বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও ভবন ।

 হোসেনি দালান ( Hoseni Dalan ) 

হোসেনি দালান ( Hoseni Dalan )
হোসেনি দালান

হোসেনি দালান বা ইমাম বাড়া ঢাকা শহরের বকশিবাজার   এলাকার একটি শিয়া   উপাসনালয় ।মুঘল সম্রাট     শাহজাহানের আমলে এটি নির্মিত হয় । হিজরি ১০৫২     সনে   সৈয়দ মীর মুরাদ এটি নির্মান করেন । 


লালবাগের কেল্লা (  Lalbag Fort ) 

লালবাগের কেল্লা (  Lalbag Fort )
লালবাগের কেল্লা

লালবাগের কেল্লা মুঘল আমলের ঐতিহাসিক নির্দশন । 
এটি পুরানো ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ । এই কেল্লার পূর্ব নাম ছিলো আওরঙ্গবাদ দূর্ঘ। 
সম্রাট  আওরঙ্গজেবের তৃতীয় পূত্র শাহজাদা মোহাম্মদ আযন শাহ্ ১৬৭৮ খ্রিস্টাব্দে  এর নির্মান কাজ অব্যাহত থাকে ।
 তবে তার কন্যা পরিবিবির প্রকৃত নাম ইরান দুখত এর মৃত্যুর ১৬৮৪  খ্রিস্টাব্দেে এর নির্মাণ কাজ  বন্ধ করে েদেন। 
কেল্লা এলাকাতে  পরিবিবির সমাধি অবস্থিত কেল্লার  ‍উত্তর-পশ্চিমাংশে  বিখ্যাত শাহী মসজিদ অবস্থিত ।

লালবাগের  কেল্লা: ঢাকার লালবাগে

লালকেল্লা  : ভারতের দিল্লিতে অবস্থিত  


বড় কাটরা ( Bara Katra )

বড় কাটরা ( Bara Katra )
 বড় কাটরা


 বড় কাটরা ......................
বড় কাটরা ঢাকার চক বাজারে অবস্থিত মুঘল আমলের নিদর্শন।
সমরাট শাহজাহানের  পুত্র শাহসুজার নির্দেশে আবুল কাশেম ১৬৪১ খ্রিস্টাব্দে বুড়িগঙ্গা নদীর তীরে এই  ইমারতটি নির্মান  করা হয় । এতে প্রথমে শাহসুজা বসবাসের কথা থাকলেও পরবর্তীতে এটি মুসাফিরখানা হিসাবে ব্যবহৃত  হয়।
ছোট কাটরা choto katra চোট কাটরা ঢাকার  চকবাজারে অবস্থিত শায়েস্তা তার আমলে  তৈরী িএকটি ইমারত ।তিনি িএটি সরাই খানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য নির্মাণ করেন।১৬৬৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৬৭১ সালে এর নির্মাণ কাজ  শেষ হয়।

উত্তরা গণভবন (Uttara Ganobhaban )

উত্তরা গণভবন (Uttara Ganobhaban )
উত্তরা গণভবন


উত্তরা গণভবন দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত এককালে দিঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান ।
এটি বর্তমানে বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়। ১৭৪৩ সালে রাজা দয়ারাম রায়  এটি নির্মাণ করেন।১৮৯৭ সালে  প্রলয়ংকারী ভুমিকম্পে রাজপ্রসাদটি ধ্বংসস্তুপে পরিণত হয়। পরে রাজা প্রমদা নাথ  রায় এটি পুনঃ নির্মাণ করেন। ১৯৬৭ সালে তৎকালীন গভর্নর মোনায়েম খান একে গভর্নরের বাসভবন হিসাবে উদ্বোধন করেন । ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান এই রাজবাড়ীর  নামকরন করেন উত্তরা গণভবণ।  


আহসান মঞ্জিল ( Ahsan Manzil ) 

আহসান মঞ্জিল ( Ahsan Manzil )
আহসান মঞ্জিল

আহসান মঞ্জিল পুরোনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবাস্থীত । এটি পূর্বে ছিলো ঢাকার নবাব দের প্রাসাদ । এর প্রতিষ্ঠাতা নবাব আবুল গণি । তিনি তার পুত্র খাজা আহসানউল্লাহর নামানুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল । এর নিমার্ণ কাল হলো ১৮৫৯ - ১৮৭২ সাল ।  ১৮৯৭ সালে ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিল এর ব্যাপক ক্ষতি হয় । পরবর্তীকালে  নবাব আহসানউল্লাহ তা পুনরাই নির্মাণ করেন  । ১৯০৬ সালেে এখানে অনুষ্ঠিত এক সভায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হয় । ১৯৯২ সালে  আহসান মঞ্জিলকে আহসান মঞ্জিল জাদুঘর রুপে রূপান্তর করা হয় । 

ঢাকা কেন্দ্রীয় কারাগার (  Dhaka Central Jail ) 

 
ঢাকা কেন্দ্রীয় কারাগার (  Dhaka Central Jail )
ঢাকা কেন্দ্রীয় কারাগার  

ঢাকা কেন্দ্রীয় কারাগার ঢাকা শহরের প্রধান কারাগার । এটি ঢাকার চারখারপুল এলাকায় অবস্থিত । মূঘল আমলে এখানে একটি দূর্গ ছিল । বিটিশ শাসনামলে তা কারাগারে রূপারন্তর করা হয় । ১৯৭৫ সালে ৩ নভেম্বর এই কারাগারে আটক চার জাতীয় নেতাকে হত্যা করা হয় । এজন্য ৩ নভেম্বর ‘জেলহত্যা দিবস‘ হিসেবে পালন  করা হয় । জেলখানায় যে চার জন নেতাকে হত্যা করা হয় তাঁরা হলেন - সৈয়দ নজরুল  ইসলাম , তাজউদ্দিন আহম্মেদ , এ  এইচ  এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ।   




আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।

বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন/উত্তর

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ

বাংলা ব্যাকরণ. ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন/উত্তর

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?