প্রত্যেক মুসলমামের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ।ফরজ ইবাদত অবশ্যয় করণীয়। তাই এই সম্পকে অবশ্যয় সঠিক ধারনা থাকতে হবে।ফরজের পাশাপাশি সব ওয়াক্ত নামাজেই নফল, ওয়াজিব ও সুন্নত ইবাদত রয়েছে।
প্রত্যেক নামাজের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নামাজের নিয়ম সহ রাকাতের সংখ্যা জেনে নিন।
AnyHelp24 |
ফরজ,ওয়াজিব,নফল,ও সুন্নত এর অর্থ।
ফরজ শব্দটির অর্থ কি?
[ফরজ শব্দের অর্থ যা অবশ্যই পালনীয়](যা আল্লাহ তা'আলা আদেশ করেছেন এবং অবশ্যই পালনীয়।)
নফল শব্দটির অর্থ কি?
সুন্নত শব্দটির অর্থ কি?
ওয়াজিব শব্দটির অর্থ কি?
ফজরের নামায কয় রাকাত?
ফজর নামায আদায় এর সময়
ফজর নামায আদায়ের সময় হলো সুবহে সাদেকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজ পড়া যাবে।
জোহরের নামাজ কয় রাকাত ?
জোহরের নামাজ আদায় এর সময়
আসর নামাজ কয় রাকাত?
আসর নামাজ আদায় এর সময়
মাগরিব নামাজ কয় রাকাত?
মাগরিব নামাজ আদায় এর সময়
মাগরিব নামাজ আদায়ের সময় হলো (সূর্যাস্তের পর আকাশ থেকে দিগন্তলালিমা বিদায় নেওয়া পর্যন্ত। (মুসলিম, হাদিস : ৯৬৯, দারা কুতনি, হাদিস : ১০৬৬)এশা নামাজ কয় রাকাত?
এশা নামাজ আদায় এর সময়
জুমআ নামাজ কয় রাকাত?
জুমআ নামাজ মোট ১০ রাকাত। শরিয়তের বিধান অনুযায়ী শুত্রুবার দুই রাকাত জুমার ফরজ নামাজ পড়তে হয়। তবে ফরজের আগে ৪ রাকাত ও ফরজের পরে ৪ রাকাত সুন্নতও রয়েছে।
জুমার গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, 'হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তাড়াতাড়ি করো এবং বেচাকেনা বন্ধ করো।
এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। (সূরা জুমা, আয়াত : ৯-১০)
জুমআর নামাজের নিয়ম
সময় একই হলেও যোহরের সাথে জুমার নামাজের নিয়মিত কিছু পার্থক্য রয়েছে। জুমার নামাজে দুই রাকাত ফরজ। এছাড়া ফরয নামাযের পূর্বে কবলাল জুমআর চার রাকাত এবং পরে চার রাকাত বাদল জুমুআ (সুন্নাত নামায) আদায় করতে হবে।
জোহরের মতো কেউ চাইলে এ সময় অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন। যাইহোক, এই নফল নামাযগুলি জুমুআর অংশ হিসাবে আদায় করা হয় না এবং এটি আবশ্যকও নয় তবে ব্যক্তি স্বেচ্ছায় করতে পারে এবং যদি সে না করে তবে তার কিছুই হবে না।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।আরো পড়ুন