মোবাইল ফোন কি ? মোবাইল কে আবিষ্কার করেন ?

 
Mobile

মোবাইল ফোন কি ?

খুব সহজ ভাবে বলতে গেলে মোবাইর ফোন হলো মানুষের দৈনীন্দিন ব্যাবহারে জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র । 

আবার এই ভাবেও বলতে পারেন । মোবাইল হলো বর্তমান সময়ের মানুষের কাছে একটি অপরিহার্য ইলেকট্রিক যন্ত্র । এর মাধ্যমে বর্তমানে সব ধরনের যোগাযোগ করা সম্ভব এবং এটি পৃথিবীর যে কোন প্রান্তে নিয়ে যাওয়া যায় এবং পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায় । 

মোবাইল ফোন-এ কথা বলার জন্য বেতার তরঙ্গের সঙ্গে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়।
আশাকরি তা হলে বুঝে গেলেন মোবাইল ফোন কি এবার যানবো এর আবিষ্কার সম্পর্কে ? 


 মোবাইল আবিষ্কার। মোবাইল কে আবিষ্কার করেন ? 

আধুনিক প্রযুক্তির কালে যে আবিষ্কার মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রবাহিত করেছে। তার মধ্যে মোবাইল ফোনের সাথে কোন কিছুর  তুলনা হয় না। 

কিন্তু মোবাইল প্রথম আবিষ্কার করেছেন কে ? আর মোবাইলে প্রথম কথা বলেন কারা?
প্রথম মোবাইল আবিষ্কার করেন ১৯৭৩ সালে। আর মোবাইল আবিষ্কার করেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তাকেই বলা হয় মোবাইলের জনক।মার্টিন কুপার তখনকার এক ছোট টেলিকম কোম্পানি মোটরোলায় কাজ করতেন।তার সপ্নছিলো, এমন একদিন আসবে যেদিন সবার হাতে তার আবিষ্কার করা ফোন থাকবে।



আর সেই ফােন দিয়ে যে কোনো সময় যারতার সাথে যোগাযোগ করা যাবে। লুইস হিদালগোকে মার্কিন কুপার বলেছিলেন , সাধারন মানুষের কাছে এ গল্প বৈজ্ঞানিক গল্প কাহিনির মতো শোনাবে। কারন এর আগের ১০০ বছর ধরে টেলিফোন ছিল, যা টেবিলের ঊপর বাড়ির একটা তারের সাথে যুক্ত।

বলতে পারেন, এটা একটা কুকুরের গলার শেকলের মতোই।কিন্তু ইঞ্জিনিয়ার মার্টিন কুপারের মনে হয়েছিল,মানুষ আসলে যেখানেই থাকুক না কেন সবসময়ই অন্যদের সাথে যুক্ত থাকবে।কাজেই আমার সেই যন্ত্র তৈরি করতে হবে যা আগে কখনো তৈরি হয় নি। এবং ঠিক সেই জিনিসটাই  তিন মাসের মধ্যে বানিয়ে ফেললেন। 



অনেকেই বলেন, উনিশশ' ষাটের দশকে স্টারট্রেক নামের টিভি শোর চরিত্ররা কমিউনিকেটর নামে যে ছোট হাতে ধরা জিনিসটি ব্যবহার করতেন - সেটাই মার্টিন কুপারকে মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিল।



মার্টিন বলেন,আমি আমেরিকান কমিক স্ট্রিপ ডিক ট্রেসি চরিত্রেরা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো যে টু ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন।সেটা দেখে  মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত হয়েছিলাম। 


মার্টিন কুপার যে ফোনটি তৈরি করেছিলেন তার ওজন ছিল 1.1 কেজি এবং এটি চার্জ দিয়ে 30 মিনিট পর্যন্ত চালানো যেত । আর এই ফোনটি চার্জ হতে সময় লাগত 10 ঘন্টা। বিশ্বে এই ফোনের দাম ছিল 2700 মার্কিন ডলার ।



এই মোবাইল ফোনটির নাম দেওয়া হয়েছিল Motorola Dynatac । মার্টিন কুপার এর এই মোবাইল ফোনটি আবিষ্কারের প্রায় দশ বছর পরে  Motorola Dynatac 8000 X নামে সাধারণ মানুষের জন্য মোবাইল ফোন বাজারজাত করা হয় ।


আর ওই ফোনটির দাম ছিল 3995 মার্কিন ডলার এবং ব্যাটারি ব্যাকআপ ছিল ছয় ঘণ্টার মত আর এই ফোনটিতে আপনার 30 জন মানুষের পরিচিতি অর্থাৎ কন্টাক্ট নাম্বার সংরক্ষণ করা যেত ।

মোবাইল ফোন কয় ধরনের হয়ে থাকে ?

আমরা জানি মোবাইল ফোন দুই ধরনের হয়ে থাকে  যেমন : 

১। সাধারণ মোবাইল ফোন 

২। স্মার্ট মোবাইল ফোন 

উপরে আমরা সাধারণ মােবাইল ফোন সম্পর্কে মোটামুটি ধারনা  পেয়েছি 



এবার  আমরা জানবো স্মার্ট  মোবাইল ফোন সম্পর্কে যেমন  টাচস্ক্রিন মোবাইল:  

টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে ?

আমরা প্রথমে জানলাম যে মোবাইল ফোনের আবিষ্কারক কে এখন আমরা জানবো যে টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?


টাচ স্ক্রিন মোবাইল আবিষ্কার করেন Eric A. Johnson । তবে আনুমানিক হাজার 1960 সালে থেকে হাজার 1970 সালের মধ্যে টাচস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করা হয় ।



1992 সালে আইবিএম কোম্পানি প্রথমবারের মতো টাচস্ক্রিন মোবাইল আবিষ্কার করেন এবং 1994 সালে প্রথমবারের মতো সাধারন জনগনের জন্য এটি বাজারে নিয়ে আসেন । তখনকার ওই মোবাইলের মূল্য ছিল 900 মার্কিন ডলার ।



তাই এখন বলা চলে টাচস্ক্রিন আবিষ্কার হয়  1993 সালে এবং এটি বাজারজাত করা হয়  1994 সালের 16 ই আগস্ট মাসে ।


                            আশা করি যতটকু আলোচনা করলাম বুঝতে পেরেছেন 

 আমরা প্রতিটা আর্টিকেলের শেষে বিষয় ভিত্তিক কিছুু নৈবেতিক দিয়ে থাকি যাতে করে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন ।   

মোবাইল ফোন সম্পর্কিত কিছু নৈবেতিক 


১ । মোবাইল ফোন কি ?

উত্তরঃ ইলেকট্রনিক যন্ত্র

২। প্রথম মোবাইল আবিষ্কার করেন কে ?

উত্তরঃ মার্টিন কুপার

৩। প্রথম মোবাইল আবিষ্কার করেন কত সালে ?

উত্তরঃ ১৯৭৩ সালে 

৪ । মার্টিন কুপার যে ফোনটি তৈরি করেছিলেন তার ওজন  কত ছিল ?

উত্তরঃ ১.১ কেজী

৫। এই ফোনটি চার্জ হতে সময় লাগত কত ঘন্টা ?

উত্তরঃ ১০ ঘন্টা 

৬। প্রথম মোবাইল ফোনটির নাম দেওয়া হয়েছিল কি ? 

উত্তরঃ Motorola Dynatac

৭। সাধারণ মানুষের জন্য মোবাইল ফোন বাজারজাত করা হয় কী নামে ?

উত্তরঃ Motorola Dynatac 8000 X নামে 

৮। টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?

উত্তরঃ Eric A. Johnson

৯। কোন কোম্পানি প্রথমবারের মতো টাচস্ক্রিন মোবাইল আবিষ্কার করেন ?

উত্তরঃ আইবিএম 




কম্পিউটার সম্পর্কে যানতে ক্লিক করুন