মোবাইলে চার্জ দেওয়া থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য স্টোরেজ ডিভাইসে ডাটা আদান-প্রদান, প্রিন্টারের সঙ্গে কম্পিউটার কানেক্ট করা ইত্যাদি, ডাটা আদান-প্রদান সম্পর্কিত কাজ গুলি আজকাল USB-র মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু এই USB আসলে কি এর পূর্ণরূপ কি, তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেনা। USB কাকে বলে, USB এর ফুল ফর্ম, USB-র ইতিহাস ও USB সংক্রন্ত বেসিক তথ্য গুলি আমরা জানবো।
USB এর পূর্ণরূপ কি?
USB এর পূর্ণরূপ হলো Universal Serial Bus। বাংলায়, ইউএসবির পূর্ণরূপ হলো: ইউনিভার্সাল সিরিয়েল বাস।
USB কাকে বলে?
USB একটি Industry Standard তার যা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এবং অন্যান ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তথ্য সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন ধরণের USB টাইপ:- USB সকেটের ওপর নির্ভর করে একে অনেক গুলি টাইপে ভাগ করা যায় যেমন- Type A, Type B, Mini A, Mini B, Mini AB, Micro A, Micro B, Micro AB, Type C ইত্যাদি।
USB এর ইতিহাস
Microsoft,Compaq, IBM,DEC, Intel, NEC ও Nortel সাতটি কোম্পানি মিলে ১৯৯৪ সালে দুটি ডিভাইসের মধ্যে তথ্য সরবরাহ করার জন্য একটি সর্বজনীন ডাটা ক্যাবল তৈরী করার লক্ষ নিয়ে USB-র বিকাশ শুরু করেছিল। Intel কোম্পানির তরফ থেকে ১৯৯৫ সালে অজয় ভ্যাট ও তার দল সর্বপ্রথম USB তৈরী করেছেন। তারপর থেকে USB-তে নিম্নলিখিত সংস্করণ গুলি আসে-
USB 1.0 | সর্ব প্রথম এই USB ভার্সানট বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ভার্সানটি ১৯৯৬ সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়ে ছিল, এর সর্বনিম্ন তথ্য আদান প্রদান করার গতি ছিল 1.5 Mbit/s ও সর্বোচ্চ গতি ছিল 12 Mbit/s। |
USB 2.0 | এই ভার্সানটি ২০০০ সালের এপ্রিল মাসে লঞ্চ করা হয়ে ছিল, এর সর্বোচ্চ তথ্য আদান প্রদান করার গতি ছিল 480 Mbit/s। |
USB 3.0 | এই ভার্সানটি ২০০৮ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়ে ছিল, এর সর্বোচ্চ তথ্য আদান প্রদান করার গতি ছিল 5Gbit/s। |
USB এর সুবিধা
গতি | অন্যান মাধ্যমের থেকে কয়েক গুন বেশি গতিতে আমার ডাটা আদান প্রদান করতে পারি, এটি 1.5Mbit/s গতি থেকে শুরু করে 10Gbit/s এর গতিতে ডাটা আদান প্রদান করতে পারে। |
নির্ভরযোগ্যতা | ইউএসবি প্রোটোকলের মাধ্যমে ডেটা আদনা-প্রদান করার সময় ত্রুটির সম্ভবনা খুবিই কম থাকে। |
কম শক্তি খরচ | বেশিরভাগ USB ডিভাইস 5V বিদ্যুৎ সরবরাহের ওপরেই কাজ করে থাকে। |
USB পোর্টের সংখ্যা | ব্যক্তিগত কম্পিউটারগুলিতে সাধারণত ৩ থেকে ৪ টি USB পোর্ট থাকে তবে প্রয়োজন অনুসারে এই পোর্ট গুলির সংখ্যা খুব সহজেই বাড়ানো যায়। |
অন্যান্য | USB পোর্টের বিশেষ ডিজাইনের জন্য এটি ব্যবহার করা খুবই সহজ। |