রবিন্দ্রনাথ ঠাকুর

 আজকে আমরা জানবো রবিন্দ্রনাথ ঠাকুরের জীবনি সম্পর্কে । এবং তার সাথে ভিবিন্ন ভর্তি পরিক্ষায় এবং চাকরী পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সব গুলো দেওয়া সম্ভব হবে না । কিন্তু যত টুকু আজকে আলোচনা করবো  আশা করি এর মাঝে কয়েক টা প্রশ্ন হলেও  আপনি পাবনে ।

প্রথমে আমরা জানবো তার পরিচিতি ।

 রবিন্দ্রনাথ ঠাকুর ২৫শে বৈশাখ ১২৬৮ সালে ( ৭ই মে ১৮৬১ খ্রিষ্টাব্দ ) কলকাতায় ঝোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা ছিলেন মহসি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতা হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর । বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি । মাত্র পনেরো বছর বয়সে তাঁর বনফুল কাব্য প্রকাশিত হয় । এবং ১৯১৩ সালে তিনি ইংরেজী Gitanjali: Song Offerings  সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করেন ।  ২২শে শ্রাবণ ১৩৪৮ সালে ( ৭ই আগষ্ট  ১৯৪১ খিষ্টাব্দ ) কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ শেষ নিংশ্বাস ত্যাগ করেন ।

 এবার জানবো  গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ।

 ১। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে ?

উত্তরঃ রবিন্দ্রনাথ ঠাকুর ।

 ২। রবিন্দ্রনাথ ঠাকুরে ছন্দনাম কী ?

উত্তরঃ ভানুসিংহ ঠাকুর ।

৩। রবিন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান ছিলো ? 

উত্তরঃ চতুর্দশ ।

৪। রবিন্দ্রনাথ ঠাকুর এর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কী ?

উত্তরঃ কবি কাহিনী ।

৫। কত বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৩ বছর ।

৬। রবিন্দ্রনাথ ঠাকুর এর প্রথম প্রকাশীত নাটকের নাম কী ? 

উত্তরঃবাল্মীকি প্রতিভা ।

৭। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কী ?

উত্তরঃ বৌ ঠাকুরানীর হাট ।

৮। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৯১০ সালে ।

৯। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে ?

উত্তরঃ  ইংরেজী কবি ডব্লিউ বি ইয়েটস ।

১০। রবিন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কী কী ?

উত্তরঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত, বিচিত্রা, পূরবী, পত্রপুট,শ্যামলী,মহুয়া,সোনার তরী, খেয়া, হিন্দু মেলার উপহার, ক্ষণিকা,নবজাতক, নৈবেদ্য, জন্মদিন,রোগশয্যা,আরোগ্য,কণিকা, চৈতালি,চিত্রা, মানসী,বনফুল, মায়ার খেলা,ছবি ও গান, বলাকা,সানাই,গীতালি,কল্পনা,কড়ি ও কোমল ও শেষ লেখা ।

১১। রবিন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কী ?

উত্তরঃ ভিখারিনী

১২। রবিন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কী কী ?

উত্তরঃ শেষের কবিতা , যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ,।

আশা করি এর থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন । আমাদের আরো পোষ্ঠ পড়তে সাইট টা ভালোভাবে ‍ঘোরে আসতে পারেন । এবং আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের ভিড়িও ক্লাস গুলো দেখতে পারেন ।