পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ও নিয়ম ।

 প্রত্যেক মুসলমামের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ।ফরজ ইবাদত   অবশ্যয় করণীয়। তাই এই সম্পকে অবশ্যয় সঠিক ধারনা থাকতে হবে।ফরজের পাশাপাশি সব ওয়াক্ত নামাজেই নফল, ওয়াজিব ও সুন্নত  ইবাদত রয়েছে।

 প্রত্যেক নামাজের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নামাজের নিয়ম সহ রাকাতের সংখ্যা জেনে নিন।

 

AnyHelp24

 ফরজ,ওয়াজিব,নফল,ও সুন্নত এর অর্থ।

ফরজ শব্দটির অর্থ কি?

[ফরজ শব্দের অর্থ যা অবশ্যই পালনীয়](যা আল্লাহ তা'আলা আদেশ করেছেন এবং  অবশ্যই পালনীয়।)

  

 নফল শব্দটির অর্থ কি?

[নফল শব্দটির অর্থ হলো অতিরিক্ত] একে ওয়াজিবেরফরয এর পরিপূরক হিসেবে গণ্য করা হয়।

 

সুন্নত শব্দটির অর্থ কি?

[সুন্নত শব্দটির অর্থ হলো রীতি] (সুন্নত হল, এমন আমল যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে করেছেন এবং তার প্রতি উৎসাহিত করেছেন কিন্তু তা ফরজ বা ওয়াজিব হওয়ার ব্যাপারে কোন দলীল পাওয়া যায় না)।
 

 ওয়াজিব শব্দটির অর্থ কি?

 [ওয়াজিব শব্দটির অর্থ হলো পালনীয়] (ওয়াজিব (وَاجِبٌ), আরবি শব্দ। এটা মুহাম্মদ এর মুখ নিঃসৃত আরবি শব্দ। বাংলায় ওয়াজিব এর অর্থ পালনীয় । যার উপর আমল করলে সাওয়াব পাওয়া যাবে আর পরিত্যাগ করলে শাস্তি পেতে হবে)।
 
 

ফজরের নামায কয় রাকাত? 

ফজরের  নামাজ মোট ৪ রাকাত। প্রথম দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়।  তার পর দুই রাকাত ফরয নামাজ আদায় করতে হয়।

ফজর নামায আদায় এর সময় 

ফজর নামায আদায়ের সময় হলো সুবহে সাদেকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজ পড়া যাবে।

জোহরের নামাজ কয় রাকাত ?

 জোহরের নামাজ মোট ১২ রাকাত। প্রথম চার রাকাত সুন্নত। তারপর চার রাকাত ফরজ  এবং তারপর দুই রাকাত সুন্নাত । এ দশ রাকাত পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষ দুই রাকাত নফল নামাজও পড়ে। এ হিসেবে জোহরের নামাজ ১২ রাকাত আদায় করা হয়। 
 

জোহরের নামাজ আদায় এর সময়

জোহরের নামাজ আদায়ের  সময় হলো (জোহর শুরু হয় সূর্য মধ্য আসমান থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ার পর। বস্তুর প্রকৃত  ছায়া  ব্যতীত  বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত বিদ্যমান থাকে। অর্থাৎ ছায়া দ্বিগুণ হওয়ার পর জোহরের সময় শেষ হয়। (সহিহ বুখারি, হাদিস : ৭১৭, ৫০৬, মুসলিম, হাদিস : ৯৬৯)।
 
 

আসর নামাজ কয় রাকাত?

আসরের নামাজ চার রাকাত পড়া ফরয। আবার কেও কেও ফরজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ আদায় করে।
 

আসর নামাজ আদায় এর সময়

জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এর সময়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সূর্য যখন হলুদ রং হয় এবং শয়তানের দু'শিংয়ের মাঝখানে এসে যায়; তখন মুনাফিকরা নামাজ পড়ে। ' সুতরাং সূর্যের আভা একটু হলদে রং হয়ে আসার আগেই আসর নামাজ আদায় করা উচিত। 
 

 মাগরিব নামাজ কয় রাকাত?

মাগরিব নামাজ মোট ৭ রাকাত। প্রথম তিন রাকাত ফরজ। পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়া হয়। আবার কেও কেও সুন্নতের পর দুই রাকাত নামাজ নফল পড়ে থাাকে। 
 

মাগরিব নামাজ আদায় এর সময়

 মাগরিব নামাজ আদায়ের  সময় হলো (সূর্যাস্তের পর আকাশ থেকে দিগন্তলালিমা বিদায় নেওয়া পর্যন্ত। (মুসলিম, হাদিস : ৯৬৯, দারা কুতনি, হাদিস : ১০৬৬)
 

 এশা নামাজ কয় রাকাত?

এশার নামাজ মোট ১৫ রাকাত। চার রাকাত ফরজ।তার পর  দুই রাকাত সুন্নত। তিন রাকাত বিতের নামাজ(ওয়াজিব)। অনেকে ফরজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ আদায় করে থাকে। আবার অনেকে বিতের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করে।
 

এশা নামাজ আদায় এর সময়

এশা নামাজ আদায় এর সময় হলো আকাশের লালিমা বিদায় নেওয়ার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত। (মুসলিম, হাদিস : ৯৬৯, সহিহ বুখারি, হাদিস : ৫০৮, ৫৩৮, ৯৬৯) 

জুমআ নামাজ কয় রাকাত? 

  জুমআ নামাজ মোট ১০ রাকাত। শরিয়তের বিধান অনুযায়ী শুত্রুবার দুই রাকাত জুমার ফরজ নামাজ পড়তে হয়। তবে ফরজের আগে ৪ রাকাত ও ফরজের পরে ৪ রাকাত সুন্নতও রয়েছে। 

জুমার গুরুত্ব  সম্পর্কে পবিত্র কোরআনে  আল্লাহ তাআলা বলেন, 'হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তাড়াতাড়ি করো এবং বেচাকেনা বন্ধ করো।

 এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। (সূরা জুমা, আয়াত : ৯-১০)

 

জুমআর নামাজের নিয়ম 

সময় একই হলেও যোহরের সাথে জুমার নামাজের নিয়মিত কিছু পার্থক্য রয়েছে। জুমার নামাজে দুই রাকাত ফরজ। এছাড়া ফরয নামাযের পূর্বে কবলাল জুমআর চার রাকাত এবং পরে চার রাকাত বাদল জুমুআ (সুন্নাত নামায) আদায় করতে হবে। 

জোহরের মতো কেউ চাইলে এ সময় অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন। যাইহোক, এই নফল নামাযগুলি জুমুআর অংশ হিসাবে আদায় করা হয় না এবং এটি আবশ্যকও নয় তবে ব্যক্তি স্বেচ্ছায় করতে পারে এবং যদি সে না করে তবে তার কিছুই হবে না।

আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
আরো পড়ুন