USB এর ইতিহাস।

 মোবাইলে চার্জ দেওয়া থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য স্টোরেজ ডিভাইসে ডাটা আদান-প্রদান, প্রিন্টারের সঙ্গে কম্পিউটার কানেক্ট করা ইত্যাদি, ডাটা  আদান-প্রদান সম্পর্কিত কাজ গুলি আজকাল USB-র মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু এই USB আসলে কি  এর পূর্ণরূপ কি, তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেনা।  USB কাকে বলে, USB এর ফুল ফর্ম, USB-র ইতিহাস ও USB সংক্রন্ত বেসিক তথ্য গুলি আমরা জানবো।



USB এর পূর্ণরূপ কি?

USB এর পূর্ণরূপ হলো Universal Serial Bus। বাংলায়, ইউএসবির পূর্ণরূপ হলো: ইউনিভার্সাল সিরিয়েল বাস


USB কাকে বলে?

USB একটি Industry Standard তার যা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এবং অন্যান ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তথ্য  সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়।

বিভিন্ন ধরণের USB টাইপ:- USB সকেটের ওপর নির্ভর করে একে অনেক গুলি টাইপে ভাগ করা যায় যেমন- Type A, Type B, Mini A, Mini B, Mini AB, Micro A, Micro B, Micro AB, Type C ইত্যাদি।

USB এর ইতিহাস

 Microsoft,Compaq, IBM,DEC, Intel, NEC ও Nortel  সাতটি কোম্পানি মিলে ১৯৯৪ সালে দুটি ডিভাইসের মধ্যে তথ্য  সরবরাহ করার জন্য একটি সর্বজনীন ডাটা ক্যাবল তৈরী করার লক্ষ নিয়ে USB-র বিকাশ শুরু করেছিল। Intel কোম্পানির তরফ থেকে ১৯৯৫ সালে অজয় ভ্যাট ও তার দল সর্বপ্রথম USB তৈরী করেছেন। তারপর থেকে USB-তে নিম্নলিখিত সংস্করণ গুলি আসে-

USB 1.0 সর্ব প্রথম এই USB ভার্সানট বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ভার্সানটি ১৯৯৬ সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়ে ছিল, এর সর্বনিম্ন তথ্য আদান প্রদান করার গতি ছিল 1.5 Mbit/s ও সর্বোচ্চ গতি ছিল 12 Mbit/s।
USB 2.0 এই ভার্সানটি ২০০০ সালের এপ্রিল মাসে লঞ্চ করা হয়ে ছিল, এর সর্বোচ্চ তথ্য আদান প্রদান করার গতি ছিল 480 Mbit/s।
USB 3.0 এই ভার্সানটি ২০০৮ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়ে ছিল, এর সর্বোচ্চ তথ্য আদান প্রদান করার গতি ছিল 5Gbit/s।        


এগুলো ছাড়াও USB-তে আরো অনেক ছোট-খাটো সংস্করণ রয়েছে, যেমন- USB 3.1, USB 3.2 ইত্যাদি।

USB এর সুবিধা




গতি অন্যান মাধ্যমের থেকে কয়েক গুন বেশি গতিতে আমার ডাটা আদান প্রদান করতে পারি, এটি 1.5Mbit/s গতি থেকে শুরু করে 10Gbit/s এর গতিতে ডাটা আদান প্রদান করতে পারে।
নির্ভরযোগ্যতা ইউএসবি প্রোটোকলের মাধ্যমে ডেটা আদনা-প্রদান করার সময় ত্রুটির সম্ভবনা খুবিই কম থাকে।
কম শক্তি খরচ বেশিরভাগ USB ডিভাইস 5V বিদ্যুৎ সরবরাহের ওপরেই কাজ করে থাকে।
USB পোর্টের সংখ্যা ব্যক্তিগত কম্পিউটারগুলিতে সাধারণত ৩ থেকে ৪ টি USB পোর্ট থাকে তবে প্রয়োজন অনুসারে এই পোর্ট গুলির সংখ্যা খুব সহজেই বাড়ানো যায়।
অন্যান্য USB পোর্টের বিশেষ ডিজাইনের জন্য এটি ব্যবহার করা খুবই সহজ।

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।