ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ ।

বাংলা


 নার্সিং ও  মিডওয়াইফারি অধিদপ্তরে । ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক   ২০১৮ -২০১৯ । 


    প্রশ্ন *কোনটি ’খবর’ এর সমার্থক শব্দ নয় ?

    ১। তথ্য                     ২। বার্তা 
    ৩।সংবাদ                 ৪। প্রচার 

    উত্তরঃ  ৪। প্রচার 


    প্রশ্ন *চক্রবাক কার লেখা ?

    ১। কাজী নজরুল ইসলাম         ২। শরৎচন্দ্র

    ৩। হুমায়োন আহম্মেদ              ৪। শওকত ওসমান 

     উত্তরঃ ১। কাজী নজরুল ইসলাম  


    প্রশ্ন *কোকিলের সঠিক শব্দ কোনটি ?

    ১। পিউ                          ২।পাবক 

    ৩। পরভূত 

     উত্তরঃ ৩। পরভূত 


    প্রশ্ন *চৈাহদ্দি শব্দের অর্থ কি ? 

    ১। চালাক                       ২। চারকোনে 

    ৩। শকট                        ৪। সীমানা 

     উত্তরঃ ৪। সীমানা 


    প্রশ্ন *কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?  

    ১। ব্যথার দান                 ২। বাধনহারা

    ৩। অগ্নিবীণা                  ৪। মুক্তি

    উত্তরঃ ৩। অগ্নিবীণা  


    প্রশ্ন *কন্ঠের সমীপে =উপকন্ঠ কোন  সমাস ? 

    ১। দ্বিগু সমাস                 ২। অব্যয়ীভাব সমাস

    ৩। তৎপুরুষ সমাস         ৪। কর্মদারয় সমাস  

    উত্তরঃ ২। অব্যয়ীভাব সমাস


    প্রশ্ন *ইতি কোন প্রকারের উপসর্গ ? 

    ১। আরবি                        ২। ফারসি 

    ৩। বাংলা                        ৪। হিন্দি

     উত্তরঃ ৩। বাংলা


    প্রশ্ন *বেলা অবেলা কালবেলা কার লেখা ? 

    ১।  কাজী নজরুল ইসলাম         ২। শরৎচন্দ্র

    ৩। জীবনানন্দ দাশ                     ৪। শওকত ওসমান 

     উত্তরঃ ৩। জীবনানন্দ দাশ   


    প্রশ্ন * কার ছোট গল্পে হাতি  একটি গুরত্বপূর্ণ চরিত্র ?

    ১। জীবনানন্দ দাশ                      ২। শওকত ওসমান 

    ৩।কাজী নজরুল ইসলাম           ৪।ত্রৈলোক্যনাথ  মুখোপাধ্যায় 

    উত্তরঃ ৪। ত্রৈলোক্যনাথ  মুখোপাধ্যায় 


    প্রশ্ন *কোনটি কবিতা-বিশ্লেষন প্রাসংঙ্গিক নয় ? 

    ১। স্তব                         ২। চরণ  

    ৩।পঙক্তি                    ৪।ছন্দ

     উত্তরঃ ১। স্তব  


    প্রশ্ন *’নদী’-এর সমার্থক শব্দ  কোনটি ?

    ১। প্রবাহিত                 ২। বারিধি

    ৩। কল্লোলিনী            ৪।তটিনী

    উত্তরঃ ২। বারিধি 


    প্রশ্ন *আমাদের দেশে কবে সেই ছেলে হবে  ? কথায় না বড় হয়ে কাজে বড় হবে ।  পঙক্তিদ্বয় কোন কবির রচনা ?

    ১। জসীম উদ্দিন                         ২। কুুসুমকুমারি দাশ

    ৩।কাজী নজরুল ইসলাম           ৪।ত্রৈলোক্যনাথ  মুখোপাধ্যায় 

    উত্তরঃ ২। কুুসুমকুমারি দাশ 


    প্রশ্ন * বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয় ?

    ১। বাক্য সংকোচনের জন্য         ২। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য 

    ৩। বাক্যের সৌন্দর্যের  জন্য       ৪। বাক্যকে অর্থহীন করার জন্য 

    উত্তরঃ   ২। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য 


    প্রশ্ন *খোয়াবনামা কোন ধরনের রচনা?

    ১। ছোট গল্প                    ২। কাব্য গ্রন্থ 

    ৩। উপন্যাস                   ৪। প্রবন্থ 

    উত্তরঃ ৩। উপন্যাস     


    প্রশ্ন *বাংলা ভাষায় ব্যবহৃত আদমশুমারি কোন শ্রেনির শব্দ?

    ১। খাটি বাংলা                                     ২। আরবি 

    ৩। ফারসি                                           ৪। দেশি 

    উত্তরঃ ৩। ফারসি   


    প্রশ্ন *ফেব্রয়ারী ১৯৬৯ কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে ?

    ১।নিজ  বাসভূমে                                ২।বিধ্বস্ত নীলিমা 

    ৩।রৌদ্র করোটিতে                                                           

    উত্তরঃ ১।নিজ  বাসভূমে 


    প্রশ্ন *চয়ন শব্দের অর্থ কি? 

    ১। সম্ভার                         ২। কঠিন 

    ৩। সুন্দর                         ৪। সপ্ন      

    উত্তরঃ ১। সম্ভার


    প্রশ্ন *নিচের কোনটি শুদ্ধ বানান?

    ১। নুন্যতম                           ২।নূন্যতম 

    ৩। নুনতম                           ৩।নন্যতম 

    উত্তরঃ ২।নূন্যতম 


    প্রশ্ন *পর্তুগিজ ভাষা থেকে  নিচের কোন  শব্দটি বাংলা ভাষায় আত্তীকরন করা হয়েছে? 

    ১। হরতাল                                                     ২। বালতি 

    ৩। চেয়ার                                                      ৪। শরবত                                               

     উত্তরঃ ২। বালতি

    প্রশ্ন *পরধন লোভে মত্ত- কবিতাংশটি কোন কবির কবিতা থেক নেওয়া হয়েছে? 

    ১। মাইকেল মধুসূদন দত্ত                           ২। নবীনচন্দ্র সেন 

    ৩। কাজী নজরুল ইসলাম                          ৪। হেমচন্দ্র বদ্যোপাধ্যায়   

     উত্তরঃ ১। মাইকেল মধুসূদন দত্ত  


    বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।