AnyHelp24 |
প্রশ্ন* পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।প্রশ্ন* পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।প্রশ্ন* পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ৭২ ফুটের চার লেনের সড়ক।প্রশ্ন* কত তারিখে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানে হয়?
উত্তর: ১০/১২/২০২০ ইং রোজ বৃহস্পতিবার।প্রশ্ন* কয়টার সময় পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়?
উত্তর: দুপুর ১২ টা ২ মিনিটের সময়।প্রশ্ন* কোন কোন পিলারে উপর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়?
উত্তর: ১২ ও ১৩ নং পিলারে উপর।প্রশ্ন* পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানের নাম্বার কত?
উত্তর: টু-এফ।প্রশ্ন* পদ্মা সেতুর কোন প্রান্তে সর্বশেষ স্প্যান বসানো হয়?
উত্তর: মাওয়া প্রান্তে।প্রশ্ন* .পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান কততম?
উত্তর: ৪১ তম।প্রশ্ন* সর্বশেষ পদ্মা সেতুর স্প্যান স্থাপনের মাধ্যমে কত কি.মি. দৃশ্যমান হয়?
উত্তর: ৬.১৫ কি.মি.।প্রশ্ন* পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনে রাজধানীর সাথে কোন অঞ্চলের সরাসরি যোগাযোগের সড়ক পথ তৈরী হয়েছে?
উত্তর: দক্ষিণ অঞ্চলের।প্রশ্ন* পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপনের রাজধানীর সাথে দক্ষিণ অঞ্চলের কয়টি জেলার সরাসরি সড়ক পথ তৈরী হলো?
উত্তর: ২১ টি জেলার।প্রশ্ন* পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর: নিচ তলায়।প্রশ্ন* পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: ৩.১৮ কিলোমিটর।প্রশ্ন* পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: দুই প্রান্তে ১৪ কিলোমিটার।প্রশ্ন* পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর: দুই পাড়ে ১২ কিলোমিটার।প্রশ্ন* পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।প্রশ্ন* পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্য়ায় কত?
উত্তর: ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লক্ষ টাকা ।প্রশ্ন* পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: প্রায় ৪ হাজার।প্রশ্ন*. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১টি।প্রশ্ন* পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: ৬০ ফুট।প্রশ্ন* পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।প্রশ্ন* প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর: ৬টি।প্রশ্ন* পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর: ২৬৪টি।প্রশ্ন* নদী শাসনের কাজ করছে?
উত্তর: চীনের সিনো হাইড্র।প্রশ্ন* পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর: পদ্মা সেতুতে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা থাকবে।প্রশ্ন* পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর: দ্বিতলবিশিষ্ট সেতুটি কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।প্রশ্ন* পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।প্রশ্ন*পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।প্রশ্ন* সেতু নির্মাণ করছে?
উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লি.প্রশ্ন* পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।প্রশ্ন*. কতটি জেলার সাথে সংযোগ করবে?
উত্তর: দক্ষিণের ২১ জেলা।প্রশ্ন* সংযোগস্থল?
উত্তর: মাওয়া(মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)।প্রশ্ন* পদ্মা সেতুর মোাট স্প্যান সংখ্যা কতটি ?
উত্তর: ৪১ টিপ্রশ্ন* দেশের জিডিপি বাড়াবে কত?
উত্তর: ১.২%।প্রশ্ন* পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে?
উত্তর:সেতু মন্ত্রণালয় ও সড়ক পরিবহন (সেতু বিভাগ)।প্রশ্ন* পৃথিবীর তৃতীয় বৃহত্তর সেতু কোনটি?
উত্তর: পদ্মা সেতু।প্রশ্ন* বিশ্বের গভীরতম পাইলের সেতুর নাম কী?
উত্তর: পদ্মা সেতু।প্রশ্ন* কত সালে"চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন" কোম্পানির সাথে চুক্তি সই করেন?
উত্তর: ২০১৪ সালে।পদ্মা সেতুর টোল
পদ্মা সেতুর টোল কোন গতিতে কত টাকা ?
কার ও জিপ
৭৫০ টাকা
মোটরসাইকেল
১০০ টাকা
পিকআপ
১২০০ টাকা
মাইক্রোবাস
১৩০০ টাকা
ছোট বাস (৩১ আসন বা এর কম)
১৪০০ টাকা
মাঝারি বাস( ৩২ আসন বা এর বেশী)
২০০০ টাকা
বড় বাস ( তিন এক্সেল)
২৪০০ টাকা
ছোট ট্রাক (৫ টন পর্যন্ত)
১৬০০ টাকা
মাঝারি ট্রাক ( ৫ টনের বেশী বা ৮ টন পর্যন্ত)
২১০০ টাকা
মাঝারি ট্রাক(৮ টনের বেশী বা ১১ টন পর্যন্ত)
২৮০০ টাকা
ট্রাক (৩ এক্সেল পর্যন্ত)
৫৫০০ টাকা
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত )
৬০০০ টাকা
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন/উত্তর
বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ
বাংলা ব্যাকরণ. ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন/উত্তর
বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?