ইউটিউব এর প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশী ।

 
ইউটিউব

বাংলাদেশী প্রথম ইউটিউবার

 আমাদের মধ্যে অনেকের জানার ইচ্ছে যে আমরা যেই প্লাটফর্মে ভিড়িও দেখি (ইউটিউব) । তার সর্ব প্রথম  ভিড়িও তৈরী করেন কে বা আপলোড করেন কে ।

 এই বিষয় জানার আগে জানতে হবে ইউটিউব এর প্রতিষ্ঠাতা কে । ইউটিউবের প্রতিষ্ঠাতা হলো মোট তিনজন এর মাঝে একজন হলো বাংলাদেশী । আর দুজন চাড হার্লি ও স্টিভ চেন।

উটিউব এর বাংলাদেশী একজন প্রতিষ্ঠাতার নাম হলো জাভেদ করিম। জাভেদ করিম ২০০৫ সালে চাড হার্লি ও স্টিভ চেনের সঙ্গে মিলে জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট এই ইউটিউব তৈরি করেন।

২০০৫ সালের গোড়ার দিকে তারা তিনজন  পে- প্যাল ত্যাগ করেন। ঐ বছরেই অনলাইন ব্যাংকিং প্রতিষ্টান এ কর্মরত অবস্থায় তাঁরা তিনজন ইউটিউব তৈরির পরিকল্পনা করেন। ঔই বছরেই তাঁরা আনুষ্ঠানিক ভাবে http://www. youtube.com ডোমিইনটি নিবন্ধন করেন।  

  ডোমিইন নাম নিবন্ধনের পর তিন তরুন প্রকৌশলী শুরু করেন সাইট ডিজাইনের কাজ।  জাভেদ করিম বলেন, তিনিই সর্বপ্রথম তাদের কাছে  ভিডিও শেয়ারিং ওয়েব সাইটের ধারনা দেয়। বলা যায়, ইউটিউব তারি চিন্তার ফসল। 

তবে তার পেছনে হার্লি ও চেনের আর্থিক অবদানও কম ছিল না। একই বছরের ২৩ এপ্রিলে জাভেদ করিম ‘মি এট জু ,নামক প্রথম ভিডিও আপলোড করেন।যেখানে, সান দিয়াগো পার্কে তাঁকে হাতিশালায় দাঁড়ানো অবস্থায় দেখা যায়।

 

বিষয় ভিত্তিক কিছু নৈবেতিক ।

 

১। বাংলাদেশী প্রথম ইউটিউবার কে ‍?

উত্তরঃ জাভেদ করিম।

 

২। কত সালে ইউটিউব ওয়েবসাইটি তৈরী করেন ?

উত্তরঃ February 14, 2005 .

 

 ৩। কত তারিখে প্রথম ভিড়িও আপলোড করা হয় ?

  উত্তরঃ ২৩ এপ্রিল

 

৪। ইউটিউব এর নাম করন করেন কে ?

উত্তরঃ জাভেদ করিম, চ্যাড হার্লি এবং স্টিভ চেন।

 

৫। ইউটিউব এর প্রতিষ্ঠাতা কত জন ?

উত্তরঃ তিনজন


৬। ইউটিউব কী ?

উত্তরঃ ভিড়িও শেয়ারিং মাধ্যম ।

আশাকরি যতটুকু আলোচনা করেছি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ।