Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।

 

পড়ুন


আপনি যদি একদম নতুন হন তা হলে এটি হবে আপনার জন্য সেরা, কারন আজকে এইখানে  একদম নতুন দের জন্য খুব ভালোভাবে এবং সহজ ভাবে বুঝানো হয়েছে । আর যদি আপনার আগে থেকে যানা থাকে তা হলে আর একবার ভালোকরে চোখ  বুলিয়ে নেন তাতে করে আপনার  পরের ধাপ গুলো বুঝতে  আরো সুবিধা হবে । 

কয়েকটা ধাপে  আলোচনা করবো sentence সম্পর্কে 



মনে রাখবেন আপনি যেই বিষয় নিয়ে ভাবেন না কেন আগে তার সম্পর্কে ভালোভাবে জানবেন যেমন আজকে আসছেন sentence সম্পর্কে জানতে তা হলে আগে জানুন sentence টা মূলত কি ?



sentence কি?


উত্তরঃ sentence এর বাংলা অর্থ  হলো (বাক্য) । 

এবার জানবো sentence কাকে বলে sentence এর কাজ সম্পর্কে ?  

sentence কাকে বলে ?

উত্তরঃ খুব সহজ ভাবে বলতে গেলে বলা যায় : যে কোনো শব্দ বা শব্দ সমষ্টি যদি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বক্তার মনের ভাব সম্পূর্ন রূপে প্রকাশ করে তখন তাকে আমরা sentence বলবো । যেমনঃ
  • I am reading the book ( আমি বইটি পড়ছি ) 

এটা কিন্তু একটা sentence কারণ এখানে আমি আমার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করেছি । আগেই বলেছিলাম, যদি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বক্তার মনের ভাব সম্পূর্ন রূপে প্রকাশ করে তখন তাকে আমরা sentence বলবো  ( আমি বইটি পড়ছি ) এটা কিন্তু  ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়েছে । 


আবার sentence কে এভাবেও বলা যায় দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তাকে sentence বা বাক্য বলে। 


এবার প্রশ্ন হলো  উপরে তো  বলা হয়েছে । যে কোনো শব্দ যদি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বক্তার মনের ভাব সম্পূর্ন রূপে প্রকাশ করে তখন তাকে আমরা sentence বলবো । 

হ্যা বলবেন কারণ বক্তার মনের ভাব একটি শব্দ দিয়েও সম্পূর্ন রূপে প্রকাশ করতে পারে ।


যেমনঃ 

  • Are you ok 
  •  ( Yes )


ভালোকরে খেয়াল করেন এখানে কিন্তু বক্তা তার মনের ভাব প্রকাশ করেছে একটি শব্দ দিয়ে ( Yes )  = হ্যা । আর যেহেতু বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করেছে তাই আমরা এটিকে ( sentence ) বলতে পারি । 

 তা হলে আশা করি বুঝতে পেরেছেন । 


আমরা কিন্তু sentence সস্পর্কে বুঝে গেলাম মূলত sentence  টা  কি ?  এখন এটা মনে করেন যে আপনি sentence সম্পর্কে   Basic ধারনা পেয়ে গেলেন মানে আপনি sentence  এর Basic টা জানেন । 


এবার জানবো  একটু Advance সম্পর্কে 

এবার আমাদের জানতে হবে এর ভাগ/প্রকার সম্পর্কে ।  sentence  এর কিছু ভাগ আছে ..


জেনে রাখি, sentence মূলত পাঁচ প্রকার .

যেমন ঃ 
  1. Assertive sentence        ( বিরৃতি মূলক বাক্য )
  2. Interrogative sentence  ( প্রশ্নবোধক বাক্য )
  3. Imperative sentence     ( আদেশ মূলক বাক্য )
  4. Optaive sentence         ( ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য )
  5. Exclamatory sentence ( আবেগ প্রকাশ বাক্য )


এখন কিন্তু আমাদের sentence সম্পর্কে অনেকটা ধারনা হয়ে গেলো । আমরা জানতে পারলাম যে sentence  কী ? sentence কত প্রকার ? এবং এর তার নাম । 


এবার আমরা এর প্রকার গুলো সম্পর্কে একটি  একটি করে জানবো ।  



1.  (Assertive sentence : বিরৃতি মূলক বাক্য ) :

 👉Assertive sentence কী ? 

