বাংলাদেশের প্রথম |
১ । বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উ = তাজউদ্দিন আহমেদ ।
২ । বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী কে ছিলেন ?
উ = আ.স.ম আব্দুর রব ।
৩। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
উ = বিচারপতি সুলতান হোসেন খান ।
৪ । বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উ = শেখ মুজিবুর রহমান ।
৫ । বাংলাদেশের জনগণের প্রত্যক্ষভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উ = জিয়াউর রহমান ।
৬। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উ = সৈয়দ নজরুল ইসলাম ।
৭ । বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
উ = খন্দকার মোস্তাক আহম্মেদ ।
৮ । বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
উ = এ.এইচ.এম কামরুজ্জামান ।
৯। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
উ = ক্যাপ্টেন মনসুর আলী ।
১০ । বাংলাদেশের গনপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন ?
উ = শাহ আব্দুল হামিদ ।
১১ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন ?
উ = মোহাম্মদ উল্লাহ ।
১২ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন ?
উ = মোঃ বেলায়েত উল্লাহ ।
১৩ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন ?
উ = শেখ মুজিবর রহমান ।
১৪ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা কে ছিলেন ?
উ = আসাদুজ্জামান খান ।
১৫ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম চীফ হুইপ কে ছিলেন ?
উ = শাহ মোয়াজ্জেম হোসাইন ।
১৬ । বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উ = এ.এস.এম সায়েম ।
১৭ । বাংলাদেশের প্রথম এ্যাটর্নি জেনারেল কে ছিলেন ?
উ = এম.এইচ.খন্দকার ।
১৮ । বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন ?
উ = বিচারপতি মোহাম্মদ ইদ্রিস ।
১৯ । বাংলাদেশের প্রথম আই.জি.পি কে ছিলেন ?
উ = এম.এ খালেক ।
২০ । বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন ?
উ = এ.এন হামিদুল্লাহ ।
২১ । বাংলাদেশের প্রথম কর ন্যায়পাল কে ছিলেন ?
উ = খায়রুজ্জামান চৈাধুরী ।
২২ । বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে ছিলেন ?
উ = শরবিন্দু শেখর চাকমা ।
২৩ । ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
উ = ব্যরিস্টার আবুল হাসনাত ।
২৪ । ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন ?
উ = মোহাম্মদ হানিফ ।
২৫ । ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
উ = ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট মি.স্কিনার ।
২৬ । ঢাকা পৌরসভার প্রথম দেশীয় চেয়ারম্যান কে ছিলেন ?
উ = খাজা মোহাম্মদ আজগর ।
২৭ । ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন ?
উ = রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ।
২৮ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভি.সি কে ছিলেন ?
উ = স্যার পি.জে. হার্টস ।
২৯ । ঢাকা বিশ্ববিদ্যালয় উপমহাদেশের প্রথম ভি.সি কে ছিলেন ?
উ = স্যার .এফ.রহমান ।
৩০ । বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?
উ = সাহাবুদ্দীন আহম্মেদ ।
উপরের টপিক বিত্তিক কিছু বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো আশা করি সঠিক উত্তর কমেন্ট এ জানাবেন ।
প্র্রশ্ন : বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী কে ছিলেন ?
(ক) আনিসুল হক । (খ) সাঈম খোকন
(গ) আ.স.ম আব্দুর রব । (ঘ) মোহাম্মদ উল্লাহ ।
প্র্রশ্ন : বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
(ক) সাঈম খোকন (খ) আ.স.ম আব্দুর রব ।
(গ ) মোস্তফা কামাল (ঘ) বিচারপতি সুলতান হোসেন খান ।
প্র্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন ?
(ক ) এ.এন হামিদুল্লাহ । (খ) আ.স.ম আব্দুর রব ।
(গ) আনিসুল হক । ( ঘ ) মুহাম্মদ হাবিবুর রহমান ।
প্র্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন ?
(ক ) বিচারপতি সুলতান হোসেন খান । (খ) সাঈম খোকন
(গ) মোঃ বেলায়েত উল্লাহ । ( ঘ ) মুহাম্মদ হাবিবুর রহমান ।
প্র্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন ?
(ক ) বিচারপতি সুলতান হোসেন খান । (খ) শেখ মুজিবুর রহমান ।
(গ) আনিসুল হক । (ঘ) মোহাম্মদ উল্লাহ ।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন/উত্তর
বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ
বাংলা ব্যাকরণ. ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন/উত্তর
বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?