বিসিএস ক্যাডার কি ? বিসিএস এর বিষয় সমূহ । বিসিএস সম্পর্কে সকল তথ্য ।

বাংলাদেশের চাকরির ক্ষেত্রে বিসিএস ক্যাডার প্রথম সারিতে রয়েছে। চাকরি প্রত্যাশী প্রত্যেক তরুণের প্রথম চয়েজে থাকে বিসিএস ক্যাডার। বাংলাদেশ কর্ম কমিশন প্রথম শ্রেণীর অফিসার নিয়োগ দিতে প্রতিবছরই বিসিএস পরীক্ষার আয়োজন করে থাকে। তিন ধাপে পরীক্ষা নেওয়ার পর নির্দিষ্ট লোকবল নেওয়া হয় যারা বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থলাভিষিক্ত হন। তো, বিসিএস ক্যাডার কয়টি ও কি কি? চলুন জেনে নেই।

BCS

বিসিএস ক্যাডার কি ?

বাংলাদেশ সৃষ্টির পূর্বে ব্রিটিশ শাসনাধীন ভারতে সর্বপ্রথম গঠিত সিভিল সার্ভিস কমিশন। ভারত ভাগ হলে এটি পাকিস্তানের সিভিল সার্ভিস কমিশন নামে পুনঃগঠিত হয়। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হলে বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় এবং এই সাংবিধানিক সংস্থাটি প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকেন।

বিসিএস ক্যাডার সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যথা: এক. সাধারণ ক্যাডার, দুই. টেকনিক্যাল ক্যাডার। সাধারণ ক্যাডারগুলোতে যে কেউ আবেদন করতে পারে, আবেদন করার জন্য আলাদা কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। অর্থাৎ চার বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রী থাকলে যে কেউ এই ক্যাডারগুলোতে আবেদন করতে পারবে। যেমন, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, আনসার ক্যাডার, কর ক্যাডার ইত্যাদি।

অপরদিকে টেকনিক্যাল ক্যাডারে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করা ব্যক্তিরাই আবেদন করতে পারবে। যেমন, স্বাস্থ্য ক্যাডার। এই ক্যাডারে শুধুমাত্র এমবিবিএস সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারে। এছাড়া শিক্ষা ক্যাডার, কারিগরি শিক্ষা ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডার ইত্যাদি ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্নকারীরাই আবেদন করতে পারবে।

বিসিএস ক্যাডারের ইতিহাস

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ কর্ম কমিশন পুনর্গঠিত হয়। তখন বিসিএস ক্যাডার ছিল ২৮ টি। তবে ১৯৮৫ সালে “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা” ক্যাডারকে ভেঙ্গে স্বাস্থ্য ক্যাডার ও পরিবার পরিকল্পনা নামে দুটি আলাদা ক্যাডার সৃষ্টি করা হয়। ফলে বিসিএস ক্যাডার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ টিতে।

এর ঠিক এক বছর পর ১৯৮৬ সালের বিসিএস ক্যাডারে যুক্ত হয় নতুন একটি ক্যাডার। এই নতুন ক্যাডারটি হচ্ছে সমবায় ক্যাডার। তখন বিসিএস ক্যাডারের সংখ্যা উন্নীত হয়ে ৩০ টিতে পৌছে।

১৯৯২ সালের পূর্বে প্রশাসন ক্যাডার ও সচিবালয় ক্যাডার নামে দুটি ক্যাডার আলাদাভাবে বিরাজমান ছিল। সচিবালয়ে ক্যাডার থেকে মূলত মন্ত্রণালয়ের সচিবদের নিয়োগ করা হতো। কিন্তু ১৯৯২ সালে প্রশাসন ক্যাডারের সাথে সচিবালয় ক্যাডারকে একীভূত করা হয়। তখন থেকেই প্রশাসন ক্যাডার থেকেই প্রশাসকসহ সচিব নিয়োগ করা হচ্ছে। এই একীভূতকরণের কারণে বিসিএস ক্যাডারের সংখ্যা তখন দাঁড়ায় ২৯ টিতে।

২০০৭ সালে মাননীয় সুপ্রীম কোর্ট নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার আদেশ প্রদান করে। যার ফলে পূর্বে যেমন বিচারকদের বিসিএস পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিয়োগ করা হত, তা স্থগিত হয়ে যায়। তখন সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে “বিসিএস বিচার” ক্যাডারের। সহকারী জজ নিয়োগ পরীক্ষার দায়িত্ব পড়ে বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিসের উপর। বিসিএস ক্যাডার সংখ্যা আবার নেমে ২৮ টিতে দাঁড়ায়।

২০১৪ সালে বাংলাদেশ কর্ম কমিশন সিদ্ধান্ত নেয় বিসিএস টেলিকমিউনিকেশন ক্যাডারকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করার। একই বছর এটি কার্যকর করা হয়। অতএব, বিসিএস ক্যাডারের সংখ্যা আবার নিচে নেমে ২৭ টি হয়ে যায়।

২০১৮ সালে বাংলাদেশ কর্ম কমিশন আরো একটি ক্যাডারকে বিলুপ্ত করার ঘোষণা দেয়। এই ক্যাডারটি হচ্ছে বিসিএস ইকোনমিক ক্যাডার। এই ক্যাডারটিকে বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে অঙ্গীভূত করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিসিএস ক্যাডার সংখ্যা ২৬ টি।

bcs

বিসিএস ক্যাডার কয়টি ও কি কি?

সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬ টি। অনেক সাধারণ জ্ঞান বই ও ওয়েবসাইটে “২৭ টি” বা “২৮ টি” উত্তর দিয়েছে। কিন্তু সেই তথ্যগুলো সম্পূর্ণ ভুল। মূলত তারা সর্বশেষ তথ্য হালনাগাদ করেনি। আগেই বলেছি বিসিএস ক্যাডারকে সাধারণ ক্যাডার ও টেকনিক্যাল ক্যাডার– এই দুই ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ ক্যাডার ১৪ টি ও টেকনিক্যাল ক্যাডার ১২ টি নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬ টি। 

বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ?

যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস হলেও বিসিএস পরীক্ষায় আবেদন করা যায়। কেউ যদি তিন বছরের অনার্স বা পাস কোর্সে পড়ে থাকে তাহলে তাকে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণি (3rd Class) থাকলে বিসিএস পরীক্ষায় আবেদনের অযোগ্য।


বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স ?

বিসিএস পরীক্ষার যোগ্যতা বলতে  উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস হলেও বিসিএস পরীক্ষায় আবেদন করা যায়। কেউ যদি তিন বছরের অনার্স বা পাস কোর্সে পড়ে থাকে তাহলে তাকে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণি (3rd Class) থাকলে বিসিএস পরীক্ষায় আবেদনের অযোগ্য।

বিসিএস দিতে কত পয়েন্ট লাগে ?

মহিলাদের জন্য সর্বনিম্ন উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি এবং ওজন ৪৩.৫৪ কেজি।
অপরদিকে  একজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট উচ্চতা এবং ৪৯.৯৯ কেজি ওজন গ্রহণযোগ্য। 

বিসিএস পরীক্ষার শারীরিক যোগ্যতা ?

মহিলা প্রার্থীদের জন্য সর্বনিম্ন উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি এবং ওজন ৪৩.৫৪ কেজি।
অপরদিকে  একজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট উচ্চতা এবং ৪৯.৯৯ কেজি ওজন গ্রহণযোগ্য। 

বিসিএস ক্যাডার চয়েস কিভাবে দিব ?

আপনি যে ক্যাডারগুলো চয়েস দেয়ার ক্ষেত্রে উপরের দিকে রাখবেন আপনি বিসিএসের রিটেন+ভাইভাতে মোট নাম্বার পাওয়ার উপর ডিপেন্ড করবে আপনি কোন ক্যাডার পাবেন। বেশি নাম্বার পেলে ১ নাম্বার চয়েসের ক্যাডারটি পাবেন, আরো কম হলে তারপরটি। এইভাবে চলতে থাকে।

বিসিএস ক্যাডার বেতন ?

বিসিএস ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তিঃ ডাউনলোড করুন
উপরোক্ত বিজ্ঞপ্তি থেকে, জাতীয় বেতন স্কেল, 2015 অনুযায়ী, একজন বিসিএস কর্মকর্তার মূল বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে টাকা। 22000-53060/-। একই স্কেলে তার বেতন ভাতা সর্বোচ্চ 53060 টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে।

1 . মাসিক মূল বেতন ২২০০০/- যোগদানকালে বেতন তবে ডাক্তার ও ইঞ্জিনিয়ারগণ ২টি ইনক্রিমেন্ট সহ যোগদান করেন ।
2. মাসিক বাড়ি ভাড়া ৮৮০০/- উপজেলায় ৪০%, জেলায় ৫০% এবং ঢাকা সিটিতে ৫৫% হারে মূল বেতনের। উপজেলা ধরে: ২২০০০*৪০/১০০ = ৮৮০০/- (সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়া পাবেন না)
3. মাসিক চিকিৎসা ভাতা ১৫০০/-
সর্বমোট মাসিক বেতন ও ভাতাদি ৩২,৩০০/-





মূল বেতন বার্ষিক ৫% হারে বৃদ্ধি পাবে।

পদোন্নতি সাধারণত 5 বছর পরে হয়। পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 অন্যদিকে পদোন্নতি না পাওয়া পর্যন্ত ৫ বছর পরে ৩২০০০ টাকার উপর ২৫% বেতন বৃদ্ধি পেলে মোট বেতন আনুমানিক ৮০০০ টাকা বেড়ে ৪০ হাজার টাকায় দাঁড়াবে।



আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।

বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন/উত্তর

বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ

বাংলা ব্যাকরণ. ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন/উত্তর

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?

স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?

দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।

পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।

পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?