১। আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?
২। আন্তর্জাতিক ফুটবল মাঠের মাপ কত?
৩। কত সালে ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ হয়?
৪। প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
৫। ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে?
৬. ফিফার(ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ,অ্যাসোসিয়েশন ফুটবল) অবস্থিত কার্যালয় কোথায় ?
৭। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৩০ সালে।
৮। ১৯৩০ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত কয়টি দল বিশ্বকাপ জিতেছে?
👇
উত্তর: ৮টি
৯। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
উত্তর: ৪ বছর পরপর।
১০। কোন দেশ সর্বোচ্চবার বিশ্বকাপ জিতেছে?
উত্তর: ব্রাজিল।
১১। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি কে করেছেন?
(ক) কাকা (খ) লুসিয়ান লরেন্ট
(গ) মেসি (ঘ) বার্ট প্যাটেনউড
👇
উত্তর: লুসিয়ান লরেন্ট
১২। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশটি?
👇
উত্তর: উরুগুয়ে।
১৩। প্রথম বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
১৪। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে?
১৫। বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে কয়টি দল?
১৬। বিশ্বকাপ ফুটবলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দল গুলোর নাম কি ?
১৭। বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার ফাইনাল খেলা দেশ কোনটি?
উত্তর: জার্মানি।
১৮. প্রথম বিশ্বকাপের হ্যাটট্রিক করেন কোন ফুটবলার?
উত্তর: বার্ট প্যাটেনউড
১৯। ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন কোন ফুটবলার?
(ক) মেসি (খ) মিরোস্লাভ ক্লোস
(গ) কাকা (ঘ) নেইমার
👇
উত্তর: মিরোস্লাভ ক্লোস।
২০। প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কবে খেলা হয়েছিল?
উত্তর : ১৮৭২
২১। তিনটি দেশ দু’বার বিশ্বকাপ জিতেছে। দেশগুলোর নাম কি?
👇
উত্তর: আর্জেন্টিনা , ফ্রান্স এবং উরুগুয়ে
২২। বিশ্বকাপের বেশিরভাগ গোলের রেকর্ড অধিকারী খেলোয়াড় রোনালদো কোন দেশের অধিবাসী?
২৩। বিশ্বকাপ ফুটলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি কার?
(ক) কাকা (খ) রোনালদো
(গ) মেসি (ঘ) বার্ট প্যাটেনউড
👇
উত্তর: রোনালদো
২৪। মেসি তার বার্সা ক্যারিয়ারের শুরুতে ৩০ নং পরেছিলেন এবং এখন তিনি ১০ নম্বরে। পি,এস,ডি ক্লাবের হয়ে তিনি আর কত নাম্বার পরেছিলেন?
২৫। তিনবার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া একমাত্র খেলোয়াড় কে?
(ক) মেসি (খ) মিরোস্লাভ ক্লোস
(গ) কাকা (ঘ) পেলে
👇
উত্তর: পেলে
২৬। লিওনেল মেসি কতটি ব্যালন ডি’অর পুরষ্কার জিতেছেন?
উত্তর: ৬টি।
২৭। বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বাধিক হ্যাটট্রিক কে করেছেন?
(ক)লিওনেল মেসি (খ) মিরোস্লাভ ক্লোস
(গ) কাকা (ঘ) নেইমার
👇
উত্তর: লিওনেল মেসি।
২৮। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের শীর্ষ গোলদাতা কে?
(ক) লিওনেল মেসি (খ) ক্রিস্টিয়ানো রোনালদো
(গ) কাকা (ঘ) নেইমার
👇
উত্তর: ক্রিস্টিয়ানো রোনালদো।
২৯। ২৬০ গোলের সাথে, প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষতম স্কোরার কে?
(ক) লিওনেল মেসি (খ) ক্রিস্টিয়ানো রোনালদো
(গ) কাকা (ঘ) অ্যালান শিয়ের
👇
উত্তর: অ্যালান শিয়ের।
৩০। লিগ মৌসুমে এফসি বার্সেলোনা কতটি গোল করেছে?
আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে (💓💓💓💓💓)
পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।
জেনে নিন, দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান,
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ ।
বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।
Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।
বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।