা
কানে সংক্রমণ হলে কান থেকে পুজঁ বা পানি জাতীয় পদার্থ নির্গত হলে সাধারণত আমরা কান পাকা বলে
থাকি। শিশুদের এটি একটি সাধারন রোগ। তবে শিশু থেকে শুরু করে সব বয়সের লোকেরা এ রোগে ভুগতে
পারে। শহরাঞ্চলে এ রোগের প্রকোপ কম। বিশেষ করে গ্রামাঞ্চলে ও নদীর তীরে বসবাসকারী শিশুদের মধ্যে
এ রোগ বেশি দেখা যায়।
কান পাকা রোগের কারণঃ
১.উর্দ্বশ্বাস নালীর সংক্রমণ
২.গোসলের সময় যদি দূষিত পানি কানের ভিতর ঢুকে
৩.রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকাতে শিশুরা সহজে রোগাক্রাস্তহয়ে পড়ে।
৪.কোন শক্ত ধরনের জীবাণু দূষন জিনিস দিয়ে কান চুলকানোর অভ্যাস। যেমন, কাঠি,সেপটিপিন, পাখির পালক।
৫.অনেক সময় বাচ্চাকে শোয়ানো অবস্থায় অসাবধানতার সহিত বুকের দুধ খাওয়ালে বা‛চার কানের ভিতর বুকের দুধ ঢুকে যেতে পারে।
৬.শিশুদের দাঁত উঠার সময় কানে প্রদাহ
৭.শিশুদের সংক্রামক ব্যাধি যেমন, হাম, জলবসন্ত, ইনফ্লুয়েঞ্জা
৮.টনসিলের ও এডিনয়েডের দীর্ঘস্থায়ী প্রদাহের কারনে কান পাকা রোগ হয়।
৯.বয়স্কদের কান পাকা রোগ বেশির ভাগ ক্ষেত্রে ক্সশশবের দীর্ঘস্থায়ী কানের প্রদাহের কারণে হয়ে থাকে।
কান পাকা রোগের লক্ষণ ও চিহ্নঃ
১. কান দিয়ে পুঁজ বা পানি নির্গত হয়।
২. দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হয়।
৩. কান ভার ভার ও তালি লাগতে পারে।
৪. শরীরের তাপমাত্রা বাড়তে পারে।
৫. সংক্রমণ থাকলে কানে শুনতে অসুবিধা বোধ করতে পারে।
৬. কানে ব্যথা, কানের আশে পাশে গ্রন্থি ফুলে যেতে পারে।
৭. মাঝে মাঝে জ্বর হতে পারে।
কান পাকা রোগের ঔষধের নাম
চিকিৎসাঃ
১. এন্টিবায়োটিক কানের নিঃসরনের অবস্থা অনুযায়ী ।
২. কানের ভিতরে স্থানীয় ভাবে ফোঁটা জাতীয় এন্টিবায়োটিক ঔষধ ব্যবহৃত হয়।
কান পাকা রোগের প্রতিরোধঃ
১. কোন অবস্থায় কানে যাতে পানি না ঢুকে।
২. ময়লা কাঠি বা আঙ্গুল দিয়ে কান না খুচানো
৩. কটন বাড -এ নরম কাপড় পেচিয়ে কানে ব্যবহার করতে হবে।
৪. ময়লা পানিতে ডুব দিয়ে গোসল করা যাবে না ।
৫. শিশুদেরকে বসিয়ে তরল খাদ্য খাওয়াতে হবে।
৬. শিশুদেরকে ঠান্ডা লাগানো যাবে না।
৭. যে কোন জটিলতা দেখা দিলে হাসপাতালে রেফার করতে হবে।
কান পাকা রোগের জটিলতা ঃ
১. বধিরতা- শ্রবন শক্তি হারালে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ।
২. কানের আশে পাশে ফোঁড়া
৩. মুখের এক পাশ অবশ হয়ে যাওয়া
৪. অন্ত:কর্নের প্রদাহ
৫. মস্তিষ্কে ফোঁড়া
৬. চলাফেরার অসুবিধা বা ভারসাম্য হারিয়ে ফেলা।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।