উত্তরঃ Assertive sentence এর বাংলা অর্থ হলো = ( বিবৃতি মূলক বাক্য ) । 

জেনে রাখুন, ইংরেজী ভাষায় ব্যাবহৃত প্রায় শতকরা ৮০ ভাগেরও বেশী বাক্য / sentence লেখা হয় Assertive sentence  এ তাই এই বিষটি একটু বেশী গুরুত্ব দেওয়া ভালো । 
    


👉Assertive sentence =  যে sentence কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে Asssertive sntence বলে । 

এখানে একটা প্রশ্ন থেকে যায় (বিবৃতি কি ?) বিবৃতি অর্থ  হলো ঃ= বর্ণনা করা, ঘোষনা কনা , বলা , ভাষন দেওয়া , ব্যাখা করা ইত্যাদি । 


এবার  হয়তো  পোরোপোরি বুজতে পারলেন যে Asssertive sntence কি । 
আরো সহজ ভাবে বলতে পারেন ।  Asssertive sntence হলো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে
 আলোচনা / বর্ণনা করাকেই Asssertive sntence বলে । 


আগে কিছু  Example দেয় যেমনঃ


  • She goes to school ( সে স্কুলে যায় )
  • He will do the work ( তিনি কাজটি করবেন)
  • He writes a letter (তিনি একটি চিঠি লেখেন)


উপরে যে sntence গুলো  বললাম প্রত্যেকটি সাধারণ ঘটনার বিবৃতি প্রধান করেছেন । 



এবার দেখবো এর Structure 



জেনে রাখুন, প্রত্যেকটা sntence এর Structure থাকে । যেমন Asssertive sntence এর Structure হলো  ঃ


Structure : Subject + Verb + Object/complement + extension .


মনে রাখবেন এই Asssertive sntence কে আবার দুই ভাগে ভাগ করেছে । 

  1. Affirmative sentence ( হ্যা-বোধক) 
  2. Negative sentence ( না- বোধক ) 

এখন আমরা এই দুই টা সম্পর্কে যানবো । 


১ । Affirmative sentenceযে  Asssertive sntence কোনো ব্যক্তি,বস্তু বা বিষয় ‍ সম্পর্কে  ইতিবাচক বর্ণনা বা বিবৃতি প্রধান করে তাকে  Affirmative sentence বলে । 

যেমন ঃ She goes to school ( সে স্কুলে যায় ) ।


২।  Negative sentence যে  Asssertive sntence কোনো ব্যক্তি,বস্তু বা বিষয় ‍ সম্পর্কে  নৈতিবাচক বর্ণনা বা বিবৃতি প্রধান করে তা  Negative sentence বলে  ।

যেমনঃ  She does not go to school.( সে স্কুল এ যায় না । 



2.  ( Interrogative sentence :  প্রশ্নবোধক বাক্য )

👉 Interrogative sentence কি ? 


উত্তরঃ  Interrogative sentence - এর বাংলা অর্থ  হলো = ( প্রশ্নবোধক বাক্য )



👉 Interrogative sentence =  যে sentence দ্বারা Question বা প্রশ্ন করা বুঝায় তাকে Interrogative sentence বলে । 



মনে রাখবেন  Interrogative sentence সাধারণত দুটি উপায়ে শুরু হয় । একটি হলো প্রথমে " wh" word (How,  when, what, which etc )  দ্বারা এবং অন্যটি প্রথমে Auxiliary verb (am, is, was, were ,has, had have, shall, will, could, would, may etc, বা সাহায্যকারি  ক্রিয়া দ্বারা ।

আবার  কোনো কোনো Interrogative Sentence Do / Dose / Did  দ্বারা শুরু হয় । এখন আমরা উদাহারণে সাহায্যের এগুলো বুঝার চেষ্টা করি, 


 
Example:

  •  What is your name?  (what দ্বারা শুরু)
  •  Will they come here ? (will দ্বারা শুরু)
  •  Is he reading the book ? (is দ্বারা শুরু)
  • Did he write the leter ? (did দ্বারা শুরু)


 উল্লেখ্য Sentence এর শেষে  Note of Interrogation বা প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হয়।


           Structure: Wh- word + Auxiliary verb + subject+ main verb+ extension? 
Whom do you want to do the work?


এর Structure হলো  ঃ

Axuiliary  verb + Subject +mein verb+ extension?
Is he going to dhaka tonight?


3. ( Imperative Sentence :আদেশ মূলক বাক্য


👉Imperative Sentence কী ?



উত্তরঃ Imperative Sentence এর বাংলা অর্থ হলো = ( আদেশ মূলক বাক্য ) ।

 যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, ইত্যাদি বুঝায় তাকে(Imperative Sentence)বলে।
 (Imperative Sentence) এ  subject সর্বদা উহ্য থাকে।


Example: 
  • Go to school (আদেশ প্রকাশিত)
  • Read the book  ( উপদেশ প্রকাশিত )
  • Don't run in the sun ( নিষেধ প্রকাশিত)

            
উপরের প্রত্যেকটি Sentence  এ subject উহ্য রয়েছে। প্রস্তাব বুঝাতে  Let  দ্বারা এই Sentence শুরু হয়ে থাকে। যেমনঃ

Let us go out for a walk .


Structure:

               Verb + object+  extension.
                Do not/ Dot't + verb+ object + extension.
                Adverb + verb + object +  extension.
                 Let + object + verb+ object + extension.



4.Optative ‍sentence ( ইচ্ছা বা প্রার্থণা সূচক বাক্য )


👉Optative ‍sentence কী ?

উত্তরঃ Optative ‍sentence এর বাংলা অর্থ হলো( ইচ্ছা বা প্রার্থণা সূচক বাক্য )


যে   Sentence দ্বারা প্রার্থণা , ইচ্ছে বা কামনা প্রকাশ করা হয় তাকে Optative  Sentence বলে।

Optative  Sentence সাধারনত May  দ্বারা শুরু হয় । 


  Example:
  • May you be happy .
  • May you live long . 


   কখনও কখনও  May উহ্য থাকতে পারে ।যেমনঃ 

Long live our prime Minister.


 Structure:  May +Assertive sentence.


5.Exclamatory sentence ( আবেগ প্রকাশক  বাক্য)


👉Exclamatory sentence কী ?



উত্তরঃ Exclamatory sentence এর বাংলা অর্থ হলো = ( আবেগ প্রকাশক  বাক্য)



যে Structure দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভিতি আবেগ বুঝায়  তাকে  Exclamatory sentence বলে।



Example.


             Hurrah! we have won the game. 
             Alas! I am undone.
             How nice the picure is! 
             How nice the beautiful scenery it is!


উপরিউক্ত উদাহরনগুলো পর্যবেক্ষন করলে আমরা দেখতে পাই  যে প্রথম দুটি  Sentence Interjection দ্বারা তৃতীয়  Sentence টি  How দ্বারা এবং সর্বশেষ  Sentence টি What  দ্বারা শুরু হয়েছে ।

 সুতরাং Exclamatory  Sentence টি দুটি উপায়ে গঠিত । একটি হলো  Interjection দ্বারা অন্যটি How/What দ্বারা ।  Interjection  শুরু হলে, Interjection  এর পরে Note of  Interjection  বা আবেগ প্রকাশক চিহ্ন (1) ব্যবহার করতে হয় এবং তার পর  Assaertive Sentence হয় । 


Structure: Interjection + ! + assertive sentence .
What +a/an + adjective + noun / prououn + subject + verb !
How + adjective + subject + verb + !

 কথোপকথনে প্রায়ই Exclamatory  Sentence ব্যবহৃত হয় যা কোনো verb ছাড়াই গঠিত হয় যেমনঃ

  • How funny! 
  • What a chance!


আশা করি , Sentence সম্পর্কে পরিপূর্ণ ধারনা পেয়েছেন যদি একটু মন দিয়ে ভালোকরে পড়েন তা হলে আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না ।